আপনার আইডির জন্য ফেসবুক ইসলামিক স্ট্যাটাস ছবি দরকার? এই পোস্টে আমি আপনার জন্য ৬০টি অসাধারন বানী যুক্ত ফেসবুক ইসলামিক স্ট্যাটাস ছবি নিয়ে এসেছি।
প্রতিদিনতো আমরা কত কিছু করেই ফেসবুকে সময় কাটাই, যদি আমার ও আপনার সম্মিলিত চেষ্টায় সামান্য হলেও ইসলাম প্রচারিত হয় ও মানুষ সঠিক দিকনির্দেশনা পায় তবে ক্ষতি কি?
এখান থেকে প্রতিদিন ১টি করে ইসলামিক স্ট্যাটাস ছবি নিয়ে তা আপনার আইডিতে আপলোড করার মাধ্যমে আপনিও ইসলাম প্রচারে অবদান রাখতে পারেন।
আপনাকে কষ্ট করে কিছু লিখতে হবেনা, কষ্ট করে ছবি এডিট করতে হবেনা, শুধু এখান থেকে স্ট্যাটাসগুলো নিয়ে আপনার আইডিতে আপলোড করে দিবেন।
ফেসবুকের পাশাপাশি এই ইসলামিক পোস্টগুলো টুইটার, হোয়াটস এপ, ইমো সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যবহার করতে পারবেন।
চলুন তবে এবার ফেসবুক ইসলামিক স্ট্যাটাস ছবিগুলো দেখে নেই…
সেরা ইসলামিক স্ট্যাটাস ছবি তালিকা
এই অংশে সেরা ইসলামিক ছবি পোস্টগুলো তুলে ধরছি।
যদিও মাঝে মাঝে আমার চোখ অশ্রুসিক্ত,
তবুও আমি আমার রবের সিদ্ধান্তের উপর সন্তষ্ট!!!

আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনিই দিবেন..

রাসুলের অপমানে যদি না কাঁদে তোর মন
মুসলিম না, মুনাফেক তুই। রাসুলের দুশমন!

হে আল্লাহ আমাকে কখনো নিজের উপরে ছেড়ে দিও না । সর্বদা তোমার গোলাম হয়ে থাকার তৌফিক দিও।

এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকেই ভালোবাসতে জানেননা।’

যা চেয়েছি তা সব হয়তো পাইনি
কিন্তু যা পেয়েছি তা কোন অংশে কম নয়।
আল্লাহই উত্তম পরিকল্পনাকারি।

শুনেছি প্রশ্ন ফাঁস হলে নাকি
সবাই পাস করে৷
কবরের প্রশ্ন তো আল্লাহ সে
কবেই ফাঁস করে দিয়েছেন। কিন্তু তবুও যদি পাশ করতে না পারি তাহলে এর দায়ভার কার?

শুক্রবার মানে😍 – গুনাহ মাফের আরেকটা সুযোগ”❤️ – পবিত্র জুম্মা মোবারক🕋😘

আমার বিপদের দিনে আমার বন্ধু বান্ধব পাশে না থাকুক,
আমার বিপদের দিনে আমার পরিবার পাশে না থাকুক
শুধু তুমি পাশে থেকো আল্লাহ..
আমি আর কিছু চাইনা..

নিজের সমস্যাগুলোর কথা মানুষ কে নয় আল্লাহ্ কে বলুন তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন- ইনশাআল্লাহ ❤️❤️

আমাদের জীবনে করা বড় ভূল কখনও কখনও আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে।

ফেসবুক, ইমোতে প্রতিদিন আপলোডের জন্য ইসলামিক স্ট্যাটাস ছবি
তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুদংবাদ দাও, ভীতসন্ত্রস্ত করো না।

‘আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তাঁর প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তাঁরই উপর ভরসা করা।’

হে আল্লাহ আমার অতীতের সকল গুনাহ মাফ করে দাও আর ভবিষ্যৎতে যেন সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক দান করো। আমিন।

ব্যার্থ হলে কখনো ভেঙ্গে পড়ো না বরং সিজদায় পড়ে যাও,
ইনশাআল্লাহ সফলতার পথ আল্লাহ দেখাবেন..

‘নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।’

“সবকিছুরই যাকাত রয়েছে, জ্ঞানের যাকাত হলো নির্বোধ কে সহ্য করা”
↔️ হযরত আলী (রা:)

তোমার কান্নার মুহূর্তগুলো
একদিন হাসিতে পরিনত হবে,
শুধু আল্লাহর উপর ভরসা রেখে
অপেক্ষা করো ❤️

আপনার দূর্বলতাকে শক্তিতে পরিনর করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। তাই তার কাছেই প্রার্থনা করুন।

ব্যার্থ হলে কখনো ভেঙ্গে পড়ো না বরং সিজদায় পড়ে যাও,
ইনশাআল্লাহ সফলতার পথ আল্লাহ দেখাবেন..

‘আপনি যা ই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।’

‘একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয় । তবে যে তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য করে করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।’

আল্লাহর ভয়ে তুমি যা কিছ ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তারা চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।

কথা বলা যদি রুপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা। – হযরত লোকমান (আ:)

‘সত্যিকার সফল তখনই হবেন, যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন।

আমি আমার কষ্টের কথা
কোনদিন কাউকে বলি না!
শুধু নামাজ শেষে মোনাজাতে
আল্লাহকে বলি!

‘যে কেউ আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করবে সে কিছুই হারাবে না।’

তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায়-অবিচারের দিকে আহবান করে তখন আল্লাহর শক্তিমত্তার কথা স্বরন কর।

‘যেখানে রসূলুল্লাহ্ (সা:) প্রতিদিন ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেন, সেখানে আমরা অন্তত দুই-একবার করছিতো?’

নিশ্চয়ই যে ব্যক্তি একাই একটি শহর দখল করে ফেলে তাত চেয়েও শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের কামনাকে জয় করে।

আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ শ্রবণকারীর আল্লাহ্ তা’আলাকেই ভুলে গেছেন।’

“হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহ’ই যথেস্ট।”

আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।

অন্যকে ইসলামিক দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। কারন পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়।

হে আল্লাহ আমার অতীতের সকল গুনাহ মাফ করে দাও আর ভবিষ্যৎতে যেন সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক দান করো। আমিন।

‘এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।’

যে ব্যাক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট।

নিজের সমস্যাগুলোর কথা মানুষ কে নয় আল্লাহ্ কে বলুন তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন- ইনশাআল্লাহ ❤️❤️

“মানুষের পাওনা টাকা ফেরৎ না দিয়ে সেজদায় জান্নাত খুঁজে কোন লাভ নাই,
কারন মানুষের হক কখনো আল্লাহ মাফ করবেন না”

‘মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম হিসেবে
মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ।’

তুমি যখন সেজদা দাও তখন তোমার কপালটা জায়নামাজ এর উপর পড়ে না। পড়ে আল্লাহ তায়া’লার কুদরতি পায়ের উপর।

প্রতিদিন যদি ২টি করে ইসলামিক স্ট্যাটাস আমাদের এই পোস্ট থেকে নিয়ে আপনার আইডিতে আপলোড করেন তাহলে একটানা ১ মাস পর্যন্ত ইসলামিক স্ট্যাটাস ছবি আপলোড করতে পারবেন। আর প্রতিদিন যদি ১ টি করে ইসলামিক স্ট্যাটাস ছবি এখান থেকে নিয়ে আপলোড করেন তবে টানা ২ মাস পর্যন্ত প্রতিদিন আপলোড করতে পারবেন। এখানেই শেষ নয়, কিছুদিনের মধ্যেই আমি আরো অনেকগুলো ইসলামিক স্ট্যাটাস দিবো যা আপনি আপনার আইডিতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে আরো পাবেন ইসলামিক প্রোফাইল ছবি, কভার ছবি, বিভিন্ন শিক্ষনীয় পোস্ট সহ আরো নানা কিছু।
আপনার ফেসবুক আইডির জন্য দারুন সব প্রোফাইল পিকচার, ফটো কমেন্ট, ভালোবাসার স্ট্যাটাস, মজার স্ট্যাটাস, ধর্মীয় ও শিক্ষামূলক স্ট্যাটাস দরকার? ভিজিট করুন FANCIM.COM
- ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।
- প্রতিবছর অন্তত ২৫০,০০০ মানুষ FANCIM.COM কে তাদের কাজে লাগাচ্ছেন।
- FANCIM.COM গুগল নিউজ ও এডসেন্স অনুমোদিত একটি ওয়েবসাইট! সুতরাং বুঝতেই পারছেন কতটা নির্ভরযোগ্য ও মানসম্মত!
- দৈনিক কমপক্ষে ১২ টি দেশ থেকে শত শত মানুষ FANCIM.COM এ ভ্রমন করেন।
ফেসবুকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে পাবেন তা জানতে ক্লিক করুন।
আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এই লিংকে প্রবেশ করুন- Fancim.com facebook page
আসলে অনেক দিন থেকেই ইচ্ছে ছিলো “ফেসবুক ইসলামিক স্ট্যাটাস ছবি” পোস্টটি নিয়ে কাজ করার কিন্তু বিভিন্ন ব্যস্ততার জন্য কাজটি দ্রুত শেষ করতে পারিনি আবার যেন-তেন স্ট্যাটাস দিয়ে ভরে রাখলেইতো হবেনা, স্ট্যাটাসগুলো মানসম্পন্ন হতে হবে। তাই শুধু মাত্র সেরা স্ট্যাটাসগুলো বাছাই করে তৈরি করতে গিয়ে একটু বেশি সময় লেগে গেলো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক- এই কামনা করে শেষ করছি।