Home » কর্মীদের ১২ বার বোনাস দিয়ে ইতিসাহ সৃষ্টি করলো PHP গ্রুপ!
বাংলা সংবাদ

কর্মীদের ১২ বার বোনাস দিয়ে ইতিসাহ সৃষ্টি করলো PHP গ্রুপ!

করোনাকালে অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতন-ভাতা কমিয়ে দিয়েছে। ব্যয়সংকোচনের অংশ হিসেবে কর্মী ছাঁটাইও করেছে অনেক প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের ‌‌পিএইচপি ফ্যামিলি নামের শিল্পগ্রুপ। শিল্পগ্রুপটি তাদের ২৭টি প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার কর্মীকে এ বছর নিয়মিত বোনাসের বাইরে ১০টি বাড়তি বোনাস দিয়েছে।

সব মিলিয়ে এ বছর মূল বেতনের সমপরিমাণ ১২টি বোনাস পাচ্ছেন ‌‌পিএইচপি ফ্যামিলির কর্মীরা। এর মধ্যে ১১টি বোনাস হাতে পেয়েছেন তাঁরা। বাকি বোনাসটি আগামী ঈদুল আজহায় দেওয়া হবে।

BD MEDIA MATE APP DOWNLODE

পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানের (সুফী মোহাম্মদ মিজানুর রহমান) এই উদ্যোগে আমরা সবাই একমত হই। কর্মীরা যদি ভালো থাকেন তাহলে প্রতিষ্ঠান ভালো থাকবে। করোনার দুঃসময়ে কর্মীদের পাশে থাকার জন্য এই বোনাস দেওয়া।’

পিএইচপি ফ্যামিলির দুজন কর্মী প্রথম আলোকে বলেন, গত বছর করোনার সময় তাঁরা ছয়টি বোনাস পেয়েছেন। এবার প্রায় দ্বিগুণ বোনাস পেয়েছেন। করোনাকালে একসঙ্গে এতগুলো বোনাস কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তাঁরা।

পিএইচপি ফ্যামিলির একজন পরিচালক জানান, প্রতি মাসে কর্মীদের বেতন-ভাতা বাবদ তাঁদের ব্যয় সাড়ে ১৪ কোটি টাকা। গাড়ি সংযোজন, মোটরসাইকেল, ইস্পাত, টেক্সটাইল, ফ্লোট গ্লাস, কৃষি, বিদ্যুৎসহ বহু খাতে ব্যবসা রয়েছে শিল্পগোষ্ঠীটির।

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!