রাঙ্গামাটির জেলার কাপ্তাই বাঁধের ১৬টি ফটক ৬ ইন্চি করে খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়ে বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় রোববার (২৫ আগস্ট) ফটকগুলো খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সকাল সাড়ে ৮টার দিকে বাঁধের ১৬টি ফটক ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ২৫৪৮৮০ লিটার পানি কর্ণফুলী নদীতে পড়ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, আজ সকাল ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.২৭ এমএসএল (মিনস সি লেভেল) মাপা হয়, যা বিপৎসীমায় পৌঁছেছে। হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।
আপাতত ফটকগুলো মাত্র ৬ ইন্চি করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ২ লাখ ৫৫ হাজার লিটার পানি নিষ্কাশন হচ্ছে। বৃষ্টিপাত বা পাহাড়ি ঢল বৃদ্ধি পেলে ফটকগুলো খোলার পরিমাণ আরো বাড়ানো লাগতে পারে।
কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের গণমাধ্যমকে জানান, এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।
পানি ছাড়ার আগেই ‘জরুরি বার্তা’ চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, রাঙামাটির জেলা প্রশাসক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনীর কাপ্তাই ও চট্টগ্রাম ঘাঁটি ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে জানিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
এদিকে পানির পরিমান বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের চারটি টারবাইন সচল হয়েছে, যা থেকে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।