Home » কারাগারে মৃত্যুর কাছাকাছি রয়েছেন দেলোয়ার হোসেন সাইদী
বাংলা সংবাদ

কারাগারে মৃত্যুর কাছাকাছি রয়েছেন দেলোয়ার হোসেন সাইদী

অসুস্থ দেলোয়ার হোসেন সাইদির ছবি

জামায়াতে ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ন নেতা ও নানা কারনে আলোচিত- সমালোচিত দেলোয়ার হোসেন সাইদী বর্তমানে কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন।

যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত এই আসামী বর্তমানে কারাগারে নিভৃতে দিন পার করছেন। তার জীবনের যেটুকু সময় বাকি আছে তা কারাগারের ভিতরেই কেটে যাবার সম্ভবনা বেশি। জীবিত অবস্থায় তার কারাগার থেকে মুক্তি লাভের সম্ভবনা খুবই কম।

এমনকি বিএনপি ক্ষমতায় এলেও তার মুক্তি পাবার সম্ভবনা কম, কারন বিএনপি চাইলেও নানা আইনগত বাধার কারনে তাকে হয়তো মুক্তি দিতে পারবেনা বা মুক্তি দেয়ার পক্রিয়া শেষ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে।

কারাগারে থাকা জামায়াতের এই তেজী নেতা বর্তমানে অনেকটাই নিস্তেজ হয়ে এসেছেন। এর প্রধান কারন হিসেবে উল্লেখ করা যায় তার বয়সকে।

বয়স বৃদ্ধির ফলে স্বাভাবিক ভাবেই তার শরীরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগ ভর করেছে। এছাড়া দেখা দিয়েছে শারীরিক দূর্বলতাও। অল্প রোগেই কাবু হয়ে পড়েন এখন। বেশিক্ষন দাড়িয়ে থাকতে পারেননা, হাটতে হয় লাঠিতে ভর করে। এক নির্দিষ্ট গন্ডির ভিতরেই কেটে যাচ্ছে দিন রাত। ফলে বলা চলে মৃত্যুর অনেকটাই কাছাকাছি এগিয়ে এসেছেন তিনি।

ইতিমধ্যেই কারাগারে কেটে গেছে অনেকগুলো বছর। যেকোন দিন হঠ্যাৎ করে তার মৃত্যুর সংবাদ সামনে আসতে পারে।

তবে সুস্থ থাকতে যতটা সম্ভব নিয়ম মেনে খাবার খাওয়া, ঔষুধ গ্রহন ও শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন তিনি।

পরিবারের সদস্যরা মাঝে মধ্যে দেখা করেন তার সাথে।

BD MEDIA MATE AD WITH SCREENSHOT

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!