কোটা আন্দোলন দমনের জন্য পুলিশ ও লীগের বিবেকহীন কর্মী/সমর্থকরা কিভাবে মানুষদের হত্যা করেছে তার কিছু ঘটনা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে।
ভিডিওটিতে অকারনে মানুষকে হত্যা করার দৃশ্যগুলো দেখলে কোন বিবেকবান মানুষের মাথা ঠিক থাকবেনা।
এরা মানুষ হত্যার বিষয়টিকে ছেলেখেলার পর্যায়ে নিয়ে গেছে।
ক্ষমতার লোভ, দাম্ভিকতা ও জনবিচ্ছিন্নতা শেখ হাসিনাকে বিবেকহীন নরপশুতে পরিনত করেছে।
শেখ হাসিনার দামি খাবার, দামি পোশাক, আলিশান বাসস্থান, গাড়ি, অলংকার, বিদেশে যাতায়াত, নিরাপত্তার খরচ সহ তার জীবন যাপনের সকল খরচ চলতো জনগনের করের টাকায়। আর সেই শেখ হাসিনার নির্দেশে ও তত্বাবধানে মানুষকে গনহারে হত্যা করা হয়। বিগত ১৬ বছরের অপকর্ম বলে শেষ করা যাবেনা। শুধু একটি আন্দোলনেই তার কারনে প্রান দিতে হয় ৬৫০ জনের বেশি মানুষকে!