গত ১৩ ই মে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষন দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষনে তিনি দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। একইসাথে সকলকে করোনা থেকে বাচার জন্য ঈদে স্ব্যাস্থবিধি মেনে চলার আহব্হান জানান প্রধানমন্ত্রী।
ভাষনে আগামী কয়েকমাসের মধ্যে দেশেই করোনার টিকা উৎপাদনের কথা জানান তিনি। তিনি বলেন, বিভিন্ন উৎস থেকে প্রায় ১ কোটি টিকা সংগ্রহের চেষ্টা করছে সরকার এবং আগামী কয়েকমাসের মধ্যে দেশেই করোনার টিকার উৎপাদন শুরু হবে এবং দেশের সকলকেই টিকার আওতায় আনা হবে।
উল্লেখ্য, এতদিন ভারত থেকে টিকা সংগ্রহ করা হয়েছে। তবে ভারতে করোনা পরিস্থিতি খারাপ রূপ নেওয়ায় ভারত থেকে টিকা রপ্তানি আপাতত ব্ন্ধ রয়েছে। তাই বাংলাদেশের সরকার চেষ্টা করছে বিকল্প উৎস হতে টিকা সংগ্রহ করতে।
দেশে টিকা উৎপাদনেরও চেষ্টা চলছে। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নিকট থেকে টিকা সংগ্রহের চেষ্টা চলছে।
ইতোমধ্যে রাশিয়া তাদের স্পুটনিক-V টিকা তৈরির প্রযুক্তি হস্তান্তর/TOT সহ বাংলাদেশকে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
Add Comment