Home » চাকরির খবর জানার ওয়েবসাইটের তালিকা
নিবন্ধ

চাকরির খবর জানার ওয়েবসাইটের তালিকা

চাকরির খবর জানার ওয়েবসাইটের তালিকা –

বর্তমানে বাংলাদেশে চাকরি পাওয়াটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে । অনেক মানুষ একটি ভালো চাকরির আশায় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় খোজ খবর নিচ্ছেন । তবে যথাসময়ে চাকরির খবর বা বিজ্ঞপ্তিগুলো জানতে পারলে হয়তো আপনি নিজের জন্য একটি পছন্দসই চাকরি সহজেই খুজে পেতে পারবেন । চাকরিপ্রার্থীরা যেন সহজেই চাকরির বিজ্ঞপ্তিগুলো জানতে পারে সেজন্য বাংলাদেশে বেশ অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যারা চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকে । এখানে এমন কিছু ওয়েবসাইটের ঠিকানা তুলে ধরা হলো, যেন আপনি আপনার কাংখিত চাকরিটি সহজেই খুজে নিতে পারেন ।

প্রথমে প্রধান কয়েকটি চাকরির খবর সরবরাহকারি ওয়েবসাইট এর ঠিকানা তুলে ধরা হলো –

* www.bdjobs.com

এই ওয়েবসাইটটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই । ইন্টারনেটে চাকরি খুজেছেন এমন প্রায় সবাইই এই ওয়েবসাইটটির নাম জানেন । কারন এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চাকরি বিষয়ক ওয়েবসাইট । ছোট বড় বহু প্রতিষ্ঠান প্রতিদিন এই ওয়েবসাইটে তাদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করছে । এখানে চাকরির বিজ্ঞপ্তিগুলো কাজের ধরন অনুযায়ি আলাদা আলাদা বিভাগে সুন্দর করে উপস্থাপন করা থাকে । আপনি সহজেই আপনার পছন্দের চাকরি এখান থেকে খুজে পেতে পারবেন ।

* www.chakri.com

এটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা “প্রথম আলো” এর একটি অঙ্গ প্রতিষ্ঠান । আগে এটি প্রথম আলো জবস নামে পরিচিত ছিলো । পরবর্তিতে এর নাম পাল্টিয়ে chakri.com রাখা হয়েছে । এটিও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি চাকরি বিষয়ক ওয়েবসাইট ।

* www.bdhoteljobs.com

হোটেল সম্পর্কিত যাবতীয় চাকরির বিজ্ঞপ্তি জানার জন্য রয়েছে বিশেষ এই ওয়েবসাইটটি । এখান থেকে হোটেলের সাথে সম্পর্কিত চাকরি করতে ইচ্ছুক ব্যাক্তিরা তাদের পছন্দের চাকরিটি খুজে পেতে পারেন ।

* www.jobsa1.com

এটিও বাংলাদেশের একটি জনপ্রিয় চাকরির তথ্য বিষয়ক ওয়েবসাইট । এই সাইটটিতে কাজের ধরন অনুযায়ি বিভিন্ন ভাগে ভাগ করে চাকরির তথ্য দেয়া আছে । ফলে সহজেই পছন্দের বিভাগ অনুযায়ি চাকরি খুজে আবেদন করতে পারবেন ।

এছাড়াও রয়েছে আরো বেশ কিছু চাকরির খবর সম্পর্কিত ওয়েবসাইট । যেখান থেকে আপনি আপনার পছন্দের চাকরিটি খুজে পেতে পারেন । এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো –

* www.jobsbd.com

* www.bdjobstoday.com

* www.job.com.bd

* www.bdjobs.com.bd

* www.bd-career.com

* www.jobsnews24.com

* www.jobscircular24.com

* www.alljobsbd.com

* www.jobsinbd.com

* www.chakrimela.com

* www.jobsbangladesh.com

* www.alokitojobs.com

* www.chakrirkhobor.net

আপনারা যাতে সহজেই আপনাদের পছন্দের চাকরির খবর খুজে পেতে পারেন সেজন্যই আমাদের এই নিবন্ধটি লেখা । আশা করি এটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে । নিবন্ধটি ভালো লাগলে শেয়ার করুন । অথবা আপনার কোনো মতামত থাকলে সেটিও জানাতে পারেন ।

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!