আমি মনে করি ছাত্রদের/আন্দোলনকারিদের যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ন সেসব বিষয়ে নজর দেয়া উচিত। হুট করে অতিরিক্ত নিয়ম মানাতে গিয়ে মানুষকে বিরক্ত করে ফেলা ঠিক হবেনা।
এখন দেখছি কিছু ছাত্রছাত্রীরা বাজারে বাজারে গিয়ে একটা একটা করে দোকানদারকে ঘিরে ধরে বাজার মনিটরিং করছে, মুদি দোকানিদের ধরে ধরে দাম যাচাই করছে, হেলমেট না থাকলে বাইক চালকদের দাড় করিয়ে রাখছে, স্ট্যান্ড ছাড়া যাত্রি তুললে সিএনজি থামিয়ে রাখছে ইত্যাদি। এসব করতে গিয়ে তারা আসলে একসাথে সবাইকে বিরক্ত করে ফেলছে।
বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ঠগ বাছতে গেলে গাঁ উজার হয়ে যাবে। মানে অন্যায়কারি ধরতে গেলে দেশের কোন মানুষই অবশিষ্ট থাকবেনা।
কারন এখানে রাজনীতিবিদ, চিকিৎসক, চাকুরিজীবি, কৃষক, জেলে, দোকানদার, গাড়িচালক, ছাত্র, আপনি, আমি-আমরা সবাই যার যার নিজস্ব অংগনে প্রতিদিন কোন না কোন ভাবে অপরাধ/অন্যায়/অনিয়ম করছি। আমরা জন্ম থেকে অনিয়মের মধ্যে বড় হয়েছি, আমরা অনিয়মে অভ্যস্ত। সভ্য হতে সময় লাগবে।
তাই আমাদের প্রথমে বড় বড় অনিয়মগুলো শোধরাতে হবে তারপর ধীরে ধীরে একটা একটা করে ছোট অনিয়ম বা বদ-অভ্যাসগুলো দুর করতে হবে। সব একসাথে মেরামত করতে গেলে মেরামততো হবেই না বরং হ-য-ব-র-ল অবস্থা সৃষ্টি হবে।
আর বাজার তদারকি বা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে ছাত্ররা প্রশিক্ষিত নয় ফলে প্রশিক্ষণ ও সমন্বয়হীনতার জন্য সমস্যা আরও বাড়বে।
লাইসেন্স ছাড়া মোটর সাইকেল চালানো একটি অপরাধ, বেশি গতিতে চালানো একটা অপরাধ, ফুটপাতের উপর দিয়ে চালানোও অপরাধ, হেলমেট ছাড়া চালানোও অপরাধ আবার দুইজনের বেশি আরোহন করাও অপরাধ। এখন আপনি যদি সব একসাথে ঠিক করে ফেলতে চান তাহলে সেটা পারবেন না বরং হাজার হাজার বাইক চালকের সাথে আপনাকে তর্ক করতে হবে। কারন সবাই কোন না কোন নিয়ম ভংগ করছে।
তাই প্রথমে আমাদের নিশ্চিত করতে হবে লাইসেন্স ছাড়া যেন কেউ বাইক চালাতে না পারে। দেশে যখন এই বিষয়টা নিয়ন্ত্রনে এসে যাবে তারপর বেশি গতি নিয়ন্ত্রন করতে হবে। এটা বাস্তবায়ন করতে পারলে ফুটপাতে বাইক চালানো বন্ধ করতে হবে। এরপর একটা একটা করে বাকি অনিয়মগুলো ধরতে হবে। কিন্তু যেখানে লাইসেন্সেরই ঠিক নেই সেখানে হেলমেট ছাড়া চালানোতো সামান্য বিষয়!
এখন দেখছি কিছু ছাত্রছাত্রীরা বাজারে বাজারে গিয়ে একটা একটা করে দোকানদারকে ঘিরে ধরে বাজার মনিটরিং করছে, মুদি দোকানিদের ধরে ধরে দাম যাচাই করছে, হেলমেট না থাকলে বাইক চালকদের দাড় করিয়ে রাখছে, স্ট্যান্ড ছাড়া যাত্রি তুললে সিএনজি থামিয়ে রাখছে ইত্যাদি। এসব করতে গিয়ে তারা আসলে একসাথে সবাইকে বিরক্ত করে ফেলছে।
আমাদের দেশের এখন যে অবস্থা তাতে বলা যায় আমরা কোনরকমে অল্পের জন্য একটা গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছি। এমন অবস্থায় ছোট অপরাধীকে ক্ষমা করে দিয়ে সেই ছোট অপরাধীকে সাথে নিয়ে বড় অপরাধীদের ধরতে হবে। নাহলে বড় অপরাধীকে চারিদিক থেকে ঘিরে ধরার জন্য লোক খুজে পাবেননা।
মনে রাখা দরকার এসব বিষয় এখন আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো সরকার ব্যবস্থা মেরামত করা, দেশে রাষ্ট্রীয় মদদে জুলুম বন্ধ করা, আইনের শাষন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সরকার, মন্ত্রনালয়, অধিদপ্তর, প্রশাষন আর বিচারবিভাগ ঠিক হলে বাকি সব এমনিতেই ঠিক হয়ে যাবে। তাই আসুন আগে সরকার, মন্ত্রনালয়, অধিদপ্তর, প্রশাষন আর বিচারবিভাগ ঠিক করি, এদিকে নজর রাখি। বাকি সব পরে দেখা যাবে।