দৃষ্টিনন্দন ও আইকনিক পদ্মা সেতু ও এর আশেপাশের এলাকা ইতিমধ্যেই একটি দর্শনীয় স্থানে পরিনত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বহু মানুষজন পদ্মাসেতু দেখতে আসেন।
তবে কিছু কিছু তরুন তরুনী পদ্মাসেতুকে নিজেদের ডেটিং স্পট হিসেবে ব্যবহার শুরু করেছে। বর্তমানে পদ্মাসেতুতে শেষ পর্যায়ের কাজ চলছে।
উদ্ভোধনের আগ পর্যন্ত সেতুতে সাধারন মানুষের চলাচল নিষিদ্ধ। ফলে বর্তমানে সেতুটি জনশূন্য অবস্থায় রয়েছে।
আর এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও প্রেমিক প্রেমিকারা লুকিয়ে সেতুতে উঠে আড্ডাবাজি করে। কেউ কেউ জড়িয়ে পরে অসামাজিক কার্যকলাপে। পদ্মাসেতুতে এধরনের কর্মকান্ড ইতিমধ্যেই অনেকের চোখে পড়েছে।
কয়েকজনের দেখেদেখি আরো অনেকেই এধরনের কাজে আগ্রহি হয়ে উঠতে পারে বলে ধারনা করা হচ্ছে। আর এসব কর্মকান্ডের ফলে সেতুর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
তাই পদ্মাসেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের আরো সচেতনভাবে দায়িত্ব পালনের উপর জোর দিয়েছেন সবাই।
Add Comment