গ্রাম অন্চলে বিভিন্ন কৌশলে গরু ছাগল চুরির কথা প্রায়ই শোনা যায়। আর গরু ছাগল চুরির জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে চোরেরা। তবে এবার রাজধানীতেই ধরা পড়লো অভিনব কায়দায় গরু চুরির একটি ঘটনা।
পল্লবির সিরামিক চোকপোস্টে গাড়ি তল্লাশির সময় একটি গাড়ি সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা গাড়িটিকে আটক করতে সক্ষম হয়।
গাড়ির ভেতরে পাওয়া যায় একটি গরু! মাংসের দোকানে বিক্রির উদ্দেশ্যে গরুটিকে রাজধানীর প্বার্শবর্তী এলাকা থেকে চুরি করে আনা হয়েছিলো।
এসময় গাড়ি ও গরুটিকে জব্দ করা হয় এবং ৪ চোরকে আটক করা হয়।
মাংস বিক্রেতারা সব জেনেশুনেও বেশি লাভের আশায় চোরাই গরু ক্রয় করে।
যে গরুর বাজার মূল্য ৮০ হাজার টাকা সেই গরু চোরদের কাছ থেকে কিনলে অন্তত ১৫ থেকে ২০ হাজার টাকা কম দামে পাওয়া যায়।
চোরদের কাছ থেকে পুলিশ কয়েকজন বিক্রেতার তথ্য পেয়েছে এবং তাদের ধরতে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।
Add Comment