Home » বাংলাদেশে আইএসের নতুন খলিফা নিয়োগ
বাংলা সংবাদ

বাংলাদেশে আইএসের নতুন খলিফা নিয়োগ

আইএস এর পতাকা

কিছুদিন আগে সিরিয়ায় আইএসের পতনের ঘোষনা দিয়েছে মার্কিন বাহিনী ।

সিরিয়াতে পরাজয়ের পর নতুন করে অন্য কোন জায়গায় তারা তাদের কার্যক্রম বিস্তার করবে কিনা সেই বিষয়ে চিন্তা করছিলেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ।

এই মাঝেই বাংলাদেশ শাখায় নতুন খলিফা নিয়োগের ঘোষনা দিলো আইএস ।

নতুন খলিফার নাম শাইখ আবু মুহাম্মদ ।

আই এসের মুখপাত্র হিসেবে পরিচিত “আত তামক্বিন” এর সর্বশেষ সংখ্যায় নতুন খলিফার ঘোষনা দেয়া হয় ।

তবে নতুন “খলিফা” শাইক আবু মোহাম্মদের বিষয়ে তেমন কোন তথ্য সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নেই ।

এর আগে আবু ইব্রাহিম আল হানিফ নামক একজনকে খলিফা হিসেবে ঘোষনা করেছিলো আইএস । তার বিষয়ে তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে ।

আইএসের প্রচারিত পত্রিকায় নতুন খলিফার একটি সাক্ষাৎকারও প্রচারিত হয়েছে । সেখানে তিনি বাংলাদেশের আইনশৃংখলা বাহিনীর হাতে আইএসের যেসব সদস্য ও অনুসারি নিহত হয়েছেন তার বদলা নিবেন বলেও জানান ।

বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরেরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নতুন “খলিফা” এর বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন ।

উল্লেখ্য, কয়েকবছর আগে গুলশানে এক জংগি হামলায় দেশি বিদেশি বহু মানুষ হতাহত হয় । পরে কমান্ডো অভিযান চালিয়ে গুলশানে সেই জিম্মি সংকটের সমাধান করে সরকার ।

উক্ত হামলার দায় স্বিকার করে আইএস । এরপর আইনশৃংখলা বাহিনী ঢাকা সহ সারা দেশে অভিযান চালিয়ে আইএসের সাথে যোগাযোগ আছে এমন অনেককে গ্রেফতার ও হত্যা করে ।

নতুন “খলিফা” সহযোগিদের হত্যার বদলা নেয়ার ঘোষনা দেয়ায় দেশে আবারো জংগি হামলা হতে পারে বলে আশংকা করছেন অনেকেই ।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!