Home » বাংলা ১২ মাসের নাম ও বাংলা মাসের নামের উৎপত্তির ইতিহাস
নিবন্ধ

বাংলা ১২ মাসের নাম ও বাংলা মাসের নামের উৎপত্তির ইতিহাস

বাংলা ১২ মাসের নাম

বাংলা ১২ মাসের নাম জানতে চান? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন।

আজকে আমি আপনার জন্য এই লেখায় তুলে ধরেছি বাংলা ১২ মাসের নাম ( Bangla maser name)। পাশাপাশি কার উদ্যোগে বাংলা সনের প্রচলন শুরু হয় ও বাংলা মাসের নামগুলো কোন নক্ষত্রের নামের উপর ভিত্তি করে রাখা হয়েছে তাও এখানে সংক্ষেপে তুলে ধরবো।

চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

বাংলা ১২ মাসের নাম / বাংলা বারো মাসের নাম:

প্রথমেই এখানে ক্রমধারা অনুযায়ি বাংলা ১২ মাসের নাম তুলে ধরছি।

১* বৈশাখ

বৈশাখ হলো বাংলা বছরের প্রথম মাস। এই মাস থেকেই বাংলা বছর গননা শুরু হয়। প্রতি বছর উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

২* জৈষ্ঠ্য

জৈষ্ঠ্য হলো বাংলা বছরের ২য় মাস।

৩* আষাড়

আষাড় হলো বাংলা বছরের ৩য় মাস।

৪* শ্রাবণ

শ্রাবণ হলো বাংলা বছরের ৪র্থ মাস।

৫* ভাদ্র

বাংলা বছরের ৫ম মাস হলো ভাদ্র।

৬* আশ্বিন

বাংলা বছরের ৬ষ্ঠ মাস হলো আশ্বিন।

৭* কার্তিক

বাংলা বছরের ৭ম মাস হলো কার্তিক।

৮* অগ্রহায়ণ

অগ্রহায়ণ হলো বাংলা বছরের ৮ম মাস।

৯* পৌষ

ক্রমাধারা অনুযায়ি বাংলা বছরের ৯ম মাস হলো পৌষ।

১০* মাঘ

মাঘ হলো বাংলা বছরের ১০ম মাস।

১১* ফাল্গুন

ফাল্গুন হলো বাংলা বছরের ১১তম মাস।

১২* চৈত্র

চৈত্র হলো বাংলা বছরের শেষ মাস। এই মাসের মাধ্যমেই একটি বাংলা বছরের সমাপ্তি ঘটে এবং এরপর আবার বৈশাখ মাসের মাধ্যমে নতুন বছরের সুচনা হয়।

বাংলা সনের উৎপত্তি:

পূর্বে এই জনপদ ছিলো কৃষি নির্ভর জনপদ। কৃষক ও কৃষিভিত্তিক ব্যবসায়ি এবং অন্যরা সরকারি খাজনা ও ব্যবসায়িক হিসাব নিকাশের জন্য ভিনদেশী মাস এবং সাল অনুযায়ি হিসাব রাখতে গিয়ে সমস্যার সম্মুখীন হতেন। কারন ভিনদেশী মাস এবং সালের হিসাবগুলো ছিলো ভিনদেশী জাতি ও দেশের সুবিধা অনুযায়ি বিন্যাস করা।

ফলে ভীনদেশি জাতি ও দেশের বর্ষপঞ্জী অনুযায়ি ফসল রোপন, উত্তোলন ও ফসলের খাজনা পরিশোধ করতে গিয়ে রাষ্ট্রীয় হিসাবের সাধারন মানুষের সমন্বয় সাধন করা কঠিন হয়ে পরতো এবং ঝামেলা সৃষ্টি হতো।

ফলে এই অন্চলের মানুষের জন্য এই অন্চলের ফসল উৎপাদন ও খাজনা পরিশোধ সহ বিভিন্ন কাজ সহজতর করার উদ্দেশ্যে বাদশাহ আকবরের নির্দেশে তার দরবারের জোর্তিবিজ্ঞানীদের সহায়তায় এই অন্চলের আবহাওয়া, ঋতু বৈচিত্র ও নক্ষত্রদের অবস্থানের সাথে সমন্বয় করে বাংলা সাল চালু করা হয়।

সাধারনত একটি ইংরেজি মাসের মাঝামাঝি সময়ে বাংলা মাস শুরু হয় আবার পরবর্তী ইংরেজি মাসের মাঝামাঝি সময়ে গিয়ে সেই মাস শেষ হয়।

বাংলা মাসের নামের উৎপত্তি :

এখানে বাংলা মাসের নামগুলোর উৎপত্তি কিভাবে হলো তা সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

বাংলা মাসের নামগুলো রাখা হয়েছে বিভিন্ন নক্ষত্রের নামানুসারে। কোন মাস কোন নক্ষত্রের নামানুসারে রাখা হয়েছে তা নিচে উল্লেখ করা হলো।

 ১. বৈশাখ – বৈশাখ মাসের নাম রাখা হয়েছে বিশাখা নক্ষত্রের নাম অনুসারে।

২.  জ্যৈষ্ঠ – জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে জ্যৈষ্ঠ মাসের নামকরন করা হয়েছে।

৩.  আষাঢ় – আষাড় মাসের নাম রাখা হয়েছে উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে।

৪.  শ্রাবণ – শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে শ্রাবণ মাসের নাম রাখা হয়েছে।

৫.  ভাদ্র – উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে ভাদ্র মাসের নাম রাখা হয়েছে ।

৬. আশ্বিন – আশ্বিন মাসের নামকরন করা হয়েছে অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে।

৭. কার্তিক – কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে কার্তিক মাসের নামকরন করা হয়েছে।

৮. অগ্রহায়ণ (মার্গশীর্ষ) – মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে অগ্রহায়ন মাসের নাম রাখ হয়েছে।

৯. পৌষ – পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে পৌষ মাসের নামকরন করা হয়েছে।

১০. মাঘ – মঘা নক্ষত্রের নাম অনুসারে মাঘ মাসের নাম রাখা হয়েছে।

১১. ফাল্গুন – উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নামের সাথে মিল রেখে ফাল্গুন মাসের নামকরন করা হয়েছে।

১২. চৈত্র – চিত্রা নক্ষত্রের নামের সাথে মিল রেখে চৈত্র মাসের নামকরন করা হয়েছে।

বাংলা ১২ মাসের নাম ইংরেজীতে :

আসলে বাংলা মাসগুলোর ইংরেজি কোন প্রতিশব্দ নেই। যেমন বাংলায় আমরা “আম” বলি আর ইংরেজিতে “mango” বলি। এমন কোন প্রতিশব্দ নেই। তবে আপনি চাইলে বাংলা নামগুলোই উচ্চারন ঠিক রেখে ইংরেজি হরফে লিখতে পারেন। যেমন:

  • বৈশাখ – Boishak
  • জ্যৈষ্ঠ – Joishtho
  • আষাঢ় – Ashar
  • শ্রাবণ – Srabon
  • ভাদ্র – Vadro
  • আশ্বিন – Ashwin
  • কার্তিক – Kartik
  • অগ্রহায়ণ – Agrahyan
  • পৌষ – Poush
  • মাঘ – Magh
  • ফাল্গুন – Falgun
  • চৈত্র – Chaitra

আপনি চাইলে এটিও পড়তে পারেন – নামের অর্থ জানার ওয়েবসাইট/ মানুষ, প্রতিষ্ঠান বা পোষা প্রাণীর জন্য সুন্দর নাম বাছাই করার ওয়েবসাইট

বাংলা মাসের নামের উৎপত্তি সম্পর্কিত সংক্ষিপ্ত ইতিহাস ও বাংলা ১২ মাসের নাম আপনার জন্য তুলে ধরেছি। বিভিন্ন তথ্য ও অসাধারন ভিডিও দেখতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভ্রমন করার আমন্ত্রন রইলো। ধন্যবাদ।

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!