Home » বিদায় ঘন্টা বেজে উঠেছে রবির প্রথম বাংলাদেশি CEO মাহতাব উদ্দিনের
বাংলা সংবাদ

বিদায় ঘন্টা বেজে উঠেছে রবির প্রথম বাংলাদেশি CEO মাহতাব উদ্দিনের

রবির প্রথম বাংলাদেশি CEO মাহতাব উদ্দিন

মাহাতাব উদ্দিন বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারি অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটা লি: এর প্রথম বাংলাদেশী CEO. তার আগে রবিতে যতজন CEO হিসেবে কাজ করেছেন তারা সবাই ছিলেন বিদেশি।

বিগত ৫ বছর ধরে সফলতার সংগে রবির CEO হিসেবে দায়িত্ব পালনকারী মাহাতাব উদ্দিনের দায়িত্বকাল শীগ্রই শেষ হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।

যদিও তার চুক্তির মেয়াদ ছিলো ৩১ অক্টোবর পর্যন্ত, তবে তিনি এখনই অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মাহতাব উদ্দিন ২০১০ সালে রবিতে যোগ দিয়েছিলেন। এর আগে ১৭ বছর কাজ করেছেন ইউনিলিভার এর হয়ে।

রবির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সফলতার সাথে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করায় মাহতাব উদ্দিনের প্রতি ধন্যবাদ জানানো হয়।

মাহতাব উদ্দিনের বিদায়ের পর রবির প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ রশিদ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রবির CEO হিসেবে দায়িত্ব পালন করবেন।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!