ব্যাংকে আমানত রাখা টাকার উপর যে সুদ দেয়া হয় সেটি মূল্যস্ফীতির হারের চেয়ে কম হতে পারবেনা। ফলে জমা রাখা টাকার উপর মূল্যস্ফীতির চেয়ে বেশি হারে সুদ দিতে হবে। রবিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের সকল ব্যাংকগুলোকে এমন নির্দেশ দেয়া হয়েছে।
কেউ ৩ মাস বা তার চেয়ে বেশি মেয়াদে ব্যাংকে টাকা রাখলে তাদের বেলায় এই নিয়ম প্রযোজ্য হবে।
বর্তমানে দেশের ব্যাংকগুলোতে আমানতের উপর গড়ে ৪% থেকে সোয়া ৪% এর মত সুদ দেয়া হয়ে থাকে। তবে দেশে চলামান মূদ্রাস্ফিতির হার বরাবরই এর চেয়ে বেশি থাকে। ফলে মূদ্রাস্ফিতির চেয়ে কম সুদ পেয়ে গ্রাহকরা ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন। এতে করে ব্যাংকে আমানত রাখার বিষয়ে গ্রাহকদের আগ্রহ কমে যাচ্ছে।
তাই গ্রাহকরা যেন ক্ষতিগ্রস্ত না হন এবং ব্যাংকগুলোর সম্পদ ও দায়ের মাঝে যেন ভারসাম্য থাকে সেকারনে বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে।
তবে নির্দেশ বাস্তবায়েনর জন্য কোন নির্ধারিত সময় বেধে দেয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বলা হয়েছে যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে।
বিগত তিন মাসের মূল্যস্ফিতির হারকে হিসাব করে সুদ প্রদানের জন্য বলা হয়েছে কেন্দ্রিয় ব্যাংকের পক্ষ থেকে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে গ্রাহকরা উপকৃত হবে এবং ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে উৎসাহিত হবে।
Add Comment