Home » মটর সাইকেলের ধাক্কায় ট্রাকের দফারফা!
বাংলা সংবাদ

মটর সাইকেলের ধাক্কায় ট্রাকের দফারফা!

মটর সাইকেলের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো ট্রাক, ট্রাকচালক আহত!

বগুড়ার শেরপুরে মটর সাইকেলের সাথে একটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় মটর সাইকেলের ধাক্কায় পিকআপ ট্রাকের সামনের বেশ খানিকটা অংশ দুমড়ে মুচড়ে যায় ও ট্রাকের চালক আহত হন।

এঘটনায় মটর সাইকেলের চালকও আহত হয়েছেন তবে কারো আঘাতই গুরুতর নয়।

উভয়কেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাধারনত ট্রাকের ধাক্কায় ছোট খাটো যানবাহনের ক্ষতি হওয়ার বিষয়টিই আমরা সবসময় দেখে থাকি কিন্তু বগুরার এই ঘটনায় বিপরীত পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পিকআপ ট্রাকের বেশ ক্ষতি হলেও মটর সাইকেলের তেমন কোন ক্ষতি হয়নি!

ঘটনাটি স্থানিয়দের মাঝে চান্চল্য ও হাস্যরসের সৃষ্টি করে।

BD MEDIA MATE AD WITH SCREENSHOT

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!