Home » মহররম উপলক্ষে আহালে সুন্নাত ওয়াল জামায়াত ও দাওয়াতে ইসলামীর দিনব্যাপী কর্মসূচি
বাংলা সংবাদ

মহররম উপলক্ষে আহালে সুন্নাত ওয়াল জামায়াত ও দাওয়াতে ইসলামীর দিনব্যাপী কর্মসূচি

পবিত্র মহররম উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দাওয়াতে ইসলামী ও দেশের অন্যতম বৃহৎ ধর্মিয় সংগঠন আহালে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মহররমের দিনটি মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ন একটি দিন । এদিন কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে মহানবী হযরত মুহাম্মদ সা: এর নাতী হযরত ইমাম হোসাইন রা: ও তার পরিবার এবং সংগিরা নির্মভ ভাবে শহিদ হন । তবে এই দুখ: জনক ঘটনাটি ছাড়াও এদিন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ন আরো বিভিন্ন ঘটনা রয়েছে।

সাধারন মুসল্লিরা এদিন নামাজ, রোজা, দোয়া ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটি অতিবাহিত করে থাকেন ।

মহররম উপলক্ষে এদিন আহালে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে দেশের বহু মসজিদ মাদ্রাসায় বিশেষ আলোচনা সভা, এই দিনের তাৎপর্য বর্ননা, ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ননা, মিলাদ মাহফিল, জিকির আজগর ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাজার হাজার মুসল্লি এতে অংশগ্রহন করেন।

এদিন আহালে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে এবং নিজস্ব উদ্যোগে বিভিন্ন মসজিদ থেকে সাধারন ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!