Home » মাদ্রাসা ছাত্র থেকে পর্নোগ্রাফি নির্মাতা হয়ে ওঠেন রাজ
বাংলা সংবাদ

মাদ্রাসা ছাত্র থেকে পর্নোগ্রাফি নির্মাতা হয়ে ওঠেন রাজ

ধর্মিয়শিক্ষা প্রতিষ্ঠান হিসমাদ্রাসায় গুরুত্ব সহকারে নৈতিকতা শিক্ষা দেয়া হয়ে থাকে। সেই শিক্ষা বুকে ধারন করে মাদ্রাসার ছাত্ররা আজীবন চলবেন এমনটাই সবাই আশা করেন।

তবে পর্নোগ্রাফি নির্মানের অভিযোগে গ্রেফতার নজরুল রাজ টাকা ও নারীর লোভে সে শিক্ষাকে বিসর্জন দিয়েছেন।

রাজ পড়ালেখা করতেন মাদ্রাসায়। খুলনায় একটি মাদ্রাসা থেকে ১৯৮৯ সালে দাখিল পাশ করেন তিনি। এরপর ঢাকায় এসে ব্যবসা ধরেন রাজ। ধীরে ধীরে তার পরিচয় ঘটে বিনোদন জগতের কয়েকজনের সাথে।

এরপর টাকার লোভে বিনোদন জগতে তার পরিচয়ের বিষয়টিকে তিনি অবৈধ কাজে প্রয়োগ করেন। বিনোদন জগতের কিছু উঠতি তরুন তরুনীদের নিয়ে একটি সংগবদ্ধ দল গড়ে তোলেন।

এরা বিভিন্ন স্থানে পার্টির আয়োজন করতো। সেসব পার্টিতে মাদক সরবরাহের পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজ করে মোটা অংকের অর্থ আয় করতো তারা।

এভাবেই একসময় পর্নোগ্রাফি তৈরির বুদ্ধিও মাথায় আসে রাজের। মাদ্রাসা পড়ুয়া রাজ নৈতিকতা বিসর্জন দিয়ে হয়ে ওঠেন পর্নোগ্রাফি নির্মাতা।

BD MEDIA MATE AD WITH SCREENSHOT

https://mobile.facebook.com/FANCIMCOM-723403094381336/

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!