দেশিয় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আরেক দেশিয় ব্যবসায়িক প্রতিষ্ঠান যমুনা গ্রুপ।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যমুনা গ্রুপের কাছ থেকে এই বিশাল অংকের বিনিয়োগ পাওয়ার বিষয়টি জানিয়েছে ইভ্যালি নিজেই।
প্রথম ধাপে যমুনা গ্রুপ ২০০ কোটি টাকা ইভ্যালিতে বিনিয়োগ করবে এবং বাকি ৮০০ কোটি টাকা পরে ধাপে ধাপে বিনিয়োগ করা হবে।
তবে বিভিন্ন কারনে আলোচনা- সমালোচোনায় থাকা ইভ্যালির এত বিশাল পরিমান বিনিয়োগ আসলেই প্রয়োজন আছে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই এটিকে ইভ্যালির জন্য টাকার বন্যা বলছেন।
এছাড়া ইভ্যালির বর্তমান বাজারমূল্য কত তাও কোন প্রতিষ্ঠান প্রকাশ করেনি।
এই বিনিয়োগ ভবিষ্যৎতে ইভ্যালিকে এগিয়ে যেতে এবং ব্যবসার পরিধি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে জানানো হয়
Add Comment