প্রতিটা জিনিসের যেমন উপকারিতা আছে তেমনি অপকারিতাও আছে। তেমনি একটা জিনিস মোবাইল ফোন। খুব কম এডাল্ট মানুষ আছে যে মোবাইল ফোন ইউজ করেনা এবং এর মাত্রাটাও দিন দিন বেড়ে যাচ্ছে। আর তাই ডক্টররাও এটা নিয়ে উদ্বিগ্ন।
আজকে আমরা মোবাইল ফোনের ৮ টি অপকারিতা তুলে ধরেছি।
১. মোবাইল ফোন মানুষের স্ট্রেস বাড়িয়ে দেয়।
২. মানুষের ঘুম নষ্ট করে মোবাইল ফোন
৩. যেকোন সময় একসিডেন্ট ঘটতে পারে মোবাইল ফোনের কারনে
৪. উদ্ধেগ বাড়িতে দেয় মোবাইল ফোণ
৫. মোবাইল ফোন চোখের জ্যোতি নষ্ট করে ফেলে
৬. কানে কম শোনার কারন হতে পারে আপনার হাতের মোবাইল ফোন।
৭. মোবাইল ফোনের কারনে মানুষ সাইবার বুল্লিঙ্গের শিকার হয়
৮. অতিরিক্ত চিন্তার কারন হতে পারে মোবাইল।
মোবাইল ফোন সম্পর্কে আরও জানতে ভিজিট করতে পারেন priyomobile.xyz
Add Comment