Home » লকডাউন অমান্যকারিদের কাছ থেকে মুন্সিগন্জের শিমুলিয়ায় ২৪ ঘন্টায় ১০ লাখ টাকা জরিমানা আদায়!
বাংলা সংবাদ

লকডাউন অমান্যকারিদের কাছ থেকে মুন্সিগন্জের শিমুলিয়ায় ২৪ ঘন্টায় ১০ লাখ টাকা জরিমানা আদায়!

লকডাউন অমান্য করে যাতায়াত করায় ও স্বাস্থবিধি না মানায় মুন্সিগন্জের শিমুলিয়া ফেরিঘাটে হাজার হাজার মানুষকে জরিমানা গুনতে হয়েছে। মাত্র ২৪ ঘন্টাতেই জরিমানা আদায় করা হয়েছে ১০ লাখ টাকারও বেশি।

করোনা পরিস্থিতি অবনিতি হওয়ায় সরকার ঈদের পর মাত্র একদিন যাতায়াতের সুযোগ রেখে তার পরদিন থেকে কঠোর লকডাউন জারি করে। ঈদে বাড়ি গেলে ফিরতে হবে ঈদের পরদিনই এমন কথাও আগেই জানিয়ে রেখেছিলো সরকার।

তবে পথের দুরুত্ব বেশি থাকায় বা বিভিন্ন কারনে অনেকেই নির্ধারিত সময়ের ভিতরে ফিরে আসতে পারেননি। ফলে বাধ্য হয়ে লকডাউন জেনেও অনেকেই ঝুকি নিয়ে পথে বের হন।

মুন্সিগন্জের শিমুলিয়া ফেরি ঘাটে পন্যবাহি ট্রাকের আড়ালে লুকিয়ে বহু মানুষ ফেরিতে করে নদি পাড় হন তবে এপাড়ে এসে যাতায়াতের জন্য কোন বাহন না পেয়ে পড়তে হয় ভোগান্তিতে।

পরে বাধ্য হয়ে হেটেই রওনা হন তারা। কেউ কেউ স্বাস্থ্য মেনে চলাচল করলেও অনেকেই স্বাস্থ্যবিধি মানেননি। মুখেও ছিলোনা মাস্ক। মূলত এদেরকেই বেশেরভাগ জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি ৭০টির অধিক মামলাও করা হয়েছে এদিন।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!