আওয়ামিলীগের কিছু অন্ধ সমর্থক এবং শেখ হাসিনা নিজেও বলেছে যে আমার কি দোষ? কি অপরাধ করেছি আমি?
যখনই সরকারের কোন অপকর্ম প্রকাশ হয়ে যায় তখনই এক শ্রেনীর সুশীল ও আ.লীগের নেতারা বলতো শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে! ভাবটা এমন যে সবাই শুধু শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে অপকর্ম করছে আর হাসিনা নিজে কিছুই বোঝেননা। তিনি দুধে ধোয়া তুলসিপাতা। তার কোন দোষই নেই।
আসলে শেষ হাসিনার অপরাধ লেখা শুরু করলে সারাদিন লিখে শেষ করা যাবেনা। এখনকার শেখ হাসিনা আর আগের শেখ হাসিনা নেই।
- আমরা বুঝি, পুলিশের কোন দারোগা বা এস.এই ভুয়া কাগজপত্র দিয়ে চাকরি নিলে সেটা হাসিনার দোষ না। কিন্তু যখন ৭টি পাসপোর্ট নিয়ে “প্রাইভেট সার্ভিস” দেয়া বেনজির দেশের আইজিপি হয় সেটা হাসিনার দোষ।
(এই একটি ঘটনা দিয়েই প্রমান হয় হাসিনা দেশ বিক্রি করেছে। কারন হাসিনা, বর্তমান ও সাবেক সরাষ্ট্রমন্ত্রী, সরাষ্ট্র সচিব ও গোয়েন্দা সংস্থার লোক জড়িত না থাকলে এটি কিছুতেই সম্ভব না।) - আমরা বুঝি, পুলিশের কোন সদস্য অতি উৎসাহি হয়ে আবু সাইদকে গুলি করলে সেটা সরাসরি হাসিনার দোষ না। তবে প্রথমদিন ৬ জন মারা যাওয়ার পর দ্বিতীয় দিন সরকারি নির্দেশে যখন দালাল পুলিশের হামলায় ২০০ জন নিহত হয় সেটা হাসিনার দোষ।
- আমরা বুঝি কিছু ডাকাত ব্যাংকের টাকা ডাকাতি করে পালালে সেটা হাসিনার দোষ না। তবে হাজার হাজার কোটি টাকার ঋনখেলাপি সৃষ্টি হওয়াটা হাসিনার দোষ। ১১ লক্ষ কোটি টাকা পাচার হওয়াটা হাসিনার দোষ। কারন তার ইন্ধন এবং সম্মতি ছাড়া এসব সম্ভব নয়।
- আমরা বুঝি, ছাত্রলীগের কোন উশৃংখল সদস্য কারো সাথে মারপিট করলে সেটা হাসিনার দোষ নয়। তবে যখন আন্দোলন দমনের জন্য চাপাতি/রামদা/বন্দুক সহ দলীয় নির্দেশে ছাত্রলীগকে মাঠে নামানো হয় সেটা হাসিনার দোষ।
- আমরা বুঝি পুলিশ রাস্তায় গাড়ি আটকিয়ে ৫০০৳ ঘুষ খেলে সেটা হাসিনার দোষ নয়। তবে যখন পুলিশ বিনা ওয়ারেন্টে বা রাতের আধারে সাদা পোশাকে মানুষ ধরে নিয়ে গুম করে সেটা সরাষ্ট্রমন্ত্রী ও হাসিনার দোষ। কারন তাদের ইন্ধন ও প্রশ্রয় ছাড়া এটা সম্ভব নয়।
- আমরা বুঝি ভারত সিমান্তে গুলি চালালে সেটা হাসিনার দোষ না। তবে সরকারের মন্ত্রীরা সেটার প্রতিবাদ ও প্রতিরোধ না করে উল্টো যখন ভারতের পক্ষে সাফাই গায় সেটা হাসিনার দোষ।
- আমরা বুঝি বিএনপি হাসিনার উপর নির্যাতন করেছিলো তাই হাসিনাও বিএনপি জামাতকে শিক্ষা দিতে চায়- এটা হাসিনার দোষ না। তবে বিরোধিদের শিক্ষা দেয়ার নাম করে বিরোধিদলের একদম তৃনমূল পর্যায়ের কর্মী এমনকি সমর্থক এবং সাধারন জনগনকে পর্যন্ত শিক্ষা দেয়ার চেষ্টা করা হাসিনার দোষ।
- আমরা বুঝি, নির্বাচনের সময় কোথাও মারামারি হলে বা দু চারটি জাল ভোট পড়লে সেটা হাসিনার দোষ না। তবে সরকারি হুকুমে দিনের ভোট রাতে আয়োজন করা, দলীয় লোক ছাড়া অন্য সকলকে ভোট প্রদানে বাধা দেয়া, জাল ভোটের মহোৎসব করাটা হাসিনার দোষ।
- আমরা বুঝি কোন একটা প্রকল্পে ১০০ টাকার মধ্যে ২/৪ টাকা নয়-ছয় হলে সেটা হাসিনার দোষ নয়। তবে যখন ১০০ টাকার মধ্যে ৮০ টাকাই লুট হয়ে যায় আর তিনি জেনেও না জানার ভান করে বসে থাকেন তখন সেটা তার দোষ। যখন ২০০ কোটি টাকায় বাস্তবায়ন করা সম্ভব এমন কোন প্রকল্পের জন্য তার কাছে ৮০০ কোটি টাকা অনুমোদন চাওয়া হয় আর তিনি বিনা প্রশ্নে যাচাইবাছাই ছাড়াই সেটা অনুমোদন দিয়ে দেন সেটা তার দোষ। এমনকি গনমাধ্যমে বিষয়গুলো প্রকাশ হয়ে যাওয়ার পরও তিনি প্রকল্পের জন্য অকল্পনিয় পরিমান বাড়তি টাকা বরাদ্দ করেন তখন সেটা অবশ্যই তার অপরাধ।
এমন আরো হাজার হাজার কারন আছে যা বলে শেষ করা যাবেনা।