জামালপুরে নির্মানাধীন দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম রাখা নিয়ে সচিবদের প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার একনেক সভায় জামালপুরে নির্মানাধীন ১০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম “শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুর” রাখার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন সচিবরা। তবে প্রধানমন্ত্রী প্রকল্পটি থেকে তার নিজের নাম বাদ দেন।
একনেক সভায় প্রকল্পটিকে উপস্থাপনের সময় প্রধানমন্ত্রীর নাম সংযুক্ত করে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী প্রকল্পটিতে তার নাম দেখে তা বাদ দিতে বলেন।
এসময় সভায় থাকা সচিবরা প্রকল্পটিতে প্রধানমন্ত্রীর নাম সংযুক্ত রাখার জন্য চাপ দিতে থাকেন। তারা বলেন, এটি একটি আইকনিক প্রকল্প। এধরনের এত বড় প্রকল্প দেশে প্রথম। তাই এতে প্রধানমন্ত্রীর নাম থাকা উচিত। আমরা চাই এর নাম হোক “শেখ হাসিনা সোলার পার্ক”।
তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী রাজি না হওয়ায় এই নাম বাদ দেয়া হয়। প্রকল্পটির নতুন নাম দেয়া হয় জামালপুর সোলার পার্ক।
এদিন একনেক সভায় নদী খনন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষন ও টেলিটকের ফাইব জি নেটওয়ার্ক বিষয়ক কিছু প্রকল্প অনুমোদন দেয়া হয়।
Add Comment