Home » সহজ ২৫টি প্রশ্নের উত্তর দিয়ে দেখে নিন জীবন নামক পরিক্ষায় আপনি ১০০তে কত পান !
নিবন্ধ

সহজ ২৫টি প্রশ্নের উত্তর দিয়ে দেখে নিন জীবন নামক পরিক্ষায় আপনি ১০০তে কত পান !

প্রশ্নের উত্তর

এখানে ২৫টি প্রশ্ন রয়েছে । প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে ৪ নম্বর । আপনার ক্ষেত্রে প্রশ্নগুলোর উত্তর “হা” হলে প্রতিটি প্রশ্নের জন্য আপনি পাবেন ৪ নম্বর । আর উত্তর “না” হলে কোন নম্বর পাবেন না । যদি ২০টি প্রশ্নের উত্তর “হা” হয় তাহলে আপনি পাবেন (৪×২০=) ৮০ নম্বর । চলুন তাহলে শুরু করা যাক ।

* জীবনে অন্তত ১০টি গাছ রোপন করেছেন ?

* রোপন করা গাছগুলো মধ্যে অন্তত ৫-৬ টি গাছ যত্ন নিয়ে বড় করেছেন ?

* জীবনে অন্তত ২ বার রক্তদান করেছেন ?

* নিজের জেলার বাইরে অন্ততপক্ষে ৫ জেলায় গিয়েছেন ?

* নিজের জেলার বাইরে অন্তত ২টি জেলায় একা একা যাতায়াত করেছেন ?

* সাঁতার জানেন ?

* গাছে উঠতে জানেন ?

* এক কিলোমিটার বা তার বেশি দুরত্ব পায়ে হেটে যাতায়াত করেন ?

* ৩ দিন বা তার বেশি সময়ের জন্য বিদেশ ভ্রমণ করেছেন ?

* একাডেমিক বইয়ের বাইরে কমপক্ষে ৩০ টা বই পড়েছেন ?

* জীবনে অন্তত ১বার কোন রোগীকে নিয়ে হাসপাতালে গিয়েছেন এবং রোগির সাথে দুইদিন হাসপাতালে ছিলেন বা হাসপাতালের সকল দায়িত্ব নিজে সামলিয়েছেন ?

* নিজের প্রধান ধর্মগ্রন্থ একবার হলেও অর্থসহ বুঝে পুরোটা পড়েছেন ?

* পাহাড়ে অথবা সাগরপাড়ে ২ দিনের জন্য ভ্রমন করেছেন ?

* সাধারন খাবার-দাবার রান্না করতে জানেন ?

* কমপক্ষে ১০০+ মুভি দেখেছেন ?

* কোনো অসহায় ভিক্ষুক বা পথশিশুকে একবেলা খাওয়াইছেন ?

* পড়ালেখার বাইরে কোনো হাতের কাজে অথবা টেকনিকাল কাজে এক্সপার্ট ?

* বাংলা, ইংরেজী, হিন্দী ছাড়া অন্য কোনো ভাষা জানেন ?

* বেসিক কম্পিউটার কোর্স অথবা স্পোকেন কোর্স ?

* ফেসবুক, গুগল বা ইউটিউব ছাড়াও নিয়মিত অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করেন ?

* কোনো সভা সেমিনারে বা অনেক মানুষের সামনে দাড়িয়ে অন্তত ২ বার বক্তব্য দিয়েছেন ?

* প্রতি মাসে নিজের খাবার খরচের অন্তত অর্ধেক টাকা নিজে উর্পাজন করেন ?

* অন্তত মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছেন ?

* আপনি মানুষের সাথে সহজেই মিশতে পারেন ?

* পোষা প্রানী ব্যতিত অন্য কোন পশু-পাখিকে বিপদে সাহায্য করেছেন বা খাবার দিয়েছেন ?

আপনি ১০০তে কত পেলেন তা আমাদের কমেন্ট করে জানান ।

3 Comments

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!