মধ্যরাতে একটি মাইক্রোতে করে রাস্তায় টহল দিচ্ছিলো গোয়েন্দা পুলিশের সদস্যরা। সেই মাইক্রোটিকে সাধারন যাত্রীবাহি মাইক্রো ভেবে আটকায় ১০-১২ জন ডাকাতদের একটি দল।
পরে গাড়িতে থাকা ডিবি পুলিশের সদস্যরা বেরিয়ে আসলে তাদের দেখে দৌড়ে পালানোর সময় ৩ জন ডাকাতকে ধরে ফেলতে সক্ষম হয় ডিবি পুলিশের সদস্যরা। বাকিরা পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গাজিপুর জেলার কালিগন্জ উপজেলার টংগী-ঘোড়াশাল মহাসড়কে।
গাজিপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, আমাদের একটি দল রাতে সড়কে টহলে ছিলো। এসময় কিছু ডাকাত আমাদের দলের গাড়িটিকে সাধারন যাত্রীবাহি গাড়ি মনে করে সড়কে প্রতিবন্ধকরা সৃষ্টি করে দুই পাশ থেকে দেশিয় অস্ত্র ও পিস্তল উচিয়ে গাড়িটিকে থাকতে নির্দেশ দেয়।
পরে গাড়ি থামলে তারা গাড়িটিকে ঘিরে ফেলে। এসময় গাড়িতে থাকা ডিবি পুলিশের সদস্যরা অস্ত্র নিয়ে বেড়িয়ে আসলে তাদের দেখে ডাকাতরা দৌড়িয়ে পালিয়ে যায় তবে ডিবি সদস্যরা ৩ জনকে ধরে ফেলতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত একজনের বাড়ি নারায়নগন্জ ও দুইজনের বাড়ি নরসিংদিতে। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Add Comment