শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ধরিয়ে দিয়েছেন তারই যাত্রা সংগী সাবেক আইনমন্ত্রি আনিসুল হক!
জনবিচ্ছিন্ন শেখ হাসিনা সরকারের পতনের পর বহু আ.লীগ নেতা দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ কেউ আবার পালাতে গিয়ে ধরাও পড়ছেন।
সাবেক সরকারের দুই প্রভাবশালী নেতা আনিসুল হক ও সালমান এফ রহমান একত্রে মিলে নৈপথে দেশ ছেড়ে পালোনোর জন্য যাত্রা করেন। তারা দুইজনে মিলে একটি নৌযান ভাড়া করেন পালানোর জন্য।
সাদা চুল, দাড়ি ও অভিজাত পোশাক পড়ে চলা সালমান এফ রহমান পালানোর জন্য নিজের চুলে কপল দেন এবং দাড়ি কেটে ফেলেন। অভিজাত পোশাক বাদ দিয়ে পড়েন সাধারন লুংগি আর গেন্জি! চেহারার ও পোশাকের এমন আমূল পরিবর্তনের ফলে তাকে চেনা খুবই দুস্কর ছিলো।
শোনা যায়, সদরঘাটে নৌযানে উঠার সময় আনিসুল হক যখন ধরা পরেন তখন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সালমান এফ রহমানকে চিনতে না পরে শুধু আনিসুল হককে নিয়ে চলে যাচ্ছিলো। সেসময় আনিসুল হকই সালমান এফ রহমানকে দেখিয়ে দিয়ে বলেন- “উনি সালমান এফ রহমান, ওনাকেও ধরেন।” এরপর সবাই ভালো করে লক্ষ্য করার পর সালমান এফ রহমানকে চিনতে পারেন ও গ্রেফতার করেন।
আনিসুল হক যদি সালমান এফ রহমানকে দেখিয়ে না দিতেন তবে হয়তো এ যাত্রায় সালমান এফ রহমান বেচে যেতেন। সাবেক আইনমন্ত্রি আনিসুল হক যখন তাকে দেখিয়ে দেন তখন সালমান হতবম্ব হয়ে অসহায়ের মত দাড়িয়ে ছিলেন বলে শোনা যায়।