Home » ৮০০ বছর পর বাংলার ২য় শাষক হিসেবে দেশ ছেড়ে পালালো হাসিনা! ১ম কে?
নিবন্ধ বাংলা সংবাদ

৮০০ বছর পর বাংলার ২য় শাষক হিসেবে দেশ ছেড়ে পালালো হাসিনা! ১ম কে?

একটা কথা আছে, “ইতিহাস বারবার ফিরে আসে!” কখনো হয়তো অল্প সময়েই ইতিহাসের পুনরাবৃত্তি হয় আবার কখনো সেই সময়ের ব্যবধান কিছুটা বেশি হয়। ৮০০ বছর পর ইতিহাসের একটি অংশের আবারো পুনরাবৃত্তি হলো শেখ হাসিনার বেলায়!

সময়ের পরিক্রমায় এই বাংলায় বহু রাজা, বাদশাহ, নবাব, গভর্নর, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রিরা দেশ পরিচালনা করেছেন।

কারো কথা শুনলে মানুষ মৃত্যুর এত বছর পরও তাদের সম্মান জানায় আবার কারো কথা শুনলে ঘৃনা ও বিরক্তি প্রকাশ করে।

দেশ পরিচালনা করতে গিয়ে কেউ মারা গিয়েছেন, কেউ বন্দি হয়েছেন, কেউ নির্বাসিত হয়েছেন আবার কেউ পরবর্তি প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সুন্দরভাবে অবসর গ্রহন করেছেন।

তবে দেশ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা বাংলায় খুবই বিরল। শুধু বিরল বললে ভুল হবে বরং বাংলার হাজার হাজার বছরের ইতিহাসে এই ঘটনা মাত্র ১ বারই ঘটেছিলো ৮০০ বছর আগে! আর ২য় বার ঘটলো শেখ হাসিনার ক্ষেত্রে।

আজ থেকে ৮০০ বছর আগে বাংলার তৎকালীল শাষক রাজা লক্ষন সেন দেশ ফেলে পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন।

ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলায় অভিযান পরিচালনা করেন তখন দেশ ছেড়ে পালিয়ে যান রাজা লক্ষন সেন!

বখতিয়ার খিলজি যখন অভিযান পরিচালনা করেন তখন তিনি এতটাই দ্রুত গতিতে অভিযান চালিয়েছেন যে তার সমগ্র সৈন্যবাহিনী পিছনে পরে থাকে এবং মাত্র ১৮ জন তার সাথে তাল মেলাতে পেরেছিলো। অন্যদের জন্য অপেক্ষা না করে মৃত্যুর ভয় উপেক্ষা করে এই ১৮ জনকে নিয়েই তিনি রাজধানীতে ঢুকে পরেন এবং লক্ষন সেনের প্রসাদ দখল করে নেন। লক্ষন সেন তখন পিছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়।

লক্ষন সেনই ছিলো বাংলার ইতিহাসের একমাত্র কলংক। লক্ষন সেনের আগে এবং তার পরের এই ৮০০ বছরে বাংলার আর কোন শাষক দেশ ছেড়ে পালায়নি। ৮০০ বছরের রেকর্ড ভেংগে ২য় শাষক হিসেবে পালিয়েছেন শেখ হাসিনা!

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!