Home » আপনার স্মার্টফোনে কোন এপ কতখানি চার্জ খরচ করছে তা দেখার উপায়
নিবন্ধ

আপনার স্মার্টফোনে কোন এপ কতখানি চার্জ খরচ করছে তা দেখার উপায়

স্মার্টফোন মোবাইল

বর্তমানে আমারা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করে সময় কাটাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে যদি দেখেন যে তাতে চার্জ নেই বা চার্জ দিলেও খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় তবে মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। এমন অনেক এপস রয়েছে যেগুলো আপনার অজান্তেই মোবাইলের চার্জ খরচ করে থাকে। ফলে দ্রুত চার্জ শেষ হয়ে যায়।

তবে আপনি চাইলে আপনার মোবাইলে কোন এপসগুলো বেশি চার্জ খরচ করছে তা দেখে নিয়ে যেসব এপ কম প্রয়োজনীয় তা আনইন্সটল করে রাখতে পারেন এবং যখন প্রয়োজন হবে তখন ইন্সটল করে ব্যবহার করতে পারেন।

আপনি মোবাইল চার্জ দেয়ার পর সেই চার্জ কোথায় কতখানি খরচ হয়েছে তা দেখতে চান? কোন এপ কতখানি চার্জ খেয়েছে বা কি কি কারনে কোথায় কতটুকু চার্জ খরচ হয়েছে সেটা কিভাবে দেখবেন সেই নিয়মটাই আমি আপনাদের জন্য তুলে ধরছি।

আসলে বিষয়টা একদমই সহজ। প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে প্রবেশ করুন। সেটিংস অপশন থেকে ব্যাটারি অপশনে প্রবেশ করুন। ব্যাটারি অপশনে ঢুকলেই ব্যাটারিতে কতখানি চার্জ আছে। পাওয়ার সেভিং মুড চালু করতে চান কিনা, ইত্যাদির পাশাপাশি আপনার মোবাইলে কোথায় কতখানি চার্জ খরচ হয়েছে তাও দেখতে পাবেন।

আপনি চাইলে আমাদের এই লেখাটিও পড়ে দেখতে পারেন : যে কাজগুলো করলে মোবাইল ৪/৫ বছর টিকবে

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!