Home » মুন্সিগন্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাডে আগুনে পুড়ে এক পরিবারের সবাই নিহত
বাংলা সংবাদ

মুন্সিগন্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাডে আগুনে পুড়ে এক পরিবারের সবাই নিহত

মুন্সিগন্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকার এক বাসায় গ্যাস লাইনের ছিদ্র থেকে সূত্রপাত হওয়া আগুনে পুড়ে একটি ৪ সদস্যের পরিবারের সবাই মারা গেছেন।

মো. কাওসার খান নামের এক ব্যাক্তি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মুন্সিগন্জের মুক্তারপুরে একটি বাসায় ভাড়া থাকতেন।

বৃহস্পতিবার রাত ৪ টার দিকে কাওসার খানের ঘরে গ্যাসের ছিদ্রে হঠ্যাৎ প্রচন্ড বিস্ফোরন হয়।

বিকট বিস্ফোরনের শব্দে আশেপাশের মানুষের ঘুম ভেগেং যায় ও প্রতিবেশিরা ছুটে আসেন।

ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিলো। ঘরের ভিতর থেকে সবাই চিৎকার করছিলেন। কাওসার খান আহত অবস্থায় কোনমতে দরজা খুলে দেন। কিন্তু ঘরের ভিতর আগুন জ্বলছিলো।

দমকল বাহিনীকে খবর দেয়া হয় তবে দমকল বাহিনীর অপেক্ষায় না থেকে স্থানিয়রা নিজেরাই দ্রুত কয়েক মিনিটের মাঝে আগুন নিভাতে সক্ষম হন।

আগুন নিভিয়ে ঘরের ভিতর থেকে চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়।

সেখানে অবস্থা বেশি খারাপ হওয়ায় কাওসার খানের দুই সন্তানকে আইসিইউতে নেয়া হয় কিন্তু সেখানে দুইজনেরই মৃত্যু হয়।

পরবর্তীতে কাওসার খান ও সবশেষে তার স্ত্রী শান্তা খানও মারা যান। তাদের প্রত্যেকের শরীরই ৫০% থেকে ৭০% এরও বেশি পোড়া ছিলো।

মৃত্যুর আগে কাওসার ও তার স্ত্রী সন্তানদের অবস্থা জানতে চেয়েছিলেন। তবে তাদের অবস্থা খারাপ থাকায় সন্তানরা যে আগেই মারা গিয়েছে সেকথা
তাদের জানানো সম্ভব হয়নি।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!