Home » ওয়েবসাইটের ব্যান্ডউইথ কি এবং কিভাবে পরিমাপ করা হয়?
নিবন্ধ

ওয়েবসাইটের ব্যান্ডউইথ কি এবং কিভাবে পরিমাপ করা হয়?

web hosting

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি বা যাদের ওয়েবসাইট রয়েছে তাদের সকলেরই ব্যান্ডউইথ শব্দটি শুনে থাকার কথা। অনেকেই হয়তো বিষয়টি জানেন আবার অনেকেই হয়তো ভালোমতো জানেননা। যারা জানতে চান তারা পড়ে দেখতে পারেন। এছাড়া যারা ওয়েবসাইট তৈরির কথা ভাবছেন এবং যাদের ওয়েবসাইট রয়েছে তাদেরও বিষয়টি জেনে রাখা খুব জরুরী। চলুন তবে শুরু করা যাক।

ব্যান্ডউইথ কি?

ব্যান্ডউইথ হচ্ছে একধরনের ইন্টারনেট ডাটা পরিমাপের পদ্ধতি। এর মাধ্যমে একটি ওয়েবসাইট থেকে ভ্রমনকারীরা কি পরিমান ডাটা আদানপ্রদান করছে তা হিসাব করা হয়।

সহজ কথায়, একটি নির্দিষ্ট সময়ে একটি ওয়েবসাইট থেকে যে পরিমান ডাটা স্থানান্তর (আপলোড/ডাউনলোড) হয় তাকে সেই ওয়েবসাইটের ব্যান্ডউইথ বলে।

ব্যান্ডউইথ পরিমাপের পদ্ধতি:

ওয়েবসাইটের ব্যান্ডউইথ হচ্ছে অনেকটা মোবাইলের চার্জের মতো। মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে যেমন আপনার মোবাইলটি আর চলবেনা তেমনি আপনার ওয়েবসাইটের ব্যান্ডউইথ শেষ হয়ে গেলে আপনার ওয়েবসাইটের সব ঠিক থাকা সত্বেও ওয়েবসাইটটি আর লোড হবেনা।

আমরা সবাই ওয়েবসাইটের হোস্টিংয়ের পরিমান নিয়ে চিন্তিত হলেও ব্যান্ডউইথ নিয়ে তেমন চিন্তা করিনা তবে ওয়েবসাইট কর্মক্ষম রাখার জন্য ব্যান্ডউইথ খুবই গুরুত্বপূর্ন। আপনি যার কাছ থেকে হোস্টিং নিয়েছেন সেই প্রভাইডারের কাছ থেকে জেনে নিবেন যে আপনাকে কতখানি ব্যান্ডউইথ দেয়া হচ্ছে। সাধারনত হোস্টিং বাৎসরিক ভিত্তিতে ক্রয় করা হলেও ব্যান্ডউইথ সরবরাহ করা হয় মাসিক ভিত্তিতে। যারা জানেননা তাদেত জন্য ছোট একটা উদাহারন দিয়ে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি।

ধরুন আপনার ওয়েবসাইটের জন্য আপনি ১ জিবি হোস্টিং ক্রয় করেছেন এবং আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে এই ১ জিবি হোস্টিংয়ের সাথে প্রতি মাসে ২০ জিবি ব্যান্ডউইথ দিচ্ছে। ধরুন আপনি আপনার ওয়েবসাইটে ১ টি পোস্ট পাবলিশ করলেন। পোস্টটিতে ১ টি ছবি দিলেন এবং আরো কিছু কথা লিখলেন। ধরুন ছবিটির সাইজ ২ mb এবং আপনি যে কথাগুলো লিখেছেন সেই টেক্সটগুলোর সাইজ ৫০ kb.

এখন এই পোস্টটির জন্য আপনার হোস্টিং খরচ হচ্ছে ২ এমবি ও ৫০ কেবি। এবার ধরুন একজন ভিজিটর যখন এই পোস্টটি দেখবে তখন এই পেজটি ভিজিটরের মোবাইলে লোড হওয়ার জন্য খরচ হবে ২এমবি ৫০কেবি ডাটা। পোস্টটি যদি ১০জন ভিজিটর ১০ বার দেখে তাহলে প্রত্যেকের জন্য ২এমবি ৫০ কেবি করে ব্যান্ডউইথ খরচ হবে। সুতরাং মোট ২০ এমবি ৫০০ কেবি ব্যান্ডউইথ খরচ হবে। এমনি করে আপনার ওয়েবসাইটের সবগুলো পোস্ট যতবার ভিজিটররা দেখবে তত বেশি ব্যান্ডউইথ প্রয়োজন হবে।

যদি মাস শেষ হওয়ার আগেই আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে যায় তাহলে মাসের বাকি কয়েকদিন ভিজিটররা আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবেনা বা তাদের ডিভাইসে আপনার ওয়েবসাইট লোড হবেনা। ধরুন আপনার ওয়েবসাইটে মাসিক ৫০ জিবি ব্যান্ডউইথ রয়েছে। এখন যদি ২০ দিনের মধ্যেই এই ৫০ জিবি ব্যান্ডউইথ শেষ হয়ে যায় তাহলে বাকি ১০ দিন ভিজিটরেরা আপনার সাইট লোড করতে পারবেনা। সুতরাং ওয়েবসাইটকে সবসময় চলমান রাখতে ব্যান্ডউইথ খুবই প্রয়োজনিয়। বিশেষ করে বেশি ভিজিটর আসে এমন ওয়েবসাইটগুলোর জন্য পর্যাপ্ত ব্যান্ডউইথ থাকাটা খুবই জরুরী।

আনমিটারড ব্যান্ডউইথ কাকে বলে?

আনমিটারড ব্যান্ডউইথ বলতে এমন একটি পক্রিয়াকে বোঝানো হয় যেখানে আপনার ওয়েবসাইটের হোস্টিং সেবা প্রদানকারি আপনার ওয়েবসাইটের ব্যান্ডউইথ ব্যবহারের পরিমানকে একটি নির্দিষ্ট সীমার ভিতর আটকে না রেখে আপনার প্রয়োজন মতো নিরবিচ্ছিন ভাবে ব্যান্ডউইথ সরবরাহ করতে থাকে।

উদাহারন স্বরুপ, আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য মাসিক ৫০ জিবি ব্যান্ডউইথ নিয়ে থাকেন তাহলে এই ৫০ জিবি ব্যান্ডউইথ শেষ হয়ে গেলে আপনার সাইটটি আর লোড হবেনা কিন্তু আপনি যদি হোস্টিং প্রভাইডারের কাছ থেকে আনমিটারড ব্যান্ডউইথ নিয়ে থাকেন তাহলে আপনার যতখানি ব্যান্ডউইথই লাগুকনা কেন হোস্টিং প্রোভাইডার তা সরবরাহ করতে থাকবে। সেক্ষেত্রে আপনার ৫০ জিবি বা ৫০০ জিবি বা ৫০০০ জিবি- যতখানি ব্যান্ডউইথ লাগুকনা কেন তা দেয়া হবে।

হোস্টিং প্রভাইডারের সাথে আনমিটার ব্যান্ডউইথ নেয়ার চুক্তি করলে স্বাভাবিকভাবেই এর জন্য কিছুটা বেশি টাকা দিতে হবে।
সাধারনত বড় বড় জনপ্রিয় ওয়েবসাইটের জন্য আনমিটারড ব্যান্ডউইথ প্রয়োজন হয়, ভিজিটর কম থাকলে আনমিটারড ব্যান্ডউইথ নেয়ার কোন প্রয়োজন নেই।

আনমিটারড ব্যান্ডউইথ নিলে ব্যান্ডউইথের অভাবে কখনো ওয়েবসাইট ডাউন হবেনা।

31 BD Newspaper, Tv, Radio & Service website in 1 App free download

এখানে আমরা সহজে আপনাদের জন্য ব্যান্ডউইথ কি, কিভাবে এটি পরিমাপ করা হয় এবং আনমিটার ব্যান্ডউইথ কাকে বলে তা সহজে বোঝানোর চেষ্টা করেছি। লেখাটি ভালো লাগলে শেয়ার করে আমাদের উৎসাহ দেয়ার অনুরোধ রইলো, এছাড়া যেকোন মতামত থাকলে মন্তব্যের ঘরে জানাতে পারেন। ধন্যবাদ।

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!