Home » সহজেই আপনার বাড়িকে পরিবেশ বান্ধব বাড়ি করে তুলবেন যেভাবে
নিবন্ধ

সহজেই আপনার বাড়িকে পরিবেশ বান্ধব বাড়ি করে তুলবেন যেভাবে

পরিবেশ বান্ধব বাড়ি

পরিবেশ বান্ধব বাড়ি তৈরির সহজ ও কার্যকরি কিছু উপায় এখানে তুলে ধরা হলো । এই নিয়মগুলো মানলে আপনার বাড়িটিও পরিবেশ বান্ধব হয়ে উঠতে পারে ।

* বাড়ির চারিদিকে বা অন্তত তিন দিকে কমপক্ষে ২৫-৩০ ফুট খোলা জায়গা রাখুন ।

* বাড়ি তৈরির সময়ই পরিকল্পনা করুন । বাড়িতে বড় আকারের ও বেশি সংখ্যক জানালা রাখুন । এতে করে প্রাকৃতিক আলো বাতাস বেশি পাবেন । মন এবং স্বাস্থ্য ভালো থাকবে । আবার বাতি ও পাখার ব্যবহার কমবে । পরিবেশ ভালো থাকবে । বিদ্যু খরচও কমবে ।

* ছাদে জলাধার তৈরি করে এবং অন্য উপায়ে বৃষ্টির পানি সংরক্ষন করে সেই পানি ব্যবহার করুন । ফলে পানির জন্য মটর চালানো কমবে ।এটিও পরিবেশের জন্য ভালো কারন এতে ভূগর্ভস্ত পানির ব্যবহার কমবে । ফলে মাটির শুষ্কতা কমবে এবং মরুকরন রোধ হবে । আবার এতেও আপনার বিদ্যু খরচ কমবে ।

* বাড়িতে বারান্দা রাখুন । এতে বাসার লোকদের বিশেষ করে মহিলাদের অবসর সময়ে একটু খোলা বাতাস পাওয়ার সুযোগ সৃষ্টি হবে ।

* বাড়ির ছাদ সবার জন্য উন্মুক্ত রাখুন ।

* বাড়ির সীমানার ভেতরে যথাসম্ভব ঔষধি ও ফল গাছ রাখুন ।

* জানালার কাছাকাছি বড় গাছ লাগাবেন না । অন্তত ১০-১২ গজ দুরে গাছ লাগান ।

* বাড়ির ছাদে কিছু গাছ লাগাতে পারেন । তবে তা অবশ্যই ছোট আকারের হলে ভালো হয় ।

* বাড়ির বাসিন্দাদের ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা রাখুন ।

* ঘরের ভিতরে লাল, নীল, সবুজ বা কোনো গাড় রং ব্যবহার না করে সাদা বা হালকা হলুদ রং ব্যবহার করুন ।

* প্রতিটি ঘরে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা রাখুন ।

* সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারেন ।

ছোট ছোট এই বিষয়গুলো মেনে চলার মাধ্যমে আপনি সহজেই আপনার বাড়িকে পরিবেশ বান্ধব বাড়ি হিসেবে গড়ে তুলতে পারেন । লেখাটি ভালো লাগলে শেয়ার করে আমাদের উৎসাহিত করার অনুরোধ রইলো ।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!