Home » ABOUT FANCIM.COM*

ABOUT FANCIM.COM*

Contact

  • Owner- ARAFAT HOSSAIN
  • Email- arafathossain.fancim@gmail.com

Fancim.com মানুষকে গুরুত্বপূর্ন, ঐতিহাসিক, আলোচিত এবং দরকারি বিষয়ে সঠিক ও যুক্তিনির্ভর তথ্য প্রদানের লক্ষ্য নিয়ে  কাজ করে যাচ্ছে । যে কেউ তার নিজস্ব প্রয়োজনে এখানে প্রদত্ত তথ্য এবং অনান্য বিষয়াবলি জানার জন্য ভ্রমন করতে পারবে এবং আগ্রহি ব্যাক্তিরা নির্ধারিত নিয়ম অনুসরন করে নিজেকে একজন তথ্যদাতা হিসেবে এখানে সম্পৃক্ত করতে পারবে ।

সাধারন ভ্রমনকারি, তথ্যদাতা সহ সংশ্লিষ্ট সকল ব্যবহারকারীর জ্ঞাতার্থে এখানে আমদের কার্যপক্রিয়া এবং নীতিমালা সমূহ তুলে ধরা হলো, যেসব বিষয়ে সকল ব্যবহারকারিকে অবশ্যই সম্মত থাকতে হবে ।

* নির্ধারিত নিয়ম অনুসরন করে একজন ব্যাক্তি তথ্যদাতা হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন । তবে সেক্ষেত্রে এক বা একাধিক সম্পাদকের মাধ্যমে তার আবেদনটি যাচাই করার পর যদি সম্পাদক/সম্পাদকদের নিকট উপযুক্ত মনে হয় তখন তারা তাকে তথ্যদাতা হিসেবে বাতায়নে যুক্ত হওয়ার অনুমতি দিবেন, উপযুক্ত না মনে হলে অনুমতি দিবেন না ।

* Fancim কতৃপক্ষ আবেদনকারী তথ্যদাতা কর্তক প্রদত্ত তার কোন ব্যক্তিগত তথ্য সরকারি কতৃপক্ষ ও আদালত ব্যাতীত অন্য কোন পক্ষের কাছে প্রকাশ করেনা ।

* Fancim কতৃপক্ষ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার প্রতি খুবই শ্রদ্ধাশীল । তাই কারো ব্যক্তিগত গোপনীয়তা বা নিরাপত্তার লংঘন হয় এমন কোন তথ্য সেই ব্যক্তির অনুমতি ছাড়া প্রকাশ করা যাবেনা । যদি প্রকাশ করা হয় তাহলে উক্ত তথ্য বা ছবি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তারা নিজ বিবেচনায় তা কোনরুপ পূর্ব সতর্কীকরন ছাড়াই বাতায়ন থেকে মুলে ফেলতে পারবে ।

* কোন ধরনের ব্যক্তিগত, ধর্মীয় জাতিগত বিদ্বেষমূলক, অশ্লীল এবং সামাজিক মূল্যবোধ বিরোধী লেখা বা ছবি প্রকাশ করা যাবেনা । কেউ এধরনের কিছু প্রকাশ করলে Fancim কর্তৃপক্ষ নিজেদের বিবেচনায় বা সরকারি কতৃপক্ষ ও আদালত কর্তৃক নির্দেশপ্রাপ্ত হলে সেটি মুছে ফেলার পূর্ন অধিকার সংরক্ষন করে ।

* Fancim কর্তৃপক্ষ কাউকে সম্পাদকের দায়িত্ব দেয়া বা দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের পূর্ন ক্ষমতা সংরক্ষন করে এবং যে কোন সম্পাদককে কোন পূর্ব ঘোষনা ব্যতীতই অব্যাহতি দেয়ার অধিকার সংরক্ষন করে ।

* তথ্যদাতাদের যে কোন হিসাবের অনুমতি দেয়া এবং যে কোন হিসাবের বাতিল করার ক্ষেত্রে Fancim কর্তৃপক্ষ নিজ বিবেচনায় যে কোন সিদ্ধান্ত নিতে পারবে এবং সরকারি কর্তৃপক্ষ বা আদালত কর্তৃক নির্দেশ প্রাপ্ত হলে যে কোন তথ্যদাতার হিসাব তাকে জানিয়ে/না জানিয়ে স্থগিত বা সম্পূর্ন বাতিল করতে পারবে ।

* একই বিষয়ে একাধিক নিবন্ধ লেখা হলে বা ছবি বাতায়নে সংযুক্ত করা হলে পরে সংযুক্তকৃত নিবন্ধ বা ছবি মুছে ফেলা হতে পারে যদি সেই নিবন্ধে বা ছবিতে খুব গুরুত্বপূর্ন কোন তথ্য না থাকে (বিষয়টি সম্পূর্ন কর্তৃপক্ষের ইচ্ছাধীন ) । তাই কোন নিবন্ধ লেখার পূর্বে বা ছবির ভান্ডারে কোন ছবি যুক্ত করার পূর্বে সেই বিষয়ে ইতিমধ্যেই কোন নিবন্ধ বা ছবি বাতায়নে দেয়া আছে কিনা সেটি দেখে নেয়ার জন্য অনুরোধ করা হলো ।

* সকল নিবন্ধে সর্বোচ্চ ২টি ছবি এবং ১২ হাজার অক্ষরের বেশি লেখা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো । একটি নিবন্ধে ২ টির বেশি ছবি এবং ১২ হাজার অক্ষরের বেশি লেখা হলে সেটা Fancim কর্তৃপক্ষ নিজ বিবেচনায় মুছে দিতে পারবে । এছাড়া ছবির ভান্ডারে একটি লেখায় সর্বোচ্চ ৩টি ছবি এবং ৩ হাজার অক্ষর লেখার অনুরোধ করা হলো । এর বেশি হলে কর্তৃপক্ষ সেটিও নিজ বিবেচনায় মুছে দিতে পারবে ।

* যাবতীয় নিয়ম এবং নীতিমালা কর্তৃপক্ষ চাইলে নিজ বিবেচনায় কোনরুপ পূর্ব ঘোষনা ছাড়াই সম্পূর্ন বা আংশিক পরিবর্তন, পরিমার্জম, বা বাতিল করতে পারবে ।

* Fancim কর্তৃপক্ষ চাইলে যে কোন মন্তব্য যে কোন সময় মুছে দিতে পারবে । (বি:দ্র: এই বাতায়নে প্রকাশিত সকল তথ্য ও ছবিসমূহ Fancim কতৃপক্ষ নিজ দায়িত্বে প্রকাশ করেনা বরং ব্যবহারকারিরাই নিজ দায়িত্বে তথ্য ও ছবিসমূহ প্রকাশ করে থাকে । তাই প্রকাশিত সকল তথ্য ও ছবির জন্য উক্ত তথ্য ও ছবির প্রকাশকারী নিজে ব্যাক্তিগত ভাবে দায়ি থাকবেন ) ।

* আপনি চাইলে আপনার লেখা যে কোনো নিবন্ধছবি আমাদের কাছে ই-মেইল করে পাঠাতে পারেন এই ঠিকানায়: meetus@fancim.com

FANCIM.COM is committed to protect your personal information when you are using the website of FANCIM.COM or an application developed by FANCIM.COM

FANCIM.COM makes reasonable efforts to implement technology and security features in order to safeguard the privacy of its users from loss, unauthorized access or improper use.

How FANCIM.COM collects the information –

FANCIM.COM  collects information of a user upon the user’s access to the FANCIM.COM website –

  • by registering to the site
  • responding to a survey or participating in a competition

The personal data collected on this site, are for the exclusive use of FANCIM.COM

Use of Cookies –

FANCIM.COM does not collect any user data based on cookies, neither does it store any sort of user information that may be personal to the user. But third party may collect user cookies for there own necessity.

If a third party associated with the FANCIM.COM website collects user cookies upon your visit to the FANCIM.COM website, FANCIM.COM does not control the use of these cookies therefore you should check the relevant third-party website.

Advertisement –

The advertisements included in the FANCIM.COM website and mobile apps, are by third-party companies & ad networks through independent ad tags, which may collect information about users for which FANCIM.COM shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information’s with any other party.
FANCIM.COM shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the FANCIM.COM website.

FANCIM.COM কে যেভাবে আপনার কাজে লাগাতে পারেন

বিনামূল্যে আপনার প্রতিষ্ঠানের প্রচারের কাজে লাগাতে পারেন

আপনার ব্যবসা প্রতিষ্ঠান, পন্য বা সেবার বি জ্ঞাপন প্রচার করতে চান? আপনার প্রতিষ্ঠান, পন্য বা সেবা সম্পর্কে যে তথ্যগুলো মানুষকে জানাতে চান তা সুন্দর করে গুছিয়ে লিখুন। আপনার পন্য বা সেবার বিশেষত্ব, মান, দাম সহ যাবতীয় বিষয় তুলে ধরুন। যোগাযোগের ঠিকানা উল্লেখ করুন। অত:পর উপযুক্ত শিরোনাম ও ফিচার ফটো সহ পোস্ট পাবলিশ করুন। এটি একটি স্থায়ি বি জ্ঞাপন হিসেবে কাজ করবে। এভাবে সহজেই আপনার ব্যবসা বা সেবার প্রচার করতে পারেন। এমনভাবে বুদ্ধি খাটিয়ে পোস্ট করুন যেন তা সাধারন ভিজিটরদের উপকারে আসে আবার আপনারও উপকারে আসে। কারন শুধুই বি জ্ঞাপনমুলক পোস্ট করলে তা সাধারন ভিজিটররা পড়তে আগ্রহি হয়না। তাই আপনার পোস্টটিকে শুধুই একটি বি জ্ঞাপন হিসেবে তুলে না ধরে তথ্যবহুল পোস্ট হিসেবে তুলে ধরুন ও পরোক্ষভাবে আপনার প্রচারের কাজে লাগান। অর্থ্যাৎ এমনভাবে পোস্ট করুন যেন এটিকে শুধুই একটি বি জ্ঞাপন মনে না হয়। এক্ষেত্রে আপনাকে কিছুটা বুদ্ধি খাটাতে হবে। আপনি যদি একটি পোস্টে শুধুই বি জ্ঞাপনমূলক কথাবার্তা লিখে রাখেন তাহলে কেউই সেটি পড়তে চাইবেনা তবে আপনি যদি একটি তথ্যমূলক পোস্ট লিখেন এবং সরাসরি বি জ্ঞাপনের মতো করে না বলে পরোক্ষভাবে আপনার ব্যবসার প্রচার করেন তাহলে এডমিনরা আপনার পোস্ট এপ্রুভ করবে এবং মানুষ সেই পোস্ট পড়বে।

ফ্রি প্রোফাইল ক্রিয়েশন সাইট হিসেবে ব্যবহার করুন

FANCIM.COM এ আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলের নামে একটি প্রোফাইল তৈরি করে আপনার সুবিধামতো বিভিন্ন বিষয়ে লেখা, ছবি, অডিও বা ভিডিও কন্টেন্ট পাবলিশ করতে পারেন। এতে করে FANCIM.COM এর যেসব ভিজিটর ঐসব কন্টেন্ট দেখবে তাদের সামনে আপনার প্রতিষ্ঠান বা ওয়েবসাইটের নাম প্রচার হবে। যা আপনার প্রতিষ্ঠান বা ওয়েবসাইটের পরিচিতি বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

গেস্ট ব্লগিং করে ফ্রি হাইকোয়ালিটি ব্যাকলিংক নিতে পারেন

আপনারা যারা ব্লগিং করেন বা যাদের ওয়েবসাইট আছে তারা নিশ্চয় জানেন যে SEO (সার্চ ইন্জিন অপ্টিমাইজেশন) এর জন্য ব্যাকলিংক কতটা গুরুত্বপূর্ন। কিন্তু বর্তমানে কেউই অন্য ওয়েবসাইটকে ফ্রিতে ব্যাকলিংক দিতে চায় না। তবে FANCIM.COM এ আপনার সুবিধামতো যেকোন বিষয়ে গেষ্ট পোস্টিং করে সেই পোস্ট থেকে আপনার ওয়েবসাইটের জন্য হাই কোয়ালিটি ব্যাকলিংক নিতে পারেন।

প্রেস রিলিজ প্রকাশ

সংবাদ বি জ্ঞপ্তি বা প্রেস রিলিজ প্রকাশ করতে চান? কিন্তু বড় বড় পত্রিকাগুলো আপনার প্রেস রিলিজ প্রকাশ করছেনা? FANCIM.COM এ আপনার প্রেস রিলিজটি প্রকাশ করতে পারেন। কোন টাকা প্রদান করতে হবেনা।

এছাড়া অন্য কোনভাবে যদি আমরা আপনার উপকারে আসতে পারি তবে সেটিও আমাদের জানতে পারেন।

ভাবছেন এসব করে আমাদের কি লাভ?

আমাদের লাভ হলো ইউজার এনগেজমেন্ট। আমরা আমাদের ভিজিটরদের সাথে ঘনিষ্টভাবে যুক্ত হতে চাই। আমাদের প্রধান চাওয়া হলো ভিজিটররা বেশি বেশি আমাদের ওয়েবসাইট ভিজিট করুক এবং আমাদের বিষয়ে ইতিবাচক মনভাব প্রকাশ করুক।


FANCIM.COM একটি ওপেন সোর্স তথ্য ভান্ডার। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, বিনোদন সহ বিভিন্ন বিষয়ে এখানে স্বেচ্ছায় তালিকাভুক্ত সম্পাদকগন তাদের লেখা, অডিও, ভিডিও বা অন্যান্য কন্টেন্ট প্রকাশ করে থাকেন। তাই এখানে প্রকাশিত সকল কন্টেন্টের দায়ভার সম্পূর্নভাবে কন্টেন্ট প্রকাশকারীর।

তবে ওপেন সোর্স তথ্যভান্ডার হলেও এখানে প্রকাশিত তথ্য, সংবাদ বা ভিডিওর গ্রহনযোগ্যতা নিশ্চিতকল্পে প্রসাশকগন যেকোন তথ্যের বিষয়ে যাচাই-বাছাই করতে পারেন এবং কোন তথ্য মিথ্যা, উসকানীমূলক বা বিদ্বেষপূর্ন মনে হলে তা কোন কারন দর্শানো ছাড়াই যেকোন সময় মুছে ফেলার অধিকার রাখেন।

FANCIM.COM মানুষের ধর্ম, বর্ন, জাতীয়তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে শ্রদ্ধাশীল। তাই এসকল বিষয়ে আঘাত সৃষ্টি করতে পারে এমন যেকোন কন্টেন্ট FANCIM.COM এ প্রকাশ করা হতে বিরত থাকার জন্য প্রকাশকদের প্রতি অনুরোধ করা হলো।

FANCIM.COM এ প্রকাশিত কোন কন্টেন্টের বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে তা আমাদের জানাতে পারেন।

মাত্র ৩ MB সাইজের ১টি এপ  কাজ করবে ২৫টি এপের সমান!!!

“বিডি মিডিয়া মেট” এপটি ইন্সটল করে আপনার স্মার্টফোনকে করে তুলুন আসল স্মার্ট! কিভাবে?
* এপটিতে রয়েছে বাংলাদেশের সর্বাধিক পঠিত ১০টি সংবাদপত্র। ফলে এই এপটি থাকলে সংবাদ জানার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবেনা।
* এপটিতে রয়েছে বাংলাদেশ সরকারের প্রধান তথ্য বাতায়ন। ফলে সরকারি বিভিন্ন তথ্য ও নির্দেশনা জানতে পারবেন এখান থেকেই।
* এপটিতে রয়েছে পৃথীবির সবচেয়ে বড় ওপেন সোর্স তথ্যভান্ডার উইকিপিডিয়া। যেখানে আপনি পাবেন লাখ লাখ তথ্যবহুল নিবন্ধ।
 
* পৃথীবির যেকোন দেশের প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে পারবেন এই এপটি থেকে।
 
* এপটির মাধ্যমে আপনি প্রতিদিনের আবহাওয়া সম্পর্কিত তথ্যাবলিও জানতে পারবেন।
 
* এপটিতে আরো রয়েছে বিশ্বঘড়ি। এর মাধ্যমে আপনি বিশ্বের সকল দেশের ও বিভিন্ন বড় বড় শহরের সময় জানতে পারবেন।
 
* এপটিতে রয়েছে গুগল সার্চ ইন্জিন। ফলে যেকোন তথ্য আপনি সহজেই সার্চ করতে পারবেন।
 
* বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডের রেজাল্ট জানতে পারবেন এই এপটির মাধ্যমে!
 
* এপটিতে রয়েছে কুরআন শরীফ। ফলে আপনি চাইলে যেকোন সময় এপটির মাধ্যমে কুরআন শরীফও পড়তে পারবেন।
 
* যারা চাকরি খুজছেন তারা বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বি জ্ঞপ্তিও জানতে পারবেন এই এপটির মাধ্যমেই। কারন এপটিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় চাকরি বিষয়ক ওয়েবসাইট- “বিডি জবস”।
 
* কয়েকটি শীর্ষস্থানিয় টিভি চ্যানেলের ওয়েবসাইটও রয়েছে এপটিতে।
 
* এপটিতে বেশকিছু রেডিও চ্যানেলের ওয়েবসাইটও রয়েছে। ফলে রেডিও চ্যানেলগুলির বিভিন্ন তথ্য জানতে পারবেন। পাশাপাশি তাদের অনুষ্ঠানগুলো লাইভ শুনতেও পারবেন!
 
* এপটিতে আরো রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় “জাতীয় বিশ্ববিদ্যালয়” এর ওয়েবসাইট। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য, পরিক্ষার নোটিশ এখান থেকেই জানতে পারবেন।
 
* এপটির মাধ্যমে আপনি খেলাধুলার সমস্ত আপডেট সহজেই জানতে পারবেন।
 
* এপটির মাধ্যমে আপনি বিভিন্ন ইবুকও পড়তে পারবেন।
 
* এছাড়াও এপটিতে রয়েছে আরো বেশ কিছু তথ্য জানা ও সেবা পাওয়ার সুযোগ!

এপটির আরো কিছু বিশেষ দিক:

* এত সুযোগ সুবিধার পরও এপটির সাইজ মাত্র ৩ MB !!! ফলে আপনার মোবাইলের উপর কোন চাপ পড়বেনা। মোবাইলের RAM থাকে একদম ক্লিয়ার!
 
* এপটিতে ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবহৃত হয়না। ফলে আপনার অজান্তে মোবাইলের এমবি খরচ হবেনা।
 
* অন্য সব এপের মতো আমাদের এপে আপনার লোকেশন, কন্ট্রাক্ট ইনফো ও স্টোরেজে (মেমোরি কার্ড/ফোন মেমোরি) এক্সেসের অনুমোদন দিতে হয়না ফলে আপনার ব্যাক্তিগত তথ্য থাকে সম্পূর্ন নিরাপদ।
 
* এপটির ডিজাইন একদমই সাদাসিধে। তাই যে কেউ এটি চালাতে পারবেন।
 
* এপটিতে নিজস্ব কোন বি জ্ঞাপন প্রচার করা হয়না। (তবে এপটিতে যেসব ওয়েবসাইট রয়েছে সেগুলোতে বি জ্ঞাপন প্রচার হতে পারে, যা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়।)
 
* এপটি তৈরির যাবতীয় কাজ করা হয়েছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুগল এর এন্ড্রয়েড স্টুডিও এর মাধ্যমে। তাই যেকোন এন্ড্রয়েড ডিভাইসে এপটির ব্যবহার সম্পূর্ন নিরাপদ।
এক কথায় বলতে গেলে এপটির মাধ্যমে বাংলাদেশের পুরো মিডিয়া জগত আপনার হাতের মুঠোয় চলে আসবে।
সুতরাং এপটি ইন্সটল করুন আর আপনার স্মার্টফোনকে করে তুলুন আসল স্মার্ট!
BD MEDIA MATE APP DOWNLODE
Don`t copy text!