Home » ওয়াইফাই নাম (৭০০ ভালো, উদ্ভট ও মজার ওয়াইফাই নাম)
নিবন্ধ

ওয়াইফাই নাম (৭০০ ভালো, উদ্ভট ও মজার ওয়াইফাই নাম)

ভালো ও মজার ওয়াইফাই নাম

আপনার ওয়াইফাই নেটওয়ার্কের জন্য একটি মজার ওয়াইফাই নাম রাখার কথা ভাবছেন? আমরা আপনার জন্য নিয়ে এসেছি ৭০০ এর অধিক মজার, অদ্ভুত, ভালো ও চমকে দেয়ার মতো ওয়াইফাই নাম যা আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্কের জন্য রাখতে পারেন।

সারা পৃথীবিতেই ওয়াইফাই নেটওয়ার্কের জন্য আর্কষনিয় ও মজার নাম রাখার বিষয়টি প্রচলিত রয়েছে। একটি মজার ওয়াইফাই নাম আপনার ওয়াইফাই ব্যবহারের অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক করে তুলতে পারে।

চলুন তবে আর কথা না বাড়িয়ে দেখে নেই ওয়াইফাই নেটওয়ার্কের নামের ধারনাগুলো।

এই নিবন্ধের বিভাগগুলি-

মজার ওয়াইফাই নাম
চমকে দেওয়ার মত ওয়াইফাই নাম
সার্বজনীন ভালো বাংলা ওয়াইফাই নাম

বাংলায় ফানি বা মজার ওয়াইফাই নাম

এই অংশে আমরা আপনার জন্য বাংলায় অনেকগুলো ফানি বা মজার ওয়াইফাই নাম তুলে ধরেছি। নামগুলো দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। নিচের অংশে পাবেন উদ্ভট ও ভালো ওয়াইফাই নামের তালিকা।

  • ভাইরাস আক্রান্ত ওয়াইফাই
  • আমি একজন বিশেষ অজ্ঞ
  • দি ভাংগারি নেটওয়ার্ক
  • ভাইরে খুব স্লো!
  • আস্তে আস্তে কোনরকম চলে
  • গাড়ি চলেনা চলেনা চলেনা রে গাড়ি চলেনা
  • গরীবের উচ্চগতির নেটওয়ার্ক
  • উরাধুরা স্পীড
  • গায়েবি নেটওয়ার্ক
  • কচ্ছপ গতির ইন্টারনেট
  • গরীবের ফাইভ জি
  • গরীবের সিক্স জি
  • জাতীয় ওয়াইফাই নিয়ন্ত্রন কেন্দ্র
  • প্রাচীন ওয়াইফাই
  • শুধুমাত্র ১৮ বছরের কম বয়সিদের জন্য
  • আদিম যুগের ওয়াইফাই নেটওয়ার্ক
  • আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়াইফাই
  • টি সি বি কর্তৃক বিনামূল্যের ওয়াইফাই
  • স্লো ইন্টারনেটের প্রেমে পরেছি
  • কানেকশন ফেইল
  • পদ্মা সেতুর ১৬ নং খাম্বা
  • যা তা অবস্থা
  • পাসওয়ার্ড হলো আই লাভ ইউ
  • মরটিন কয়েল
  • আগরবাতির ধোয়া
  • ধুতরা পাতা
  • গোলাপজল
  • আয় ছেলেরা আয় মেয়েরা ওয়াইফাই চালাই
  • মোটা ইনজেকশন
  • আইক্কাওয়ালা বাঁশ
  • অ-জনসেবা কেন্দ্র
  • জনদূর্ভোগ কেন্দ্র
  • গরিবের ওয়াইফাই
  • ভূল সংকেত
  • বিপদজনক সংকেত
  • বিপদ সংকেত
  • ৩৯৯ নং আসনের এমপি
  • এয়ার প্লেন মুড অন
  • নেটওয়ার্ক জ্যামার
  • B T R C অনুমোদিত নেটওয়ার্ক জ্যামার
  • অবৈধ নেটওয়ার্ক জ্যামার
  • নষ্ট হয়ে যাওয়া নেটওয়ার্ক জ্যামার
  • নতুন অফার
  • এখানে চাপ দিয়ে ধরে রাখুন
  • ব্লকড নেটওয়ার্ক
  • বাদশাহ আকবরের ওয়াইফাই
  • বাদশাহি নেটওয়ার্ক
  • ভি আই পি নেটওয়ার্ক
  • ট্রোজানহর্স ভাইরাস
  • ভূয়া সংবাদ ভান্ডার
  • ওস্তাদ
  • জেলেনাস্কি ওয়াইফাই
  • পুতিনের ওয়াইফাই
  • হ্যাশ ট্যাগ
  • কাশেমপুর কারাগার
  • ঢাকা কেন্দ্রীয় কারাগার
  • B R T C এর সাবেক অফিস
  • সিটিসেল হেড অফিস
  • ময়লার ঝুড়ি
  • ঠুন্ডা পিছা
  • একটু সরেন
  • একটু সাইড হন
  • দুরে গিয়ে মর
  • দুর আকাশের কাউয়া
  • গোলাপি নেটওয়ার্ক
  • গোলাপি রাউটার
  • কলিং বেল
  • জাতীয় ওয়াইফাই
  • আন্তর্জাতিক ওয়াইফাই
  • ভোলা ভালা ওয়াইফাই
  • একটি ভূয়া ওয়াইফাই নেটওয়ার্ক
  • ইহা একটি শিশুতোষ ওয়াইফাই
  • ভাইরাস
  • সরকারি বিনামূল্যের ওয়াইফাই সেবা
  • জিপি অফার
  • রবি অফার
  • এয়ারটেল অফার
  • টেলিটক অফার
  • সিটিসেল অফার
  • বন্ধ হয়ে যাওয়া ওয়াইফাই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • জাতীয় চুলকানি নিরাময় কেন্দ্র
  • সাধু বাবার গুহা
  • সাধু বাবার টাওয়ার
  • ভাইরাস নেটওয়ার্ক
  • ফোর টুয়েন্টে নেটওয়ার্ক
  • ফোর টুয়েন্টি
  • কি চালাইবেন?
  • সস্তা ওয়াইফাই
  • বেসরকারি ওয়াইফাই
  • জাতীয় ওয়াইফাই
  • বাজিমাত
  • সংরক্ষিত ওয়াইফাই
  • হারিকেন মার্কা নেটওয়ার্ক
  • খরগোশ গতির ইন্টারনেট
  • খাইতে খাইতে সব শেষ
  • সস্তা নেটওয়ার্ক লি:
  • গরিবের সিক্স জি
  • ভাইরাসে ভরপুর
  • ভাইরাসে জর্জরিত
  • ভাইরাসের গোডাউন
  • এন্টি ভাইরাসের যম
  • পরিক্ষামূলক ওয়াইফাই
  • কুল স্পট
  • চোখে দেখিনা
  • নড়বড়ে নেটওয়ার্ক
  • পারমানবিক বোমা উৎপাদন কেন্দ্র
  • পরমানু বোমা নিষ্ক্রিয়করন কেন্দ্র
  • পারমানবিক ওয়াইফাই কেন্দ্র
  • হা ডু ডু চ্যাম্পিয়ন
  • ক্রিকেট লাভার
  • ফুটবল লাভার
  • রয়েল বেঙ্গল টাইগারের বাপ
  • আলাদিনের জাদুর চেরাগ
  • অনিরাপদ নেটওয়ার্ক
  • অটো রোটেট
  • গরম হটস্পট
  • মেয়াদ উর্ত্তীন নেটওয়ার্ক
  • আম জনতার ওয়াইফাই
  • বন্চিত জনতার ওয়াইফাই
  • হাওড়া ব্রিজের পিলার
  • আলাদিনের জাদুর ওয়াইফাই
  • আলিবাবা চল্লিশ চোর
  • বাবার দরবার
  • পিছনে গিয়ে বসেন
  • গুগুলের মালিক
  • গুগুলের বাপ
  • গুগুলের মালিকের বাপ
  • গুগুলের সি ই ও
  • দি ফাটাকেষ্ট নেটওয়ার্ক
  • ফ্লেক্সি লোডের দোকান
  • বিড়ির গোডাউন
  • ডিজিটাল বস্তিবাসি
  • ইন্টারনেট খোর
  • লাল পতাকা
  • আস্তে আস্তে চেষ্টা করেন
  • কিছু বলার ভাষা নাই
  • হুল ফোটাবো
  • আলাদিনের চেরাগ
  • উন্নয়নশীল ওয়াইফাই সিগন্যাল
  • অনুন্নত ওয়াইফাই সিগন্যাল
  • দরিদ্র ওয়াইফাই তরঙ্গ
  • নির্বাচন পর্যবেক্ষক
  • এফ বি আই প্রধান কার্যালয়
  • আলাদিনের ভার্চুয়াল চেরাগ
  • বন্ধ হয়ে যাওয়া পাগলাগারদ
  • ডুগডুগি
  • শোলার কাঠি
  • পাট কাঠি
  • জলন্ত চুলা
  • এত কষ্ট জীবনটা নষ্ট
  • ফিউজ বাল্ব
  • রং মহল
  • জলসা ঘর
  • গায়েবি নেটওয়ার্ক
  • ইতরামি করো?
  • ইতরামি কইরো না
  • পথ শিশু
  • ও এম এসের ওয়াইফাই
  • টি সি বি এর ওয়াইফাই
  • ছেড়া পালের নৌকা
  • টুথ পিক
  • দাতের ময়লা
  • চুপচাপ নেট চালাই
  • ভাই সাবধান
  • মামুর বাড়ির আবদার!
  • বিটিভি দেখতে ক্লিক করুন
  • কুতুকুতু নেটওয়ার্ক
  • কিসমিসের জুস
  • লোডিং চলছে
  • লোডিং আর লোডিং
  • মশা মাছির যম
  • ১০ বার চাপ দিন
  • দূর্বল সিগন্যাল
  • জাতীয় সংসদের ভবিষ্যৎ স্পিকার
  • কোন নেটওয়ার্ক পাওয়া যায়নি
  • সাইবার হামলা
  • আপনার মোবাইল হ্যাক হয়েছে
  • মাননিয় স্পিকার আমি ওয়াইফাই চালাতে চাই
  • ধান ক্ষেত নেটওয়ার্ক লি:
  • বাঁশ ঝাড়
  • আমড়া কাঠের ঢেঁকি
  • বাঁশ বাগান
  • ক্যাকটাস
  • ডিংকা চিকা
  • অন্যটা চালান
  • ১ ঘন্টা ২০ টাকা
  • গ্রামীন ফোন প্রধান কার্যালয়
  • গ্রামীনফোন গ্রাম্য কার্যালয়
  • ওয়াইফাই রাউটার হ্যাকার
  • সরাসরি হোয়াইট হাউস থেকে সরবরাহকৃত
  • আধা সরকারি নেটওয়ার্ক
  • কোন সুযোগ নেই
  • আজকে নেটওয়ার্ক খারাপ
  • B T R C এর বন্ধ হয়ে যাওয়া টাওয়ার
  • কত কথা বলেরে!
  • স্বায়ত্বশাষিত ওয়াইফাই নেটওয়ার্ক
  • আমার নাম বলে চিৎকার করুন
  • ভদ্রতা বজায় রাখুন
  • দুরে গিয়ে মর
  • দুর হ এখান থেকে
  • পারলে হ্যাক করে চালাও
  • আবারও দেখা হয়ে গেলো
  • ডিলেট বাটন
  • পুনরায় শুরু করুন
  • তত্ত্বাবধায়ক ওয়াইফাই
  • লগ আউট করুন
  • খানদানি নেটওয়ার্ক
  • একটু ধৈর্য ধরেন
  • তথ্য প্রযুক্তি অ প্রতিমন্ত্রি
  • হ্যাশ ট্যাগ ফ্রি চালানো ভালোনা
  • হ্যাশ ট্যাগ টাকা দিয়ে চালান
  • হ্যাশ ট্যাগ আর কত মাগনা খাইবেন?
  • হ্যাশ ট্যাগ আর কত ফাও খাইবেন?
  • আপনি আবারও এসেছেন?
  • ঝাকানাকা ঝাকানাকা
  • ডাবল ক্লিক
  • ভাই ভালো আছেন?
  • কি অবস্থা ভাই, কেমন আছেন?
  • কেমন আছেন এলাকাবাসি?
  • স্টার মার্ক
  • অচেনা নেটওয়ার্ক
  • অচিন পাখি
  • ব্লুটুথ
  • জংলি নেটওয়ার্ক
  • পিছনে ঘুরে দাড়ান
  • সিস্টেম আপডেটিং
  • আপডেটিং ফেইল
  • ব্যার্থ বাহিনী
  • সরাসরি B T R C থেকে বলছি
  • ধরবেন না ভাইরাস আছে
  • ভাংগারি ওয়াইফাই
  • আজেবাজে নেটওয়ার্ক
  • আসেন সময় নষ্ট করি
  • চাপকল
  • মোমবাতি
  • হারিকেনের আলো
  • কুপি
  • লাফাংগা নেটওয়ার্ক
  • রাতের বন্ধু
  • সকালের নাস্তা
  • চা কলা আর ওয়াইফাই
  • চলুন ওয়াইফাই মুক্ত দেশ গড়ি
  • বসেন বসেন বইসা যান
  • বার মাসি নেটওয়ার্ক
  • বার মাসি ওয়াইফাই
  • চিতই পিঠা লাভার
  • ভাপা পিঠা লাভার
  • মনটা চাইতাছে তরে পাসওয়ার্ডটা দিয়ে দেই
  • আপনি কে ভাই?
  • আগে বলেন কি চালাইবেন?
  • এখানে কি করেন ভাই?
  • আপনার উদ্দেশ্য কি ভাই?
  • আপনি আসলে কি চান?
  • ওয়াইফাই চালানো ভালো না
  • এখানে বার বার কি দরকার?
  • এখানে কি মধু?
  • আসেন ভাই আসেন
  • যত খুশি চালন
  • ছাদে আসেন
  • পদ্মা সেতুর টোল প্লাজা
  • পদ্মা সেতুর নিচতালার দাড়োয়ান
  • যমুনা সেতুর টোল প্লাজা
  • অবহেলিত জননেতা
  • সেন্সর বোর্ডের সদস্য
  • আন্তর্জাতিক মহাকাশ স্টেশন
  • জাতীয় মহাকাশ স্টেশন
  • জাতীয় ওয়াইফাই রাউটার
  • পাসওয়ার্ড মুক্ত ওয়াইফাই
  • পাসওয়ার্ড খুব সহজ
  • জনগনের বড় ভাই
  • এলাকার বড় ভাই
  • এলাকার ছোট ভাই
  • এলাকর মেজো ভাই
  • নেটওয়ার্ক ফুল নাকি অর্ধেক?
  • আবার চেষ্টা করুন
  • পুনরায় চেষ্টা করুন
  • একবার না পারিলা দেখ শতবার
  • আন্ডার লাইন
  • উচ্চ শিক্ষিত
  • আলকাতরা
  • মধুর ডিব্বা
  • ঘোড়ার ডিম
  • হাতির ডিম
  • কলা গাছের ভেলা
  • কাশ্মিরী গোল মরিচ
  • জাতীয় চিড়িয়াখানা
  • পারমানবিক বোমা নির্মান কেন্দ্র
  • পরমানু গবেষনা কেন্দ্র
  • পিকনিক পার্টি
  • পাগলের খেলা
  • একটু অপেক্ষা করুন
  • এটা দামি মোবাইল ছাড়া চলেনা
  • এটা কমদামি মোবাইলে চলেনা
  • চলোনা ঘুরে আসি অজানাতে
  • রাস্তার ধূলা
  • ছেড়া ন্যাকড়া
  • ফুল ঝাড়ু
  • শলার ঝাড়ু
  • ঠুন্ডা পিছা
  • গ্রামীনফোন ফাইভ জি টাওয়ার
  • রবি ফাইভ জি টাওয়ার
  • বাংলালিংক ফাইভ জি টাওয়ার
  • টেলিটক ফাইভ জি টাওয়ার
  • গ্রামিনফোন
  • জোলাপাত্তি
  • আলু পোড়া
  • মাটির চুলা
  • ভাই কি অবস্থা?
  • ভাই কি করেন?
  • আরে ভাই থামেন!
  • ১০০ হাত দুরে থাকুন!
  • যন্তর মন্তর
  • গুটু মুটু গুটু মুটু টেটাং
  • বিরিয়ানি প্রেমিক
  • ব্যর্থ বিপ্লবি
  • ব্যর্থ বিদ্রোহি
  • চুনোপুঁটি
  • ওরে বাবা
  • মশার খামারের রাখাল
  • এইখানে টিপুন
  • ইসস! একদম চুপ!
  • পারলে চালাও
  • মৌমাছির চাক
  • গুরু ঘর বানাইলা কি দিয়া
  • কি যে মজা লাগে
  • দিন দিন অলস হয়ে যাচ্ছি
  • ভাংগাভবন
  • ঘনভবন
  • সরকারি বিনামূল্যের এমবি
  • বিরোধীদলিয় নেতা
  • পেয়াজ ও সয়াবিন তেল ব্যবসায়ি
  • দূর্নীতিবাজের বাপ
  • এটা আমার বাপের সম্পত্তি
  • লাল বাত্তি
  • অদৃশ্য জেলখানা
  • অদৃশ্য বন্দিশালা
  • অদৃশ্য শিকল
  • যত খুশি চালাও
  • অলস লোকের আস্তানা
  • ভন্ড বাবার আস্তানা
  • আগে মোবাইল ভালো করে চার্জ দে
  • ব্যাটারি লো
  • মানসিক হাসপাতাল
  • কলার খোসা
  • ভাইজান ভালো আছেন?
  • নাপা সিরাপ
  • ওয়ান পয়েন্ট টু জি নেটওয়ার্ক
  • ব্লু হোয়েল গেমের এডমিন
  • ভি আই পি ওয়াইফাই
  • আই আমার ওয়াইফই কে ভালোবাসি
  • অকালপক্ক
  • জনগনের সম্পত্তি
  • পারলে চালাও
  • পার্সওয়ার্ড লাগলে বলেন
  • আসুন দুইজনে মিলে বিল দেই
  • বাঁশ বাগান
  • করোনা ভাইরাস
  • কোভিড ১৯
  • সংবিধিবদ্ধ সতর্কীকরন, এটা চালানোর চেষ্টা করবেন না
  • চিড়িয়াখান
  • হারু পার্টি
  • কাঁটা বন
  • জাতীয় ছাগল শনাক্তকরন কেন্দ্র
  • এটি একটি মূল্যবান ওয়াইফাই
  • কচ্ছপ গতির ওয়াইফাই
  • প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ইহা সবার জন্য উন্মুক্ত নয়
  • ইহা আপনার জন্য উন্মুক্ত নয়
  • সমাজসেবা করতে আসিনি
  • মোবাইল হ্যাং
  • মজা লাগে?
  • ফ্রি ওয়াইফাই চালাতে এখানে চাপ দিন
  • বায়বীয় নেটওয়ার্ক
  • ইহা একটি টাকা দিয়ে কেনা ওয়াইফাই
  • মজা লন?
  • চলো বহুদুর
  • দুরে যেওনা
  • কাছে থাকো
  • রকেট
  • লাইলি মজনু
  • দেবদাস
  • দেবদাসের ওয়াইফাই
  • মজনুর ওয়াইফাই
  • দি লাইলি মজনু নেটওয়ার্ক
  • দি দেবদাস পারুল নেটওয়ার্ক
  • ধীরগতির রকেট
  • আমি জানি আপনি কি করবেন
  • ইহা একটি সরকারি সম্পত্তি
  • ইহা একটি ব্যাক্তিগত সম্পত্তি
  • ডিলেট বাটন
  • ভাংগা ক্ষেপনাস্ত্র
  • উগান্ডার সচিবালয়
  • মাছি মারা কেরানি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যাপক
  • করোনা মুক্ত ওয়াইফাই
  • লগ ইন
  • তেলাপোকা
  • আপনার কাছেই আছি
  • গিরগিটি
  • গুইসাপ
  • আরশোলা
  • নাম দিয়া কাম কি?
  • রং পাসওয়ার্ড
  • হারিয়ে যাওয়া ডাইনোসর
  • ফিরে আসা ডাইনোসর
  • অজগর সাপ
  • এনাকোন্ডা সাপ
  • তিমি মাছের হ্যাচারি
  • নেট না চালিয়ে পড়তে বসো
  • নড়বড়ে নেটওয়ার্ক
  • না না না ধরবেন না
  • কে তুমি বৎস?
  • কে তুমি বাছা?
  • গ্যাস সিলিন্ডার
  • সংবিধিবদ্ধ সতর্কীকরন
  • ক্লোজ সার্কিট ক্যামেরা
  • অস্কার বিজয়ী ওয়াইফাই
  • জুরাসিক পার্কের দাড়োয়ান
  • জুরাসিক পার্ক
  • এলাকার ছোট ভাই
  • এলাকার মেজ ভাই
  • এলাকার বড় ভাই
  • নেই কাজ তো খই ভাজ
  • ভালো হচ্ছেনা কিন্তু বলে দিলাম
  • ধরলে হাত পুড়ে যাবে।
  • আপনি জানেন এটা কার ওয়াইফাই?
  • অনুমতি না নিয়ে স্পর্শ করবেন না
  • গুরুকে সালাম দাও
  • ওস্তাদের মাইর শেষ রাইতে
  • চালিয়ে মজা পাবেননা
  • পাসওয়ার্ড হইলো তুই দুর হ
  • পাসওয়ার্ড হইলো রং পাসওয়ার্ড
  • ক্ষেতের থেকে উঠে এসেছেন নাকি?
  • আপনার মেমোরিতে নেট চালানোর পর্যাপ্ত জায়গা নেই
  • কাংখিত ওয়াইফাইটিতে সংযোগ দেয়া সম্ভব নয়
  • বিনা অনুমতিতে চালানো নিষেধ
  • এই ওয়াইফাইটিতে অপরিচিত লোকদের প্রবেশ নিষেধ
  • পুলিশ সদর দপ্তর
  • R A B অ সদর দপ্তর
  • পুলিশ অ সদর দপ্তর
  • নেটওয়ার্ক এম্পিফ্লায়ার
  • বন্ধ হয়ে যাওয়া উপগ্রহ কেন্দ্র

মানুষকে চমকে দেওয়ার মত ওয়াইফাই নাম

প্রতিবেশি সহ আশেপাশের সবাইকে চমকে দিতে চান? এখানে আমি এমন কিছু উদ্ভট ও অদ্ভুত ওয়াইফাই নেটওয়ার্ক নাম আপনার জন্য তুলে ধরছি যা দেখলে যে কেউ চমকে যেতে বাধ্য। নিচের অংশে পাবেন ভালো ওয়াইফাই নামের তালিকা।

আপনার ওয়াইফাই নেটওয়ার্কের আওতার ভিতরে যখনই কোন মানুষ প্রবেশ করবে তখন এধরনের নাম দেখলে হতভম্ব হয়ে যাবে। এটা একটি আলাদা ধরনের মজা। আপনি কি উপভোগ করতে চান?

আমি জানি আপনি কি ব্রাউজ করবেন

নিজে কিনে ব্যবহার করুন

ফ্রি চালাইতে মন চায়?

আরো একটু কাছে আসুন

মাগনা পাইছেন নাকি?

বিল দিবেন? তাহলে পাসওয়ার্ড দিমু

লগ ইন করা নিষেধ

লগ ইন করতে কে বলেছে?

চালাইতে মন চায়?

প্রচুর বাফারিং করে ভাই

বিলের টাকাটা দিলে উপকৃত হতাম

কত কথা বলেরে!

এটি সম্পূর্ন ফ্রি

ফ্রি ওয়াইফাই চালাতে এখানে চাপুন

ফ্রি ওয়াইফাই চালাতে এখানে জোরে চাপুন

সর্বস্বত্ব সংরক্ষিত

আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দেন

আজকে দাঁত মেজেছেন?

পারলে চালাও, আমি কি ধরে রাখছি?

মানবতা থাকলে অর্ধেক বিল দিয়েন

দয়া করে চালানোর চেষ্টা করবেন না

যতই গুতাগুতি করেন লাভ নাই

এইবার থামেন

লজ্জা থাকলে অর্ধেক বিল দিয়েন

আপনি কি নির্লজ্জ?

বার বার এখানে কি করেন?

আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দেন আমি ওয়াইফাই পাসওয়ার্ড দিবো

লগ আউট করতে এখানে চাপুন

লগ ইন না করে চালান

একবার না পারিলে দেখ শতবার

পাসওয়ার্ড পেতে চাইলে পিঠা পাঠান

সংযোগ বিচ্ছিন্ন

আপনি কি ফাও নেট চালাতে চান?

যতই গুতাগুতি করেন কোন লাভ নাই

এখানে ধরবেন না

সাবধান এখানে ধরবেন না

এখনি ওয়াইফাই বন্ধ করে দিবো

আপনার ওয়াইফাই চালু করুন

আপনার মোবাইলটি ভাইরাসে আক্রান্ত

আপনার মোবাইলটি ধুয়ে আনুন

মোবাইল ব্যবহারের আগে ভালো করে ধুয়ে নিন

ব্যবহারের পূর্বে মোবাইলটি ঝাকিয়ে নিন!

নিজের টাকায় ওয়াইফাই চালান

পাসওয়ার্ড দিবোনা

ব্যবহারের পূর্বে ভালো করে হাত ধুয়ে নিন

দয়া করে অন্যটি ব্যবহার করুন

দয়া করে বিরক্ত করবেন না

ইহা আপনার জন্য নয়

আপনি ওয়াইফাইয়ের কি বোঝেন?

আজ নিজেরটা চালান কাল আমারটা চালাতে দিবো

শুধুমাত্র ফকিন্নিদের জন্য ফ্রি দেয়া হয়

পাসওয়ার্ড চাহিয়া লজ্জা দিবেন না

পাসওয়ার্ড পাওয়া এত সহজ নয়

পাসওয়ার্ড হলো আপনার বাবার নাম

আর কত মাগনা চালাইবেন?

ব্যবহার করতে মন চায়?

পুনরায় চেষ্টা করতে থাকুন

যতই টিপাটিপি কর লাভ নাই

ফাও চালানোর সুযোগ নেই

টাকা খরচ করে নেট চালাও

আব্বুকে বলো রাউটার কিনে দিতে

শতাব্দির সেরা এসএসআইডি

পাসওয়ার্ড চাইলে পিঠা পাঠান

এত কষ্ট জীবনটা নষ্ট

এটা বড়দের ওয়াইফাই নেটওয়ার্ক

বাচ্চারা দুরে থাকো

তালমিছরির ডিব্বা

আমি গেলাম তুই চালা

তুমি চালাও আম গেলাম

সার্বজনীন ভালো বাংলা ওয়াইফাই নাম

এই অংশে আমরা আপনার জন্য বাংলায় বেশকিছু সার্বজনীন ভালো ওয়াইফাই নাম তুলে ধরেছি যেগুলো আপনি যেকোন স্থানে ব্যবহার করতে পারবেন। ওপরের অংশে পাবেন উদ্ভট ও মজার ওয়াইফাই নামের তালিকা।

অনেক সময় আমরা পারিবারিক ভাবে বা কর্মক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার করি যেগুলোতে একটি ভালো ও ভদ্র নাম দেয়ার প্রয়োজন হয় কারন সেগুলো পরিবারের ও কর্মক্ষেত্রের সবাই ব্যবহার করে ফলে সেখানে হাস্যকর নাম দেয়াটা মানানসই নাও হতে পারে।

তাই যাদের ভালো ভদ্র ধরনের ওয়াইফাই নামের প্রয়োজন তারা এই তালিকাটি দেখে নিতে পারেন।

  • আপনাকে স্বাগতম
  • আমাদের নেটওয়ার্কে আপনাকে স্বাগতম
  • স্বাগতম
  • আসসালামু আলাইকুম
  • শুভেচ্ছা
  • চলুন ঘুরে আসি
  • রুপকথা
  • রুপকথার রাজ্য
  • স্বপ্নজগত
  • স্বপ্বজগৎ
  • স্বপ্নরাজ্য
  • কল্পনারাজ্য
  • রঙ্গিন দেশ
  • রঙ্গিন রাজ্য
  • রঙ্গিন ঘুড়ি
  • রংধনু
  • মুক্ত বিহঙ্গ
  • মুক্ত পাখি
  • খোলা জানালা
  • খোলা আকাশ
  • নীল আকাশ
  • দক্ষিনা বাতাস
  • অষ্টম মহাদেশ
  • অদৃশ্য মহাদেশ
  • সেরা অনলাইন সমাধান
  • অনলাইন বন্ধু
  • অনলাইন সাথি
  • অনলাইন সংগি
  • প্রজাপতি
  • প্রজাপতির ডানা
  • ফড়িং
  • ঘুড়ি
  • চড়কি
  • লাঠিম
  • নাগরদোলা
  • পুতুলনাচ
  • আনন্দভ্রমন
  • মৌমাছি
  • হাওয়াই জাহাজ
  • জোনাকি
  • জোনাক পোকা
  • কদম ফুল
  • কাকতাড়ুয়া
  • কাশফুল
  • কাশবন
  • ঝাউবন
  • হাতের মুঠোয় বিশ্ব
  • ৬০ মিনিটে বিশ্ব ভ্রমন
  • অদৃশ্য উড়জাহাজ
  • আনন্দ মেলা
  • খুশির ভেলা
  • বায়বীয় পৃথীবি
  • অদৃশ্য জগত
  • যুগান্তরের ঘূর্নিপাক
  • সার্বজনীন ওয়াইফাই নেটওয়ার্ক
  • রংধনুর সাত রং
  • বৃষ্টির ফোটা
  • শিশির বিন্দু
  • মুক্ত বিহংগ
  • ঘাস ফড়িং
  • রঙ্গিন প্রজাপতি
  • খুশির বেলুন
  • ফুল বাগান
  • মেঘের ভেলা
  • ইচ্ছেঘুড়ি
  • সুতো কাটা ঘুড়ি
  • আনন্দ প্রাঙ্গন
  • অনলাইন জগত
  • আনন্দ ঝর্না
  • ফুল বাগিচা
  • জাদুর প্রদীপ

বাংলায় মজার ও ভালো ওয়াইফাই নামের ধারনাগুলোতো দেখলেন। আমাদের ওয়েবসাইটে ইংরেজিতে মজার ও ভালো ওয়াইফাই নামের একটি বিরাট তালিকা রয়েছে। তালিকাটি দেখতে এখানে প্রবেশ করুন- WIFI NAME IDEAS

বর্তমানে ওয়াইফাই ব্যবহারের পরিমান আগের চাইতে অনেক বেড়েছে। ভবিষ্যৎতে এর পরিমান আরো বাড়বে। কারন আধুনিক ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে ওয়াইফাইয়ের বিকল্প নেই।

মোবাইল ইন্টারনেটের অতিরিক্ত দাম, নেটওয়ার্ক সমস্যা ও ধীরগতির কারনে মানুষ ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের প্রতি আগ্রহি হয়ে উঠেছে।

ওয়াইফাই ব্যবহারে খরচ কম, গতি বেশি আর ডাটা ব্যবহারের কোন সীমা নেই। আপনি যত খুশি তত ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

যেকোন ফাইল ডাউনলোড করতে পারবেন তা যত বড়ই হোকনা কেন। ফলে ওয়াইফাই রাউটারের বিক্রি বেড়েছে আগের চাইতে বহুগুন এবং তা আরো বাড়ছেই!

আর ওয়াইফাই রাউটারের জন্য সবাইকেই একটি নাম দিতে হয়। কেউ চায় একটি মজার নাম আবার কেউ চায় একটি সাধারন নাম।

যে যেধরনের নামই পছন্দ করুক না কেন তাদের সবার জন্যই এখানে উপযুক্ত ওয়াইফাই নাম রয়েছে।

ওয়াইফাই কি? ওয়াইফাই কিভাবে কাজ করে তা সহজ ভাষায় বিস্তারিত জানতে এই পাতায় ভ্রমণ করতে পারেন

আমাদের সার্বজনীন বাংলা ও মজার ওয়াইফাই নামের তালিকাটিতো দেখলেন। আশা করি উপরের তালিকা থেকে আপনি আপনার পছন্দমতো একটি সুন্দর ভদ্র বাংলা বা মজার ওয়াইফাই নাম নির্বাচন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!