Home » কসমেটিকস দোকানের সুন্দর নাম (১২০+ প্রসাধনী, টয়লেট্রিজ ব্যবসার নাম)
নিবন্ধ

কসমেটিকস দোকানের সুন্দর নাম (১২০+ প্রসাধনী, টয়লেট্রিজ ব্যবসার নাম)

কসমেটিকস দোকানের সুন্দর নাম , কসমেটিকস দোকান

কসমেটিকস দোকানের সুন্দর নাম প্রয়োজন? এখানে আপনার কসমেটিকস ও টয়লেট্রিজ ব্যবসার জন্য বাংলা ও ইংরেজি শব্দের সমন্বয়ে গঠিত ১০০+ সুন্দর নামের তালিকা দেয়া আছে।

একটি সুন্দর ও উপযুক্ত নাম আপনার ব্যবসাকে অনেকখানি এগিয়ে দিতে পারে। কিন্তু অনেক সময় একটি সঠিক, সুন্দর ও উপযুক্ত নাম আমাদের মনে আসেনা। তাই আমরা আপনার কসমেটিকস ব্যবসার জন্য এখানে সুন্দর কিছু নাম তুলে ধরেছি। চলুন তবে আর কথা না বাড়িয়ে দেখে নেই নাম গুলো।

এই লেখাটিতে আপনি পাবেন-
১* কসমেটিকসের দোকানের জন্য বাংলা নাম
২* কসমেটিকসের দোকানের জন্য ইংরেজি নাম
৩* মেকআপ নিয়ে ২টি অসাধারন ছোট ভিডিও!

কসমেটিকস দোকানের সুন্দর নাম বাংলা ভাষায়

আপনি যদি বাংলা শব্দে আপনার কসমেটিকসের দোকানের জন্য সুন্দর একটি নাম রাখার কথা ভেবে থাকেন তাহলে নিচের নামগুলো দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

  • সৌন্দর্য কসমেটিকস পয়েন্ট
  • রুপসি প্রসাধনী বিতান
  • প্রেয়সী প্রসাধনী ভান্ডার
  • সুন্দরীতমা প্রসাধনী বিতান
  • প্রিয়া প্রসাধনী বাজার
  • প্রিয়তমা প্রসাধনী কেন্দ্র
  • রুপের আলো প্রসাধনী বিতান
  • পরী প্রসাধনী বিতান
  • পরীর দেশ প্রসাধনী বিক্রয় কেন্দ্র
  • পরীস্তান প্রসাধনী কেন্দ্র
  • রাজকন্যা প্রসাধনী বিতান
  • প্রথম পছন্দ প্রসাধনী বিক্রয় কেন্দ্র
  • স্বপ্নপুরী প্রসাধনী বাজার
  • রুপের আলো প্রসাধনী বিতান
  • রুপের ভেলা প্রসাধনী বাজার
  • লাবন্য প্রসাধনী ভান্ডার
  • রুপের ছোয়া কসমেটিকস বাজার
  • বাঙ্গালিয়ানা প্রসাধনী বিতান
  • ফুটন্ত গোলাপ প্রসাধনী বিক্রয় কেন্দ্র
  • ভুবন মোহিনী কসমেটিকস বাজার
  • মোহিনী প্রসাধনী ভান্ডার
  • সূর্যমুখী প্রসাধনী উদ্যান
  • রুপ- অঙ্গন প্রসাধনী বিতান
  • রুপের নগরী প্রসাধনী বাজার
  • তারা প্রসাধনী কুঞ্জ
  • চন্দ্রিমা প্রসাধনী বিতান
  • সুস্মিতা প্রসাধনী ভান্ডার
  • রুপস্রী প্রসাধনী বিতান
  • পায়েল প্রসাধনী বিতান
  • নোলক প্রসাধনী বিতান কেন্দ্র
  • কৃষ্ণচূড়া প্রসাধনী উদ্যান
  • সেরা প্রসাধনী ভান্ডার
  • ফাল্গুন প্রসাধনী বিতান
  • বাঙ্গালী প্রসাধনী উদ্যান
  • শ্রেষ্ঠা প্রসাধনী উদ্যান
  • স্বেচ্ছাস্বপ্ন প্রসাধনী উদ্যান
  • উত্তমা প্রসাধনী উদ্যান

কসমেটিকস দোকানের সুন্দর নাম ইংরেজি শব্দে

আপনি যদি ইংরেজি শব্দে আপনার কসমেটিকসের দোকানের জন্য সুন্দর একটি নাম রাখার কথা ভেবে থাকেন তাহলে নিচের নামগুলো দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

  • কুইনস মেট কসমেটিকস কেয়ার
  • ফ্রেস ইনসাইট কসমেটিকস কর্নার
  • বিউটি ভাইব কসমেটিকস ফরেস্ট
  • সুপার বিউটি কসমেটিকস এন্ড টয়লেট্রিজ কর্নার
  • গোল্ডেন কসমেটিকস এন্ড স্কীন কেয়ার
  • ডিলাইট কসমেটিকস ওয়েভ
  • বিউটি ওয়েভ কসমেটিকস ওশেন
  • ডিওড্রপ কসমেটিকস এন্ড টয়লেট্রিজ সেন্টার
  • স্কীন কেয়ার কসমেটিকস এন্ড টয়লেট্রিজ পয়েন্ট
  • এভার কেয়ার কসমেটিকস পয়েন্ট
  • এভার লাভ কসমেটিকস মার্ট
  • আলটিমেট বিউটি কসমেটিকস কর্নার
  • দি মেকআপ গুডস ওশেন
  • শী কসমেটিকস এন্ড টয়লেট্রিজ কর্নার
  • স্কিন টোন কসমেটিকস হাব
  • প্রিটি লেডি কসমেটিকস কর্নার
  • সিটি কসমেটিকস মার্ট
  • মেট্রো কসমেটিকস ব্যাংক
  • সানসাইন কসমেটিকস কেয়ার পয়েন্ট
  • মুনলাইট কসমেটিকস হাউস
  • স্কিন গ্লো কসমেটিকস হাব
  • লাভলী লেডি কসমেটিকস সেন্টার
  • ড্রিম ল্যান্ড কসমেটিকস এন্ড টয়লেট্রিজ পয়েন্ট
  • এঞ্জেল গার্ডেন কসমেটিকস হাব
  • এঞ্জেল’স লাভ কসমেটিক এন্ড টয়লেট্রিজ পয়েন্ট
  • পিওর কসমেটিকস মার্ট
  • প্রিন্সেস কসমেটিকস এন্ড টয়লেট্রিজ মার্ট
  • কুইন’স কসমেটিকস এন্ড ফ্যাশন গুডস
  • জাস্ট বিউটিফুল কসমেটিকস মার্ট
  • কুইনস কেয়ার কসমেটিকস হাব
  • রেইনড্রপ কসমেটিসক গার্ডেন
  • প্রিন্সেস ফেস কসমেটিক মার্ট
  • হাইলাইট ইয়োরসেলফ কসমেটিকস মার্ট
  • পারফেক্ট ফিনিশ স্কিন কেয়ার প্রোডাক্ট
  • রেইনবো কসমেটিক এন্ড ফ্যাশন গুডস
  • কার্নিভাল কসমেটিক মার্ট
  • সানফ্লাওয়ার কসমেটিকস গার্ডেন
  • ফিউচার কসমেটিকস এন্ড ফ্যাশনারিজ
  • ভিনটেজ ভাইব কসমেটিকস সেন্টার
  • সিম্পিলি বিউটিফুল কসমেটিক কর্নার
  • রেইনবো কসমেটিকস এন্ড ফ্যাশন আইটেম
  • বাটারফ্লাই কসমেটিক ব্যাংক
  • জারা কসমেটিকস এন্ড ফ্যাশেনারিজ আইটেম
  • দি কসমেটিকস গার্ডেন
  • দি কসমেটিকস হ্যাভেন
  • দি কসমেটিকস ওশেন
  • দি কসমেটিকস ভ্যালি
  • আইডিয়াল কসমেটিকস হাউস
  • গর্জিয়াস গার্ল কসমেটিক সেন্টার
  • দি ক্লাসিক বিউটি কসমেটিকস মার্ট
  • দি সুপার্ব বিউটি মার্ট
  • দি কসমেটিকস রেভুলেশন
  • মেট্রো কসমেটিকস কর্নার
  • সিটি কসমেটিকস হাব
  • বিউটি কুইন কসমেটিকস সেন্টার
  • মাস্টার কসমেটিকস এন্ড টয়লেট্রিজ মার্কেট
  • প্রাইম কসমেটিকস ভ্যালি
  • প্রিমিয়াম কসমেটিকস টয়লেট্রিজ হাব
  • গ্লোরি কসমেটিকস গার্ডেন
  • ঢাকা কসমেটিকস এন্ড টয়লেট্রিজ সেন্টার
  • দি ম্যাজিকাল কসমেটিকস সেন্টার

অনলাইনে কসমেটিক ব্যবসার জন্য পেজ, চ্যানেল বা ডোমেইন নাম

বর্তমানে অনেকই অনলাইনে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা নিজের ওয়েবসাইটের মাধ্যমে কসমেটিকস বা বিভিন্ন ফ্যাশন উপকরনের ব্যবসা করে সফলতা অর্জন করছেন।

চাইলে আপনিও সে পথে হাটতে পারেন। অনলাইনে পন্য বিক্রির প্রধান সুবিধা হলো এতে আপনাকে একটি নির্দিষ্ট এলাকায় বন্দি হয়ে থাকতে হবেনা। আপনি সারা দেশে, এমনকি সারা বিশ্বে আপনার পন্য বিক্রয় করতে পারবেন।

অনলাইনে ব্যবসার জন্য আলাদা কোন নামের প্রয়োজন নেই। আপনি উপরে উল্লেখিত নামগুলো দিয়েই অনলাইনে পেজ, চ্যানেল বা ওয়েবসাইট খুলে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন।

আপনি চাইলে আমাদের এই লেখাটি পড়ে দেখতে পারেন- ফার্মেসির জন্য সুন্দর নামের তালিকা

আপনি চাইলে আমাদের এই লেখাটিও পড়ে দেখতে পারেন- মোবাইল ফোন বিক্রির দোকানের সুন্দর নাম

চাইলে এই তালিকাটিও দেখতে পারেন- কম্পিউটার দোকানের সুন্দর নাম

হলিউডের সিনেমাগুলোতে কিভাবে সহজেই অসাধারন সব মেকআপ করা হয় তার কিছু নমুনা দেখুন ছোট এই অসাধারন ভিডিওতে –

মেকআপের মাধ্যমে কি থেকে কি থেকে বানানো যায় তার একটি চমকে দেয়ার মত ছোট ভিডিও দেখতে এখানে প্রবেশ করুন –

প্রসাধনী এখন আমাদের প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দিন দিন এই ব্যবসার চাহিদা বাড়ছে এবং সেই সাথে এর পরিধিও বাড়ছে। আজ থেকে ৩০-৪০ বছর আগে খুব কম মানুষই প্রসাধনী ব্যবহার করতো তবে এখন এর ব্যবহার অনেক অনেক বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যৎতে এর চাহিদা আরো বাড়বে সেকথা সহজেই অনুমান করা যায়।

আপনি যদি সঠিক পরিকল্পনা নিয়ে আপনার এলাকার চাহিদা বুঝে সঠিক স্থানে কসমেটিকসের দোকান চালু করেন তবে খুব দ্রুতই আপনি সফলতা লাভ করতে পারবেন বলে আশা করা যায়।

কসমেটিক ব্যবসা বা কসমেটিকস দোকানের সুন্দর নাম এর তালিকাগুলোতো দেখলেন। আশা করি উপরের তালিকা থেকে আপনি একটি কসমেটিকস দোকানের সুন্দর নাম নির্বাচন করতে পারবেন।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!