Home » তেহরান বিশ্ববিদ্যালয়ে একত্রে বিয়ে করলো ৬০০ ছাত্রছাত্রী !
বাংলা সংবাদ

তেহরান বিশ্ববিদ্যালয়ে একত্রে বিয়ে করলো ৬০০ ছাত্রছাত্রী !

প্রতিবছরের মতো এবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো গণবিবাহ উৎসব। এই নিয়ে ২২ তম বার এই গন বিবাহ উৎসবের আয়োজন করা হলো ।

বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা কালীন যাতে কেউ কোন অবৈধ সম্পর্কে না জড়ায়, ফালতু চিন্তা না করে ও অবৈধ শারিরীক সম্পর্কের চিন্তা ভুলে ক্যারিয়ার নিয়ে ভাবতে পারে সেজন্য ইরানে তেহরান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত এই আয়োজন করে থাকে ।

বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের মত নিয়ে পাত্র-পাত্রী নির্বাচন করা হয় ।

উক্ত বিয়ের অনুষ্ঠানে পাত্র- পাত্রীর পরিবারের লোকজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন । এছাড়া বিশেষ অতিথি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতার একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে নবদম্পতিদের মধুময় দাম্পত্য জীবনের জন্য ইসলামের দিকনির্দেশনা জানিয়ে দেওয়া হয়। এছাড়া, তাদের মাঝে নানা উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

বিয়ে

বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে এধরনের অনুষ্ঠান একদমই বিরল বলা চলে ।

1 Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!