প্রায় ৩২ হাজার বছর আগে পৃথীবি থেকে নিশ্চিন্হ হয়ে যাওয়া একটি উদ্ভিদের চারা পুনরায় জন্মাতে সক্ষম হয়েছেন রাশিয়ার একদল বিজ্ঞানী।
রাশিয়ার একটি বিজ্ঞানীদল সাম্প্রতিক বছরগুলোতে এমন কিছু কাঠবিড়ালীর গর্ত খুজে পেয়েছেন যেগুলোতে ৩২ হাজার বছর আগে বরফযুগের সময় কিছু কাঠবিড়ালী বাস করতো।
এই গর্তগুলোতে অনুসন্ধানের সময় তারা একটি উদ্ভীদের ফল খুজে পান যা কাঠবিড়ালীরা সেই গর্তে রেখেছিলো।
সেই ফলের টিস্যু থেকেই হারিয়ে যাওয়া সিলেনে স্টেনোফিল্লা নামক উদ্ভিদটির নতুন একটি চারাগাছ জন্মাতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।
যা ইতিমধ্যে বিশ্বব্যাপি বিজ্ঞান মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
আজ থেকে প্রায় ৩৫ হাজার বছর আগে ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সূচনা হয়েছিলো বরফযুগের। ইংরেজিতে যাকে আমরা ICE AGE (আইস এজ) বলে চিনি।
সেসময় পৃথীবির বেশিরভাগ এলাকা তীব্র ঠান্ডায় জমে গিয়ে বরফে পরিনত হয়েছিলো। যার ফলে ঠান্ডায় জমে গিয়ে অনেক প্রানী ও উদ্ভিদ মারা গিয়েছিলো।
সেই বরফযুগ কয়েক হাজার বছর স্থায়ি ছিলো। তবে কয়েক হাজার বছর পর পৃথীবির তাপমাত্রা ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
Add Comment