Home » শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা (স্কুল, কলেজ, মাদ্রাসার সুন্দর নাম)
নিবন্ধ

শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা (স্কুল, কলেজ, মাদ্রাসার সুন্দর নাম)

স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা

এখানে প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা দেয়া আছে।

আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সুন্দর নাম খুজে থাকেন তাহলে আপনার জন্য এই লেখাটি সহায়ক হবে বলে আশা করি। এখান থেকে আপনি একটি সুন্দর ও অর্থবোধক শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করতে পারবেন বলে আশা রাখি।

আপনাদের সুবিধার জন্য আমি লেখাটিকে নিম্মোক্ত ভাগে ভাগ করেছি।
সরাসরি নির্দিষ্টি বিভাগে যেতে লেখার উপর চাপ দিন।

* প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডার গার্ডেন স্কুলের নাম
* স্কুল কলেজের আধুনিক নাম
* ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার নাম

একবার আমি পত্রিকায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একজন শিক্ষাবিদের লেখা একটি কলাম পড়ছিলাম। সেখানে তিনি কিছুটা আফসোস করেই বলেছিলেন যে আমাদের দেশের শিক্ষাব্যবস্থার মান যেমন হতাশাজনক
শিক্ষা প্রতিষ্ঠানের নামও তেমনি হতাশাজনক।

বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের নামই দায়সাড়া ভাবে রাখা হয়েছে অথচ একটু চিন্তা করলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সুন্দর ভালো অর্থবোধক নাম রাখা যায়।

প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেন স্কুলের সুন্দর নাম

প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেন স্কুলে শিশুরা পড়ালেখা করে। তাই প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিশুদের উপযোগি একটি মানানসই নাম রাখাই উত্তম হবে। এখানে প্রথমে কিছু শিশুদের উপযোগি শিক্ষা প্রতিষ্ঠানের নাম তুলে ধরছি।

  • পথকলি বিদ্যা নিকেতন
  • পথকলি শিশু শিক্ষা কেন্দ্র
  • আলোর দিশারী শিশু শিক্ষা কেন্দ্র
  • বিদ্যা ভান্ডার শিশু শিক্ষা কেন্দ্র
  • আনন্দ শিশু শিক্ষা ও খেলাধুলা কেন্দ্র
  • উল্লাস শিশু শিক্ষা বলয়
  • স্বপ্নছোয়া প্রাথমিক বিদ্যালয়
  • আগামি প্রাথমিন বিদ্যালয়
  • স্বপ্নীল সৃজনশীল শিক্ষা ও খেলাধুলা কেন্দ্র
  • নির্মল প্রাথমিক বিদ্যালয়
  • দিশারী শিক্ষালয়
  • উন্মেষ প্রাথমিক বিদ্যালয়
  • নির্মল প্রাথমিক শিক্ষা ও খেলাধুলা কেন্দ্র
  • সেরা পাঠশালা ও খেলাধুলা কেন্দ্র
  • উচ্ছাস শিশু শিক্ষা ও খেলাধুলা কেন্দ্র
  • ফুলকুড়ি প্রাথমিক শিক্ষা কেন্দ্র
  • প্রভাতী শিশু শিক্ষা কেন্দ্র
  • বর্নমালা শিশু শিক্ষা কেন্দ্র
  • স্বরমালা শিশু শিক্ষা কেন্দ্র
  • ফুলবাগিচা শিশু শিক্ষা কেন্দ্র
  • অংকুর শিশু শিক্ষা ঘর
  • বিকাশ শিক্ষা কেন্দ্র
  • দিগন্ত শিশু শিক্ষা কেন্দ্র
  • ভোরের পাখি বিদ্যা নিকেতন
  • ভোরের আলো শিক্ষা কেন্দ্র
  • ভোরের পাখি প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্র
  • মাতৃছায়া শিশু শিক্ষা কেন্দ্র
  • সবুজ ছায়া শিশু শিক্ষা কেন্দ্র
  • হাতে-খড়ি প্রাথমিক বিদ্যালয়
  • কলরব প্রাথমিক বিদ্যালয়
  • কলরব প্রাথমিক শিক্ষা ও জ্ঞান বিকাশ কেন্দ্র
  • অগ্রযাত্রা শিশু শিক্ষা কেন্দ্র
  • বিদ্যাসাগর আদর্শ শিক্ষা কেন্দ্র
  • জ্ঞান ভান্ডার বিদ্যা নিকেতন
  • বসুন্ধারা শিশু শিক্ষা কেন্দ্র
  • শিশু বিকাশ কিন্ডার গার্ডেন
  • কচিকাকলি শিশু শিক্ষা কেন্দ্র
  • শিক্ষার আলো কিন্ডার গার্ডেন
  • অংকুর শিশু শিক্ষা ও খেলাধুলা কেন্দ্র
  • পোগ্রেস চাইল্ড এডুকেশন এন্ড স্পোর্টস সেন্টার
  • সানসাইন কিডস কেয়ার সেন্টার
  • মর্নি বার্ড চাইল্ড কেয়ার
  • বেবি বার্ড এডুকেশন সেন্টার
  • রোজবাডস চাইল্ড এডুকেশন হোম
  • রোজ ফেয়ার কিন্ডার গার্ডেন স্কুল
  • টেন্ডার চাইল্ড এডুকেশন জোন
  • এডুকেশন প্লানেট চাইল্ড কেয়ার হোম
  • রোজ গার্ডেন চাইল্ড এডুকেশন সেন্টার
  • কিডস কেয়ার চাইল্ড এডুকেশন জোন
  • ফেয়ার কেয়ার কিডস লার্নিং এন্ড স্পোর্টিং জোন
  • এলফাবেট কিডস এডুকেশন জোন
  • পাইওনিয়র চাইল্ড লার্নিং সেন্টার
  • ব্রাইট এডুকেশন সেন্টার
  • অগ্রযাত্রা শিক্ষা কেন্দ্র
  • সূর্যোদয় প্রাথমিক শিক্ষা কেন্দ্র
  • স্বপ্নীল শিশু শিক্ষা কেন্দ্র
  • দুরন্ত শিশু শিক্ষা কেন্দ্র
  • চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুল

স্কুল কলেজের আধুনিক নামের তালিক:

এখানে স্কুল, কলেজের কিছু আধুনিক নামের তালিকা তুলে ধরছি। যারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আধুনিক নাম রাখতে চান তারা এখান থেকে একটি নাম পছন্দ করতে পারেন। নামগুলো আধুনিক হলেও যথেস্ট অর্থবোধক।

  • মাইলস্টোন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ
  • সাইন্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ
  • উইসডোম এলিমেন্টরি স্কুল এন্ড কলেজ
  • হরিজোন এডুকেশন ইন্সটিটিউট
  • রেইনবো এডুকেশন একাডেমি
  • রিভাইভ হাই স্কুল এন্ড কলেজ
  • এক্সিলেন্স এডুকেশন একাডেমি
  • কম্পেশন এডুকেশন একাডেমি
  • লিনিয়েন্ট লার্নিং এন্ড স্পোর্টিং হোম
  • ব্রাইট ফিউচার এডুকেশন হোম
  • রাইট পাথ স্কুল এন্ড কলেজ
  • এভারগ্রীন হাই স্কুল এন্ড কলেজ
  • এডুকেশন মেট স্কুল এন্ড কলেজ
  • বাতিঘর উচ্চ বিদ্যালয়

দেশের সূর্যসন্তানদের নামে শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা:

প্রতিটি দেশ ও জাতির কিছু সূর্য সন্তান থাকে। নিজ দেশ ও জাতির জন্য যারা গর্ব। যাদের অবদান ভূলে যাওয়ার মতো নয়। তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাদের স্মৃতি ধরে রাখতে সকল দেশেই সেসব সূর্যসন্তানদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। আমাদের দেশেও এটা করা উচিত।

  • বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্কুল এন্ড কলেজ
  • বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়
  • বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়
  • বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল এন্ড কলেজ
  • বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ স্কুল এন্ড কলেজ
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্কুল এন্ড কলেজ
  • বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাংগির স্কুল এন্ড কলেজ
  • ভাষা শহীদ রফিক উচ্চ বিদ্যালয়
  • ভাষা শহীদ শফিক উচ্চ বিদ্যালয়
  • ভাষা শহীদ জব্বার উচ্চ বিদ্যালয়
  • ভাষা শহীদ বরকত উচ্চ বিদ্যালয়
  • ভাষা শহীদ সালাম উচ্চ বিদ্যালয়
  • শহীদ তিতুমীর উচ্চ বিদ্যালয়
  • ঈশা খা হাই স্কুল এন্ড কলেজ
  • বিপ্লবি তারকেশ্বর দস্তিদার স্কুল এন্ড কলেজ
  • বিপ্লবি সূর্যসেন স্কুল এন্ড কলেজ
  • বিপ্লবি প্রীতিলতা মহিলা বিদ্যালয়
  • বিপ্লবি কল্পনা দত্ত মহিলা বিদ্যালয়

এখানে আমি ধারনা দেয়ার জন্য অল্প কয়েকজনের নাম উল্লেখ করেছি মাত্র। আমাদের দেশে আরো অনেক মহান ব্যাক্তি রয়েছেন। আপনি চাইলে তাদের নামও বিবেচনা করতে পারেন।

বাংলাদেশের সেরা বিদ্যালয় কোনগুলো তা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে দেখে নিন বাংলাদেশের সেরা ১০টি বিদ্যালয়ের তালিকা

ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার সুন্দর নাম

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ন অংশ হলো মাদ্রাসা। মাদ্রাসাগুলো দেশব্যাপি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে চলছে।

বর্তমানে সারা দেশ ব্যাপি মাদ্রাসা শিক্ষার বিস্তার ঘটেছে। অনেক এলাকাতেই নতুন নতুন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। কোনটি হয়তো ছোট পরিসরে আবার কোনটি বড় পরিসরে।

অনেকেই আছেন যারা একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান ও সেই প্রতিষ্ঠানের জন্য সুন্দর একটি নাম খুজছেন।

এখানে মাদ্রাসা বা যেকোন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সুন্দর কিছু নামের ধারনা দেয়া হলো। আপনি চাইলে আপনার ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি সুন্দর নাম পছন্দ করতে পারেন।

  • আলোর পথ ইসলামি শিক্ষা কেন্দ্র
  • মুক্তির দিশারি ইসলামি শিক্ষা কেন্দ্র
  • নূর নগর ইসলামি শিক্ষা কেন্দ্র
  • নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা
  • জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা
  • উম্মতে মোহাম্মদি ইসলামি শিক্ষা কেন্দ্র
  • জামিয়া আশরাফিয়া ইসলামিয়া মাদ্রাসা
  • আমেল এ নুর ইসলামিয়া মাদ্রাসা
  • সুন্নিয়া গাউছিয়া আদর্শ মাদ্রাসা
  • হযরত আবু বকর (রা:) ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত উসমান (রা:) ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত ওমর (রা:) ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত আলী (রা:) ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত ইমাম হাসান (রা:) ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত ইমাম হোসাইন (রা:) ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত বেলাল (রা:) ইসলামিয়া মাদ্রাসা
  • বাইতুল শরফ আদর্শ মাদ্রাসা
  • হযরত খাজা মইনুদ্দিন চিশতী রা: ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত শাহজালাল (রা:) ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত শাহপরান (রা:) ইসলামিয়া মাদ্রাসা

সাহাবিদের নাম অনুসারে মাদ্রাসার সুন্দর নাম:

এই অংশে আমি সাহাবিদের নাম অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার নামের কিছু ধারনা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চাইলে সাহাবিদের নাম অনুসারে যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাখতে পারেন। তবে আমার মতে মাদ্রাসা বা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাহাবিদের নাম যুক্ত করা বেশি মানানসই হবে।

  • হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) ইসলামি মাদ্রাসা
  • হযরত হিন্দ বিনতে উতবা (রা) ইসলামি মাদ্রাসা
  • হযরত হিলাল ইবনে উমাইয়া (রা) ইসলামি একাডেমি
  • হিশাম ইবনুল আস (রা) ইসলামিক এডুকেশন সেন্টার
  • হুযাইফা ইবনুল ইয়ামান (রা) ইসলামিক লার্নিং ইন্সটিটিউট
  • সা’দ ইবনে খাইসামা (রা) ইসলামি একাডেমি
  • সা’দ ইবনে মায়াজ (রা) দ্বীনি শিক্ষা কেন্দ্র
  • আবদুল্লাহ ইবনে আতিক (রা) ইসলামি শিক্ষা কেন্দ্র
  • আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবন উবাই (রা) মাদ্রাসা
  • আবদুল্লাহ ইবনে আমর (রা) ক্যাডেট মাদ্রাসা
  • আবদুল্লাহ ইবনে যায়িদ ইবন আসিম (রা) মুসলিমস লার্নিং সেন্টার
  • আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রা) মুসলিমস মাদ্রাসা
  • আবদুল্লাহ ইবনে সালাম (রা) ইসলামী একাডেমি
  • আবদুল্লাহ ইবনে সুহাইল (রা) শিক্ষা কেন্দ্র
  • আবদুল্লাহ ইবনে হুজাফাহ আস্সাহমি (রা) মুসলিম শিক্ষা কেন্দ্র
  • আবান ইবনে সাঈদ ইবনুল আস (রা) কামিল মাদ্রাসা
  • আবু আহমাদ ইবনে জাহাশ (রা) ইসলামি একাডেমি
  • আবু উবাইদা ইবনুল জাররাহ (রা) এডুকেশন ইন্সটিটিউট
  • আকিল ইবনে আবি তালিব (রা) সুন্নিয়া মাদ্রাসা
  • আবদুর রহমান ইবনে আউফ (রা) সুন্নিয়া মাদ্রাসা
  • আবু বকর ইবনে আবি কুহাফা (রা) ইসলামি স্কুল
  • আবু বারযাহ্ আল আসলামি (রা) ইসলামি বিদ্যালয়
  • আবু বুরদা ইবনে নাইয়ার (রা) সুন্নিয়া মাদ্রাসা
  • আবু মূসা আল আশয়ারি (রা) ইসলামি একাডেমি
  • আবু যার আল-গিফারি (রা) সুন্নিয়া মাদ্রাসা
  • আবু সালামা ইবনে আবদিল আসাদ (রা) মুসলিম এডুকেশন সেন্টার
  • আবু হুজাইফা ইবনে উতবা (রা) শিক্ষালয়
  • আবু সায়িদ আল-খুদরী (রা) হাফেজি মাদ্রাসা
  • আবুল আস ইবনে রাবি (রা) ক্যাডেট মাদ্রাসা
  • আবদুল্লাহ ইবনে উনাইস জুহানি (রা) হাফেজি মাদ্রাসা
  • আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা) এডুকেশন সেন্টার
  • আলী ইবনে আবি তালিব (রা) লার্নিং ইন্সটিটিউট
  • আয়াশ ইবনে আবি রাবিআহ (রা) এডুকেশন সেন্টার
  • ইকরিমা ইবনে আবি জাহল (রা) মাদ্রাসা
  • ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান (রা) ইসলামি বিদ্যালয়
  • উকবা ইবনে আমির আলজুহানি (রা) মুসলিম এডুকেশন সেন্টার
  • মারসাদ ইবনে আবু মারসাদ আলগানাবি (রা) ইসলামি একাডেমি
  • মাসলামা ইবনে মুখাল্লাদ (রা) সুন্নিয়া মাদ্রাসা
  • মিকদাদ ইবনে আমর (রা) সুন্নিয়া শিক্ষা কেন্দ্র
  • উমাইর ইবনে ওয়াহাব (রা) সুন্নিয়া শিক্ষা কেন্দ্র
  • উমাইর ইবনে সা’দ (রা) ইসলামি শিক্ষা কেন্দ্র
  • নাওফিল ইবনে হারিস (রা) হাফেজিয়া মাদ্রাসা
  • নু’মান ইবনে বশির (রা) হাফেজিয়া মাদ্রাসা
  • সাঈদ ইবনে আমির আল-জুমাহি (রা) আলিয়া মাদ্রাসা
  • যূ-শিমালাইন উমাইর ইবনে আবদি আমর (রা) আলিয়া মাদ্রাসা
  • যুবাইর ইবনুল আওয়াম (রা) আমিলা মাদ্রাসা
  • সালমান আল ফারিসী (রা) ফাজিল মাদ্রাসা
  • সালামা আবু হিশাম (রা) ফাজিল মাদ্রাসা
  • সালামা ইবনুল আকওয়া (রা) ফাজিল মাদ্রাসা
  • সালিম মাওলা আবু হুজাইফা (রা) দাখিল মাদ্রাসা
  • সাহল ইবনে হানিফ (রা) দাখিল মাদ্রাসা
  • সাফিয়াহ বিনতে আবদুল মুত্তালিব (রা) কামিল মাদ্রাসা
  • যায়িদ ইবনুল খাত্তাব (রা) ইসলামি একাডেমি
  • সুরাকা ইবনে মালিক (রা) এডুকেশন সেন্টার
  • সুহাইব ইবনে সিনান আর রুমি (রা) লার্নিং সেন্টার
  • হযরত হারেস বিন আউস রা: ইসলামি শিক্ষা কেন্দ্র
  • হযরত আবু সাবরা কুরাইশী রা: ইসলামি মাদ্রাসা
  • হযরত নসর বিন হারেস রা: ইসলামি একাডেমি
  • হযরত উমায়ের বিন আউফ রা: শিক্ষা কেন্দ্র
  • হযরত রাফে বিন আনজাদা রা: মুসলিম শিক্ষা কেন্দ্র
  • হযরত আবু লুবাবাহ আব্দুল মুনযির রা: মাদ্রাসা
  • হযরত আবু হাব্বাহ বিন আমর রা: মাদ্রাসা
  • হযরত বশির বিন সা’দ রা: ইসলামি মাদ্রাসা
  • হযরত সুবাঈ বিন কায়েস রা: শিক্ষালয়
  • হযরত আব্বাদ বিন কায়েস রা: এডুকেশন ইন্সটিটিউট
  • হযরত হারেস বিন আনাস রা: মাদ্রাসা
  • হযরত সাবেত বিন আকরাম রা: মুসলিম লার্নিং জোন
  • হযরত যায়েদ বিন আসলাম রা: মুসলিম একাডেমি
  • হযরত সা’দ বিন যায়েদ রা: ইসলামি একাডেমি
  • হযরত রিফাআ বিন আ. মুনযির রা: মুসলিম শিক্ষা কেন্দ্র
  • হযরত হারেস বিন নোমান রা: শিক্ষা কেন্দ্র
  • হযরত খাওয়াত বিন যুবাইর রা: মাদ্রাসা

মহিলা মাদ্রাসার সুন্দর নাম:

  • হযরত ফাতেমা (রা:) মাহিলা ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত আয়েশা (রা:) মহিলা ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত খাদিজা রা. ইসলামিয়া মহিলা মাদ্রাসা
  • হযরত রাবেয়া বসরি (রা:)মহিলা ইসলামিয়া মাদ্রাসা
  • হযরত হাফসা রা. ইসলামি মহিলা মাদ্রাসা
  • আসমা বিনতে আবি বকর (রা) মহিলা মাদ্রাসা
  • লায়লা বিনতে আল-মিনহাল (রা) নারী শিক্ষা কেন্দ্র
  • নুসাইবা বিনতে কা’ব (রা) মহিলা মাদ্রাসা

মাদ্রাসা শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে আমাদের বাতায়নে একজন লেখকের একটি লেখা আছে। যদিও লেখাটি মাদ্রাসার নাম রাখার সাথে সম্পর্কিত নয় তবে আপনি চাইলে লেখাটি পড়ে দেখতে পারেন। লেখাটি পড়তে এখানে চাপ দিন: প্রচলিত মাদ্রাসা শিক্ষাব্যবস্থা মুসলিমদের জন্য বোঝা।

লেখক কেন প্রচলিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মুসলমানদের বোঝা বলছেন তা পড়ুন ও আপনার মতামত জানান।

শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্ধারনে আরো যা বিবেচনা করতে পারেন:

উপরে উল্লেখিত নামগুলো ছাড়াও আপনি চাইলে আপনার এলাকার নাম, মা বাবার নাম বা আপনার স্থানীয় কোন মহান ব্যাক্তির নামেও শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাখতে পারেন।

এখানে আমি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সুন্দর কিছু নাম তুলে ধরেছি। আপনি চাইলে এখান থেকে ধারনা নিয়ে একটি সুন্দর নাম আপনার প্রতিষ্ঠানের জন্য রাখতে পারেন।

শিক্ষা প্রতিষ্ঠানের নাম হোক সুন্দর, শিক্ষনীয় ও অর্থবোধক এটাই আমাদের কামনা। স্কুল, কলেজ বা মাদ্রাসা সহ যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্বাচনের ক্ষেত্রে এখানে দেয়া শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা আপনাকে কিছুটা হলেও যদি সাহয্য করে থাকে তাহলে আমি আমার এই লেখাটিকে সার্থক মনে করবো। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!