Home » ১ম বার নতুন মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম
নিবন্ধ

১ম বার নতুন মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম

charger, power bank, battery, mobile, digital device

বর্তমানে আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি। একটি নতুন মোবাইল কেনার পর আমাদের সবার মনেই একটি প্রশ্ন জাগে। প্রশ্নটি হলো, আমার নতুন মোবাইল ফোনটি কতক্ষন চার্জ দিবো?

নতুন মোবাইল প্রথমবার ৮-১০ ঘন্টা চার্জ দিতে হয়- এধারনা কি সত্য?

আমাদের মাঝে একটি ধারনা প্রচলিত আছে যে প্রথমবার ৮-১০ ঘন্টা চার্জ দিতে হয়। ফলে একটি নতুন মোবাইল ফোন ক্রয়ের পর আমরা সাধারনত ৮ থেকে ১০ ঘন্টা চার্জ দিয়ে থাকি।

এই পদ্ধতি নিকেল ব্যাটারীর যুগে কিছুটা কার্যকর ছিলো। তবে বর্তমানে এর সঠিক কোন ভিত্তি নেই। সময় পাল্টেছে তবে সেই আগের নিয়মগুলো এখনও প্রচলিত রয়ে গেছে।

বর্তমানে মোবাইল ফোনগুলোতে সাধারনত লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়ে থাকে যা প্রথমবার ব্যবহারের বেলায় ৮-১০ ঘন্টা চার্জ দেয়ার প্রয়োজন নেই।

নতুন মোবাইল ফোন ক্রয়ের পর ১ম বার যতক্ষন চার্জ দিবেন:

বর্তমানে বেশিরভাগ মোবাইল উৎপাদনকারি প্রতিষ্ঠানই মোবাইল তৈরি করে বাজারে ছাড়ার সময় ৫০% থেকে ৬০% এর মত চার্জ দিয়ে বাজারে ছাড়ে।

তাই যেহেতু একটি নতুন মোবাইলে ইতিমধ্যে ৫০%-৬০% চার্জ রয়েছে সেহেতু এটিকে সাথে সাথে আবারো চার্জ দেয়ার প্রয়োজন নেই।

কিছু সময় মোবাইলটি ব্যবহার করুন। এরপর যখন মোবাইলের চার্জ ২০% এর কাছাকাছি চলে আসবে তখন চার্জে লাগিয়ে একটানা সম্পূর্ন চার্জ করুন।

যখন মোবাইল পুরো চার্জ হয়ে যাবে তখন চার্জার খুলে ফেলতে পারেন।

সম্পূর্ন চার্জ হতে সাধারনত দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে।

এটি আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারন একেক মোবাইলের ব্যাটারির ধারন ক্ষমতা একেক রকম। কম ধারন ক্ষমতার ব্যাটারি দ্রুতই চার্জ হয়ে যায় আবার বেশি ধারন ক্ষমতার ব্যাটারি ফুল চার্জ হতে বেশি সময় লাগতে পারে।

তবে বর্তমানে ফাস্ট চার্জারগুলোর মাধ্যমে ৩০০০ বা ৪০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারিও তুলনামূলক অল্প সময়েই চার্জ হয়ে যায়।

সম্পূর্ন চার্জ হয়ে যাওয়ার পর বাড়তি সময় চার্জ দেয়ার কোন প্রয়োজন নেই। তবে চাইলে আরো ১০-১৫ মিনিটের মতো চার্জে লাগিয়ে রাখতে পারেন। স্মার্টফোন ও বাটন ফোন- উভয়ের বেলাতেই এই নিয়ম প্রজোয্য।

আপনি চাইলে এটিও পড়তে পারেন: মোবাইল দীর্ঘদিন টিকাতে চাইলে কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে কিছু পরামর্শ।

সুতরাং বুজতেই পারছেন যে, একটি নতুন মোবাইল ফোন ক্রয়ের পর প্রথমবার চার্জ দেয়ার সময় সেটিকে ৮০-১০ ঘন্টা চার্জ দেয়ার প্রয়োজন নেই বরং সম্পূর্ন চার্জ হতে যেটুকু সময় লাগে সেটুকু সময় চার্জ দেয়াই যথেষ্ট।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!