Home » আবরারের শরীরে ওগুলো আঘাতের চিন্হ নাকি চর্মরোগের দাগ তা খতিয়ে দেখা দরকার: ব্যরিস্টার শিল্পি
বাংলা সংবাদ

আবরারের শরীরে ওগুলো আঘাতের চিন্হ নাকি চর্মরোগের দাগ তা খতিয়ে দেখা দরকার: ব্যরিস্টার শিল্পি

নিহত আবরারের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবি বিএনপি নেত্রী ব্যারিস্টার শিল্পী।

তার মতে আবরারের শরীরে পিটানোর যে দাগ গুলো দেখা গিয়েছে ওগুলো চর্মরোগের দাগ হতে পারে। ওগুলো আসলেই আঘাতের চিন্হ নাকি চর্মরোগের দাগ তা খতিয়ে দেখা দরকার।

তার এই ধরনের মন্তব্যের পর ক্ষুব্ধ পতিক্রিয়া জানিয়েছেন অন্যান্য আইনজীবিরা। তার এই মন্তব্যের বিষয়টি প্রকাশ হলে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য ব্যারিষ্টার শিল্পী দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তিনি বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবি পরিষদের একজন সদস্য।

তবে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হলেও এখনও তিনি আসামিদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন।

এই ঘটনার পর টাকার কাছে আইনজীবিদের বিক্রি হয়ে যাওয়া নিয়ে মানুষের মাঝে হতাশা বিরাজ করছে।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!