Home » করোনা আক্রান্ত হওয়ায় ধরতে এলনা কেউ, দীর্ঘক্ষন পড়ে থেকে বাকা হয়ে রইলো লাশ।
বাংলা সংবাদ

করোনা আক্রান্ত হওয়ায় ধরতে এলনা কেউ, দীর্ঘক্ষন পড়ে থেকে বাকা হয়ে রইলো লাশ।

করোনার কারনে অনেক মানুষ যেমন উদারতার পরিচয় দিয়েছেন তেমনি আবার ভিন্ন রুপও দেখা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে।

করোনা আক্রান্ত মাকে জংগলে রেখে আসা, করোনা রোগিকে গাড়ি থেকে ফেলে দেয়া, করোনা আক্রান্তের লাশ নদীতে ফেলে দেয়া সহ বিভিন্ন অমানবিক ঘটনা ইতিমধ্যেই আমরা ঘটতে দেখেছি।

এবার করোনা রোগির সাথে আরো একটি অমানবিক ঘটনা ঘটলো কুমিল্লায়। কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে এক ব্যাক্তি মারা গিয়েছেন। মারা যাওয়ার সময় মৃত্যু যন্ত্রনায় ছটফট করলেও তার কাছে এগিয়ে যায়নি কেউ। এমনকি মৃত্যুর পরও দীর্ঘক্ষন লাশ পড়ে থাকলেও কেউ তা ধরতে যায়নি। ফলে দীর্ঘক্ষন বাকা অবস্থায় পড়ে থেকে লাশ শক্ত হয়ে বাকা হয়ে যায়, যা পরে আর সোজা করা সম্ভব হয়নি।

পরবর্তিতে বাকা অবস্থায়ই উক্ত ব্যাক্তির লাশটি সমাহিত করা হয়।

স্বাস্থ্য বিজ্ঞানিরা বলছেন, পিপিই পড়ে সতর্ক অবস্থায় করোনা রোগির লাশ স্পর্শ করলে তাতে কোন সমস্যা নেই। বিশ্বের সকল দেশেই স্বাস্থ্যবিধি মেনে করোনা রোগির চিকিৎসা ও লাশ সমাহিত করা হচ্ছে। এতে ভয়ের কিছু নেই। ভবিষ্যৎতে আর কখনো যেন এমন অমানবিক ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য সবাইকে আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!