Home » চাঁদে থাকা অক্সিজেন দিয়ে ৪০০ কোটি মানুষ ২ লাখ বছর শ্বাস নিতে পারবে!
নিবন্ধ বাংলা সংবাদ

চাঁদে থাকা অক্সিজেন দিয়ে ৪০০ কোটি মানুষ ২ লাখ বছর শ্বাস নিতে পারবে!

A spaceship going to moon

দীর্ঘদিন ধরেই মানুষের স্বপ্ন চাঁদে বসতি গড়ার। ভবিষ্যৎতে কোন এক দিন এ স্বপ্ন সত্যি হতেও পারে।

চাঁদে বসতি গড়ে তোলার পথে সবচেয়ে বড় বাধা নিশ্বাস নেয়ার মতো অক্সিজেনের অভাব।

তবে সাম্প্রতিক এক পরিক্ষায় চাঁদে জমা থাকে অক্সিজনের পরিমান নিয়ে মাথা ঘুরিয়ে দেয়ার মতো তথ্য সামনে এসেছে।

চাঁদে যে পরিমান অক্সিজেন জমা রয়েছে তা দিয়ে ৪০০ কোটি মানুষ ২ লাখ বছর পর্যন্ত নিশ্বাস নিতে পারবে!

তবে এই অক্সিজেন বাতাসের সাথে মিশে নেই। বাতাসের সাথে যেটুকু অক্সিজেন রয়েছে তার পরিমান সামান্য।

এই অক্সিজেন মিশে রয়েছে মূলত রেগোলিথ নামক একধরনের খনিজ পদার্থের সাথে।

পৃথীবিতে যেমন পানির সাথে অক্সিজেন মিশে রয়েছে। মাছ ও অন্যান্য জলজ প্রানীরা ফুলকার সাহায্যে পানি থেকে সেই অক্সিজেন গ্রহন করে বেঁচে থাকে।

চাঁদে তেমনি অক্সিজেন মিশে রয়েছে রেগোলিথ নামক খনিজ পদার্থের সংগে। এখন কিভাবে এই অক্সিজেন সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগি করা যায় সেটাই দেখার বিষয়।

বিজ্ঞানিরা অবশ্য ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। আজ না হোক, ৫০ বা ১০০ বছর পরে হলেও তারা এই অক্সিজেন ব্যবহারের একটা পথ ঠিকই বের করতে পারবেন বলে আশাবাদি।

আর তখনই চাঁদে গড়ে তোলা হবে মানুষের ২য় আবাস। আর সেখান থেকে পরবর্তীতে অন্যন্য গ্রহে যাতায়াত করাও সহজ হবে।

চাঁদ যে পরিমান রেগোলিথ আছে শুধু সেখান থেকে অক্সিজেন আহরন করলেই ৪০০ কোটি মানুষ ২ লাখ বছর নিশ্বাস নিতে পারবে। এছাড়া চাঁদে থাকা অন্যন্য উৎস হতে অক্সিজেন আহরন করা সম্ভব হলে এর পরিমান আরো বাড়বে।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!