Home » বলি দিয়ে এবং নদীতে রক্ত ঢেলে শুরু হলো পদ্মা সেতুর কাজ
বাংলা সংবাদ

বলি দিয়ে এবং নদীতে রক্ত ঢেলে শুরু হলো পদ্মা সেতুর কাজ

বলি দিয়ে এবং নদীতে রক্ত ঢেলে শুরু হলো পদ্মা সেতুর কাজ

পশু বলি দিয়ে এবং নদীতে রক্ত ঢেলে শুরু হলো পদ্মা সেতুর কাজ !

পদ্মা সেতুর কাজ পাওয়া চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মিরা তাদের রীতি অনুযায়ি পশু বলি দিয়ে তাদের কার্যক্রম শুরু করে ।

চীনের কর্মিদের বিশ্বাস, এগুলোর মাধ্যমে স্রষ্টা খুশি হবেন এবং তাদের কাজে সফলতা দান করবেন |

চীনা কর্মিদের মত অনুযায়ি এর মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভ কারা যায় এবং দূর্ঘটনা থেকে বাচা যায় । মুন্সিগন্জে সেতুর কাজ শুরুর আগে তারা পশু বলি দেন ।

চীনের কর্মিরা বড় আকারের দুইটি কলো ষাড়, দুইটি খাসি এবং মোরগ জবাই করেন ।

এসময় তারা দুটি ষাড়, দুটি খাসি এবং দুটি মোরগ নদী তীরে জবাই করে সেগুলোর রক্ত নদীতে ঢেলে দেন । প্রকল্প পরিচালক শফিকুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন ।

এরপর ষাড়ের সামনের দুটি পা, খাসি এবং মোরগ এবং এগুলোর রক্ত নদীতে ভাসিয়ে দেয়া হয় ।

অবশিষ্ট মাংস সেতু প্রকল্পে নিয়োজিত চীনা কর্মিদের মাঝে বিলিয়ে দেয়া হয় ।

বিষয়টি একান্তই চাইনিজ কর্মিদের নিজস্ব বিষয় । এর সাথে “পদ্মা সেতুর জন্য মানুষেত মাথা ও রক্ত প্রয়োজন” এমন গুজবের কোন সম্পর্ক নেই ।

চাইনিজ কর্মিরা অন্য যেসব দেশে কাজ করেন সেখানেও এসব রীতি মেনেই কাজ করেন ।
এসময় এই দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় জমান |

বর্তমানে পদ্মা সেতু প্রকল্পে চাইনিজ মেজর ব্রিজ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের শত শত কর্মী নিয়োজিত রয়েছে ।

চীনা কর্মিরা তাদের রীতি অনুযায়ি এবং তাদের নিজেদের অর্থ খরচ করে এ কাজ করায় তাদের বাধা দেয়া হয়নি, যেহেতু বিষয়টি তাদের ধর্মিয় বিশ্বাশের সাথে সম্পর্কিত । (ছবি বিডিনিউজ২৪ ডট কম থেকে সংগৃহীত)

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR US PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!