পশু বলি দিয়ে এবং নদীতে রক্ত ঢেলে শুরু হলো পদ্মা সেতুর কাজ !
পদ্মা সেতুর কাজ পাওয়া চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মিরা তাদের রীতি অনুযায়ি পশু বলি দিয়ে তাদের কার্যক্রম শুরু করে ।
চীনের কর্মিদের বিশ্বাস, এগুলোর মাধ্যমে স্রষ্টা খুশি হবেন এবং তাদের কাজে সফলতা দান করবেন |
চীনা কর্মিদের মত অনুযায়ি এর মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভ কারা যায় এবং দূর্ঘটনা থেকে বাচা যায় । মুন্সিগন্জে সেতুর কাজ শুরুর আগে তারা পশু বলি দেন ।
চীনের কর্মিরা বড় আকারের দুইটি কলো ষাড়, দুইটি খাসি এবং মোরগ জবাই করেন ।
এসময় তারা দুটি ষাড়, দুটি খাসি এবং দুটি মোরগ নদী তীরে জবাই করে সেগুলোর রক্ত নদীতে ঢেলে দেন । প্রকল্প পরিচালক শফিকুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন ।
এরপর ষাড়ের সামনের দুটি পা, খাসি এবং মোরগ এবং এগুলোর রক্ত নদীতে ভাসিয়ে দেয়া হয় ।
অবশিষ্ট মাংস সেতু প্রকল্পে নিয়োজিত চীনা কর্মিদের মাঝে বিলিয়ে দেয়া হয় ।
বিষয়টি একান্তই চাইনিজ কর্মিদের নিজস্ব বিষয় । এর সাথে “পদ্মা সেতুর জন্য মানুষেত মাথা ও রক্ত প্রয়োজন” এমন গুজবের কোন সম্পর্ক নেই ।
চাইনিজ কর্মিরা অন্য যেসব দেশে কাজ করেন সেখানেও এসব রীতি মেনেই কাজ করেন ।
এসময় এই দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় জমান |
বর্তমানে পদ্মা সেতু প্রকল্পে চাইনিজ মেজর ব্রিজ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের শত শত কর্মী নিয়োজিত রয়েছে ।
চীনা কর্মিরা তাদের রীতি অনুযায়ি এবং তাদের নিজেদের অর্থ খরচ করে এ কাজ করায় তাদের বাধা দেয়া হয়নি, যেহেতু বিষয়টি তাদের ধর্মিয় বিশ্বাশের সাথে সম্পর্কিত । (ছবি বিডিনিউজ২৪ ডট কম থেকে সংগৃহীত)
Add Comment