সারাদেশে একযোগে চলছে এস এস সি পরিক্ষা। বিভিন্ন স্থানে পরিক্ষায় অসাধুপায় অবলম্বন ও নিয়ম ভংগ করার দায়ে শাস্তি পেয়েছেন অনেক শিক্ষার্থী। তবে এবার শাস্তি পেলেন এক শিক্ষিকা।
পরিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের পরিক্ষা কার্যক্রম তদারকি না করে ঘুমিয়ে সময় কাটাচ্ছিলেন উক্ত শিক্ষাকা। ঠিক এমন সময় কেন্দ্র পরিদর্শনে আসেন ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট তার কক্ষে প্রবেশ করলেও তিনি টের পাননি। এসময় শিক্ষার্থীদের শান্ত থেকে লেখা চালিয়ে যেতে বলেন ম্যাজিস্ট্রেট।
প্রায় ৫ মিনিট সময় পেরিয়ে গেলেও শিক্ষাকা ঘুম থেকে না উঠায় তাকে ঢেকে ঘুম থেকে উঠানো হয়।
কয়েকবার ঢাকার পর তিনি ঘুম থেকে উঠেন। এসময় ম্যাজিস্ট্রেটকে তার সামনে দেখতে পেয়ে তিনি হতভম্ব হয়ে পড়েন।
দায়িত্ব সঠিকভাবে পালন না করায় শিক্ষিকাকে কাজ থেকে অব্যাহতি দেন ম্যাজিস্ট্রেট।
ঘটনাটি ঘটেছে মুন্সিগন্জের শ্রীনগর উপজেলার হলদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
Add Comment