নিজের তৈরি বিশেষ ধরনের সাইকেলে চড়ে পদ্মা নদী পাড়ি দিয়েছেন ফরিদপুরের সাইফুল ইসলাম। সাইফুলের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায়। পেশায় তিনি একটি বেসরকারি এনজিওর শাখা ব্যবস্থাপক।
সাইফুলের সাইকেলটি একটি উভচর সাইকেল। এটি জলে ও স্থলে উভয় জায়গাতেই চলতে পারে। সাইকেলটি চালাতে প্যাডেল ঘোরাতে হয়না কারন এটি সৌর বিদ্যুৎ ব্যবহার করে চলে। সামনে ও পিছনে চাকার দুই পাশে চারটি বায়ু ভর্তি টিউব লাগানো রয়েছে যেগুলোর সাহায্যে সাইকেলটি পানিতে ভেসে থাকে।
সাইকেলটি তৈরি করতে সাইফুলের খরচ হয়েছে ২০ হাজার টাকারও বেশি। কয়েকমাস চেষ্টার পর তিনি সফলভাবে সাইকেলটি বানাতে পেরেছেন।
সাইফুল বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে কাজ করতে ভালোবাসেন। তার প্রধান আগ্রহ সৌর বিদ্যুৎ নিয়ে। বর্তমানে তিনি সৌর বিদ্যুৎ চালিত স্পিডবোট, রিকশা ও ধান কাটার যন্ত্র তৈরির চেষ্টা করছেন।
Add Comment