ছোটবেলা থেকে আমরা শিখে আসছি পৃথিবীর মহাসাগর ৪ টি। যথা: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং উত্তর মহাসাগর। কিন্তু এখন থেকে আর ৪ টি মহাসাগর থাকছে না। এখন থেকে পৃথিবীর মহাসাগর ৫ টি।
গত মঙ্গলবার পৃথিবীর ৫ম মহাসাগর হিসেবে স্বীকৃতি পায় সাউদার্ন ওশান বা দক্ষিণ মহাসাগর।
৮ ই জুন ‘বিশ্ব মহাসাগর দিবসে’ দক্ষিণ মহাসাগরকে ৫ম মহাসাগর হিসেবে স্বীকৃতি দেয় ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি।
অ্যান্টার্কটিকা মহাদেশকে ঘিরে থাকা চারপাশের সাগরকে দক্ষিণ মহাসাগর হিসেবে স্বীকৃতি দেয় তারা।
Add Comment