সবজি দোকানের সুন্দর নাম খুঁজছেন? এখানে ১৫০+ সুন্দর ও মানানসই কৃষি পন্য, নিত্য প্রয়োজনীয় খাদ্য ও সবজির দোকানের নাম আপনার জন্য তুলে ধরেছি।
ফল বা সবজি বিক্রি বা কাঁচা বাজারের ব্যবসা একটি চিরসবুজ ও লাভজনক ব্যবসা। অনেক স্বল্পবুদ্ধি সম্পন্ন লোক এই ব্যবসাটিকে ছোট করে দেখে।
তবে যারা এই ব্যবসার গুরুত্ব ও চাহিদা বুঝে সঠিক পরিকল্পনার সাথে ব্যবসা করে তারা দ্রুতই সফলতার মুখ দেখতে পায়।
বাংলায় সবজি দোকানের সুন্দর নাম
এই অংশে আমরা আপনার সবজি বা ফলের দোকানের জন্য বাংলা ভাষায় বেশকিছু সু্ন্দর সুন্দর নাম তুলে ধরেছি। আশা করছি নামগুলো আপনার পছন্দ হবে।
- তাজা খাবার শস্য বিতান
- সতেজ খাবার শস্য ভান্ডার
- নির্মল খাদ্য ভান্ডার
- ধানসিঁড়ি খাদ্য ভান্ডার
- তরুলতা সবজি ভান্ডার
- নির্ভেজাল সবজি ও শস্য বিতান
- বিশুদ্ধ বাজার সবজি বিতান
- সুফলা কৃষি পন্য ভান্ডার
- ভরসা কাঁচা বাজার কেন্দ্র
- আস্থা কাঁচা বাজার কেন্দ্র
- পরিশুদ্ধ খাদ্য ভান্ডার
- চাষী সবজি ও নিত্য পন্য ভান্ডার
- আবাদ কৃষি খাদ্য ভান্ডার
- সজীব খাদ্য সামগ্রি ভান্ডার
- সুজলা- সুফলা খাদ্য ভান্ডার
- শ্যামল বাংলা খাদ্য বিতান
- প্রত্যাশা কাঁচা বাজার
- মাটির ছোয়া কৃষি খাদ্য সমাহার
- মাটির পরশ সবজি সমাহার
- প্রত্যাশা নিত্য পন্য বিতান
- সমাহার সবজি ভান্ডার
- সেরা সবজি বিতান
- গ্রামীণ খাদ্য বিতান
- জৈব খাদ্য বিতান
- সন্তুষ্টি নিত্য পন্য ঘর
- সূনির্মল কৃষি খাদ্য বিতান
- শেকড় কৃষি খাদ্য ভান্ডার
- সমাধান নিত্য খাদ্য ভান্ডার
- স্বপ্নযাত্রা কৃষি খাদ্য আলয়
- বন্ধন কাঁচা বাজার
- জনতার কল্যান কাঁচা বাজার কেন্দ্র
- জনকল্যান কৃষি খাদ্য বিতান
- জীবিকা কৃষি খাদ্য বিতান
- রিজিকের খোজ খাদ্য পন্য বিতান
- রিজিকের সন্ধান কৃষি খাদ্য ভান্ডার
- অংকুর কৃষি খাদ্য ভান্ডার
- পাঞ্জেরি নিত্য পন্য ভান্ডার
- সম্ভাবনা কৃষি ও নিত্য পন্য বিতান
- প্রকৃতির ছোয়া কৃষি খাদ্য বিতান
- প্রকৃতির স্পর্শ নিত্য পন্য ভান্ডার
- নিসর্গের ছোয়া কৃষি খাদ্য ভান্ডার
- খাঁটি কৃষি খাদ্য বিতান
- খাঁটি নিত্য পন্য ভান্ডার
- কৃষকের স্বপ্ন সবজি ভান্ডার
- নাগরিক ভরসা খাদ্য পন্য ভান্ডার
- নাগরিক আস্থা সবজি ও ফল বিতান
- প্রজন্মের আস্থা ফল ও ফসল ভান্ডার
- সচেতন কৃষক ফল ও ফসল বিতান
- অধিকার কৃষি খাদ্য ভান্ডার
- সু-দিন নিত্য পন্য ভান্ডার
- উদ্দীপ্ত নিত্য পন্য সমাহার
- আদর্শ নিত্য পন্য সমাহার
- পথ প্রদর্শক মুদি ও কাঁচা বাজার ভান্ডার
- আল্লাহর নেয়ামত নিত্য পন্য ভান্ডার
- আল্লাহর অনুগ্রহ কৃষি খাদ্য বিতান
- সোনালি ফসল কৃষি পন্য ভান্ডার
- নির্ভরতা খাদ্য পন্য সমাহার
- নির্ভাবনা খাদ্য পন্য সমাহার
- আস্থা অবিচল কৃষি খাদ্য ভান্ডার
- গ্রামীন ছোয়া সবজি বাজার
- শ্রেষ্ঠ বাজার সবজি বিতান
- কৃষক সবজি বাজার
- সাশ্রয় কৃষি খাদ্য বাজার
- চাষীর হাসি সবজি বিতান
- কৃষকের হাসি সবজি সমাহার
- রুটি-রুজি নিত্য খাদ্য ভান্ডার
- গ্রাম্যতা সবজি ও ফল ভান্ডার
- দেশী সবজি ও ফল বিতান
- উন্মেষ খাদ্য পন্য ভান্ডার
- আলোকিত ভূবন কৃষি খাদ্য ভান্ডার
- বিকাশিত সবজি ও ফল বাজার
- সকাল সন্ধ্যা সবজি বাজার
- নাগরিক আস্থা কেন্দ্রিয় সবজি বিতান
- জনতার আস্থা সবজি ও ফল ঘর
- মানুষের আস্থা কাঁচা বাজার কেন্দ্র
- তৃপ্তি সবজি ভান্ডার
- প্রত্যয় কাঁচা বাজার কেন্দ্র
- আল্লাহর দয়া সবজি বিতান
ইংরেজি শব্দে ফল বা সবজি দোকানের সুন্দর নাম
এই অংশে ইংরেজি শব্দ দ্বারা গঠিত ফল বা সবজির দোকানের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর নাম তুলে ধরেছি। দেখুন পছন্দ হয় কিনা।
- পিওর ফুড ব্যাংক
- ফ্রেশ ফুড হাব
- রিমার্ক ফুডস এন্ড ভেজিটেবল শপ
- গোল্ডেন ফুডস এন্ড ফ্রুটস ভ্যালি
- আইফেল এগ্রো ফুডস লিমিটেড
- প্রিমিয়ার ভেজিটেবল হাব
- ভিলেজ গ্রো ফুড ভ্যালি
- ড্রিমস ফুডস এন্ড ফ্রুটস বাস্টেক
- গড’স গিফট ন্যাচারাল ফুড ব্যাংক
- অথেনটিক ডেইলি ফুডস এন্ড ফ্রুটস
- ভিলেজ টাচ ভেজিটেবল মার্ট
- ফার্মার এগ্রো ফুডস মার্ট
- এগ্রো স্মাইল ফুড এন্ড ফ্রুটস পয়েন্ট
- এশিয়ান ভেজিটেবলস এন্ড ফ্রুটস কর্নার
- ভিলেজ গ্রো ভেজিটেবল শপ
- ভিলেজ ভেজিটেবল গ্যালারি
- ইউনিটি ভেজিটেবল ভিলেজ
- ফার্ম ফ্রেশ ভেজিটেবল স্টোর
- লিবার্টি ভেজিটেবল এন্ড ফ্রুট মার্ট
- ঢাকা ভেজিটেবল এন্ড ফ্রুটস কর্নার
- সিটি ভেজিটেবলস ব্যাংক
- মেট্রো ভেজিটেবলস মার্ট
- ফ্রেন্ডস ভেজিটেবলস হাউস
- মেট্রো ভেজিটেবল ওশেন
- ভিলেজ ভেজিটেবলস ওশেন
- ফার্ম ফ্রেস ভেজিটেবলস এন্ড ফ্রুটস ভ্যালি
- অনলি ফ্রেশ ভেজিটেবল সেন্টার
- গার্ডেন ফ্রেশ ভেজিটেবলস ব্যাংক
সবজির ব্যবসা কেন করবেন?
এই ব্যবসা কম পুঁজিতে করা যায়
তুলনামূলক অধিক লাভ
এটি একটি চির সবুজ ব্যবসা
সারা বছর সব মৌসুমী সবজির চাহিদা থাকে
দেশের সব এলাকায় এর চাহিদা রয়েছে
আগেও বলেছি এই ব্যবসা একটি লাভজনক ব্যবসা আর এই ব্যবসাতে পুজিঁও লাগে কম।
ফলে ছাত্র, বেকার যুবক বা কিছুটা আর্থিক চাপে থাকা ব্যাক্তিরা নিজ এলাকার চাহিদা বুঝে এই ব্যবসাটি সহজেই শুরু করতে পারেন।
আপনি চাইলে আমাদের এই লেখাটি পড়ে দেখতে পারেন – অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা (৭০টি ব্যবসার ধারণা)
আপনি চাইলে আমাদের এই লেখাটিও পড়ে দেখতে পারেন – সফল ব্যবসায়ী হতে যে খারাপ স্বভাবগুলো থাকা দরকার
দেশ বিদেশের বিভিন্ন খাবার, সবজি বা ফলের অসাধারন সব ছবি দেখতে বা নিজের তোলা ছবি আপলোড করতে ফেসবুকে ফুড ফটোগ্রাফি নামের এই গ্রুপটিতে যুক্ত হতে পারেন।
উপরে উল্লেখিত নামের তালিকাগুলোতো দেখলেন। আশাকরি উপরের তালিকাগুলো থেকে আপনি একটি ফল বা সবজি দোকানের সুন্দর নাম খুঁজে পেতে সমর্থ্য হয়েছেন। মানুষ, পোষা প্রানী বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুন্দর মানানসই নাম বাছাই করতে আমাদের ওয়েবসাইটে ভ্রমন করার অনুরোধ রইলো। ধন্যবাদ।
Add Comment