Home » অপকর্ম করলে যতই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলুন কোন লাভ নেই: ওবায়দুল কাদের
বাংলা সংবাদ

অপকর্ম করলে যতই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলুন কোন লাভ নেই: ওবায়দুল কাদের

বিভিন্ন অযাচিত ও অশ্লীল কথাবার্তা বলে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. মুরাদ হাসান।

তার এই অযাচিত ও অশ্লীল কথাবর্তা কানে যাওয়ার পর তাকে মন্ত্রীত্ব থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডা. মুরাদকে পদত্যাগ করতে নির্দেশ দেয়া হয় এবং সেই মোতাবেক তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

এদিকে ডা. মুরাদকে ইংগিত করে ওবায়দুল কাদের বলেন অপকর্ম করলে যতই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলুন না কেন তাতে কোন লাভ নেই। শাস্তি পেতেই হবে।

ডা. মুরাদের কর্মকান্ডে ক্ষেপে আছেন খোদ আওয়ামিলীগের নেতারাই। তাকে উদ্দেশ্য করে সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন আপনার কর্মকান্ডের জন্য দুনিয়াতে ও আখিরাতে শাস্তি পেতে হবে।

ছাত্রলীগের নেত্রীরা তার শাস্তির দাবি জানিয়েছেন আগেই।

এমনকি আওয়ামিলীগের আগামি কার্যনির্বাহি বৈঠকে ডা. মুরাদকে দল থেকেও বহিষ্কার করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে নিজের আইডি থেকে ফেসবুকে পোস্ট দিয়ে মা বোনদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

বর্তমানে আত্বগোপনে রয়েছেন ডা. মুরাদ।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!