Home » মোবাইল অপারেটরদের উপর নজরদারি চালাতে পৌনে একশ কোটি টাকা খরচ করে সরন্জাম কিনছে বিটিআরসি
বাংলা সংবাদ

মোবাইল অপারেটরদের উপর নজরদারি চালাতে পৌনে একশ কোটি টাকা খরচ করে সরন্জাম কিনছে বিটিআরসি

একটি কম্পিউটারাইজড কন্ট্রোল সেন্টার

দেশে ব্যবসা পরিচালনাকারি মোবাইল ফোন অপারেটরদের কার্যক্রমের উপর আরো গভীর নজরদারি চালাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়্যার কিনতে কানাডার একটি প্রতিষ্ঠানের সংগে চুক্তি করেছে BTRC. এতে খরচ হবে প্রায় ৭৮ কোটি টাকা।

চুক্তি অনুযায়ি আগামি ১৮০ দিনের মধ্যেই নজরদারি কার্যক্রম পরিচালনার জন্য সার্বিক কাজ শেষ করবে প্রতিষ্ঠানটি।

এর মাধ্যমে বিটিআরসি সিম কোম্পানিগুলোর বিভিন্ন কার্যক্রম যেকোন সময় সরাসরি দেখতে পারবে।

এতে ভয়েস ট্রাফিক, ইন্টারনেট ট্রাফিক, কোন এলাকায় কোন প্রতিষ্ঠানের নেটওয়ার্কের চাপ ও মান কেমন ইত্যাদি বিষয় বিটিআরসি সাথে সাথেই দেখতে পারবে।

ফলে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন এলাকায় গ্রাহকদের কেমন সেবা দিচ্ছে এবং দূরবর্তী এলাকায়  নেটওয়ার্কের মান কখন কেমন রয়েছে তা জানা যাবে।

বিটিআরসি কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই পক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BD MEDIA MATE AD WITH SCREENSHOT

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ

BD MEDIA MATE APP SCREENSHOT

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

BEST APP FOR USA PEOPLE

US MEDIA MATE APP
Don`t copy text!